যিহোশূয়ের পুস্তক ১২:১-২৪
১২ ইজরায়েলীয়েরা জর্ডনের পূর্ব দিকে অর্ণোন উপত্যকা থেকে শুরু করে উপরের দিকে হর্মোণ পর্বত পর্যন্ত এবং পূর্ব দিকে বিস্তৃত পুরো অরাবা দখল করে নিল। তারা সেই দেশে যে-রাজাদের পরাজিত করেছিল, তাদের মধ্যে একজন হলেন
২ ইমোরীয়দের রাজা সীহোন, যিনি হিষ্বোনে বাস করতেন। তিনি অর্ণোন উপত্যকার প্রান্তে অবস্থিত অরোয়ের থেকে শাসন করতেন। তিনি অর্ণোন উপত্যকার মাঝখান থেকে যব্বোক উপত্যকা পর্যন্ত পুরো এলাকা এবং গিলিয়দের অর্ধেক অংশের উপর শাসন করতেন। যব্বোক উপত্যকা অম্মোনীয়দের এলাকারও সীমানা ছিল।
৩ তিনি পূর্ব দিকে অরাবার উপরেও শাসন করতেন, যেটা কিন্নেরৎ হ্রদ* থেকে অরাবার সাগর অর্থাৎ লবণ সাগর* পর্যন্ত বিস্তৃত ছিল আর পূর্ব দিকে বৈৎ-যিশীমোৎ এবং দক্ষিণ দিকে পিস্গার ঢালু অংশের নীচ পর্যন্ত বিস্তৃত ছিল।
৪ ইজরায়েলীয়েরা দ্বিতীয় যে-রাজার এলাকা দখল করে নিল, তিনি হলেন বাশনের রাজা ওগ। তিনি ছিলেন অবশিষ্ট রফায়ীয়দের মধ্যে একজন আর তিনি অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে বাস করতেন।
৫ তিনি হর্মোণ পর্বতে, সল্খাতে এবং গশূরীয়দের ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত পুরো বাশনে ও সেইসঙ্গে হিষ্বোনের রাজা সীহোনের এলাকার সীমানা পর্যন্ত গিলিয়দের অর্ধেক অংশের উপর শাসন করতেন।
৬ যিহোবার দাস মোশি এবং ইজরায়েলীয়েরা এই রাজাদের পরাজিত করেছিলেন। এরপর, যিহোবার দাস মোশি তাদের এলাকা রূবেণীয়দের ও গাদীয়দের এবং মনঃশির অর্ধেক বংশকে দিয়ে দিয়েছিলেন।
৭ যিহোশূয় এবং ইজরায়েলীয়েরা জর্ডনের পশ্চিম দিকে বসবাসরত রাজাদের পরাজিত করলেন। এরপর, যিহোশূয় তাদের সমস্ত এলাকা ইজরায়েলের বংশগুলোর মধ্যে ভাগ করে দিলেন, প্রত্যেক বংশকে তাদের নিজের নিজের অংশ দেওয়া হল। এই এলাকা লেবানন উপত্যকায় অবস্থিত বাল্গাদ থেকে সেয়ীরের পাশে হালক পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল।
৮ এর অন্তর্ভুক্ত ছিল পার্বত্য এলাকা, শফেলা,* অরাবা, ঢালু এলাকা, প্রান্তর ও নেগেব,* যেখানে হিত্তীয়েরা, ইমোরীয়েরা, কনানীয়েরা, পরিষীয়েরা, হিব্বীয়েরা ও যিবূষীয়েরা বাস করত। যে-রাজাদের পরাজিত করা হয়েছিল, তারা হল:
৯ যিরীহোর রাজা; বৈথেলের পাশে অবস্থিত অয়ের রাজা;
১০ জেরুসালেমের রাজা; হিব্রোণের রাজা;
১১ যর্মুতের রাজা; লাখীশের রাজা;
১২ ইগ্লোনের রাজা; গেষরের রাজা;
১৩ দবীরের রাজা; গেদরের রাজা;
১৪ হর্মার রাজা; অরাদের রাজা;
১৫ লিব্নার রাজা; অদুল্লমের রাজা;
১৬ মক্কেদার রাজা; বৈথেলের রাজা;
১৭ তপূহের রাজা; হেফরের রাজা;
১৮ অফেকের রাজা; লশারোণের রাজা;
১৯ মাদোনের রাজা; হাৎসোরের রাজা;
২০ শিম্রোণ-মরোণের রাজা; অক্ষফের রাজা;
২১ তানকের রাজা; মগিদ্দোর রাজা;
২২ কেদশের রাজা; কর্মিলে যক্নিয়ামের রাজা;
২৩ দোরের পার্বত্য এলাকায় দোরের রাজা; গিল্গলে গোয়ীমের রাজা
২৪ এবং তির্সার রাজা। সব মিলিয়ে ৩১ জন রাজা।
পাদটীকাগুলো
^ অর্থাৎ গিনেষরৎ হ্রদ বা গালীল সাগর।
^ অর্থাৎ ডেড সি।
^ বা “নিম্নভূমি,” যা নিম্নতর পর্বতগুলোকে বোঝায়।
^ বা “দক্ষিণ,” অর্থাৎ প্রতিজ্ঞাত দেশের দক্ষিণ অংশ।