পরমগীত ৫:১-১৬

 “ও আমার প্রেমিকা, আমার প্রিয়তমা,আমি নিজের বাগানে ঢুকেছি। আমি নিজের গন্ধরস* এবং নিজের সুগন্ধি গাছ তুলেছি। আমি নিজের মৌচাক এবং নিজের মধু খেয়েছি,আমি নিজের দ্রাক্ষারস* এবং নিজের দুধ খেয়েছি।” “প্রিয় বন্ধুরা, মন ভরে খাওয়া-দাওয়া করো এবং পান করো! একে অন্যের ভালোবাসায় ডুবে যাও!”  ২  “আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার মন জেগে ছিল। হঠাৎ শুনতে পেলাম, আমার প্রিয়তম দরজায় আঘাত করছে! ‘ও আমার প্রেমিকা, আমার প্রিয়তমা,আমার ঘুঘু, যার মধ্যে কোনো খুঁত নেই,আমার জন্য দরজা খোলো!কারণ শিশিরে আমার মাথা ভিজে গিয়েছে,রাতের আর্দ্রতায় আমার মাথার চুল ভিজে গিয়েছে।’  ৩  আমি আমার পোশাক বদলে ফেলেছি। কীভাবে আমি সেটা আবার পরব? আমি আমার পা ধুয়ে ফেলেছি। কীভাবে আমি সেটা আবার নোংরা করব?  ৪  আমার প্রিয়তম দরজার ফুটো থেকে নিজের হাত বের করে নিলআর আমার ওকে দেখার খুব ইচ্ছা হল।  ৫  আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুলতে উঠলাম,আমার হাত থেকে গন্ধরস* গড়িয়ে পড়ছিল,আমার আঙুলে থাকা গন্ধরসের* তেল ছিটকিনিতে লেগে গেল।  ৬  আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুললাম,কিন্তু ও সেখানে ছিল না, ও চলে গিয়েছিল। ও চলে গিয়েছিল বলে* আমার খুব দুঃখ হল। আমি ওকে খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি ওকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না।  ৭  পাহারাদারেরা নগরে টহল দেওয়ার সময় আমাকে দেখতে পেল। তারা আমাকে আঘাত করল, আমাকে আহত করল। প্রাচীরের সেই পাহারাদারেরা আমার চাদর* কেড়ে নিল।  ৮  হে জেরুসালেমের মেয়েরা, তোমরা শপথ করো: তোমরা যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও,তা হলে তাকে বলবে, আমি প্রেমে পড়েছি বলে দুর্বল হয়ে গিয়েছি।”  ৯  “হে সবচেয়ে সুন্দরী মহিলা,আমাদের বলো, তোমার প্রিয়তমের মধ্যে এমন কী রয়েছে, যা অন্যদের মধ্যে নেই? তার মধ্যে এমন কী রয়েছে যে, তুমি আমাদের দিয়ে এই শপথ করাচ্ছ?” ১০  “আমার প্রিয়তম দেখতে খুবই সুন্দর। ওর গায়ের রং লালচে, দশ হাজার জনের মধ্যেও ও চোখে পড়ার মতো। ১১  ওর মাথা সোনার মতো, সবচেয়ে উচ্চমানের সোনার মতো। ওর চুল খেজুর গাছের ডালের মতো দুলতে থাকে*আর ওর চুলের রং দাঁড়কাকের মতো কালো। ১২  ওর চোখ দুটো নদীর ধারে বসে থাকা ঘুঘুর মতো,যেগুলো দুধে স্নান করছে,যেগুলো উপচে পড়া পুকুরের* ধারে বসে রয়েছে। ১৩  ওর গাল দুটো সুগন্ধি গাছের বাগানের মতো,সুগন্ধি পাতার ঢিবির মতো। ওর ঠোঁট দুটো লিলি ফুলের মতো,যেগুলো থেকে গন্ধরসের তেল গড়িয়ে পড়ে। ১৪  ওর গোল গোল আঙুলগুলো সোনার মতো,যেগুলোর ডগায় স্বর্ণ মণি লাগানো রয়েছে। ওর পেট পালিশ-করা হাতির দাঁতের মতো,যেটাতে নীলকান্ত মণি বসানো রয়েছে। ১৫  ওর পা দুটো শ্বেতপাথরের স্তম্ভের মতো,যেগুলোর নীচের অংশ সবচেয়ে উচ্চমানের সোনা দিয়ে তৈরি। ওর সৌন্দর্য লেবাননের মতোআর ও দেবদারু গাছের মতো লম্বা। ১৬  ওর মুখ* খুবই মিষ্টিআর ওর সমস্ত কিছুই আকর্ষণীয়। জেরুসালেমের মেয়েরা, আমার প্রিয়তম এইরকমই,হ্যাঁ, আমার প্রেমিক এইরকমই।”

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
বা “ওয়াইন।”
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
বা সম্ভবত, “ও যখন কথা বলল, তখন।”
বা “ওড়না।”
বা সম্ভবত, “খেজুরের গুচ্ছের মতো।”
বা সম্ভবত, “যেগুলো ঝরনার।”
আক্ষ., “মুখের তালু।”