যিহোশূয়ের পুস্তক ১৬:১-১০
১৬ যোষেফের বংশধরদের ঘুঁটি* চেলে যে-এলাকার অংশ দেওয়া হল, সেটার সীমানা যিরীহোর পাশে জর্ডন থেকে শুরু হয়ে সেই ঝরনাগুলো পর্যন্ত গিয়েছিল, যেগুলো যিরীহোর পূর্ব দিকে অবস্থিত। এরপর, এই সীমানা যিরীহোর সামনের প্রান্তর হয়ে বৈথেলের পার্বত্য প্রদেশ পর্যন্ত গিয়েছিল।
২ এরপর, এই সীমানা লূসের পাশে অবস্থিত বৈথেল হয়ে অটারোৎ পর্যন্ত গিয়েছিল, যেটা অর্কীয়দের সীমানা ছিল।
৩ সেখান থেকে এই সীমানা পশ্চিম দিকে যফ্লেটীয়দের সীমানা থেকে নেমে নীচে বৈৎ-হোরোণের সীমানা এবং গেষর পর্যন্ত গিয়েছিল আর সাগরে গিয়ে শেষ হয়েছিল।
৪ এভাবে যোষেফের বংশধরেরা অর্থাৎ মনঃশি ও ইফ্রয়িম বংশ নিজেদের এলাকার অংশ নিল।
৫ ইফ্রয়িম বংশের সমস্ত পরিবারকে উত্তরাধিকার হিসেবে যে-এলাকা দেওয়া হল, সেটার সীমানা এই: পূর্ব দিকে অটারোৎ-অদ্দর থেকে শুরু হয়ে উপরের বৈৎ-হোরোণ পর্যন্ত
৬ আর সেখান থেকে সাগর পর্যন্ত। এই সীমানা উত্তর দিকে মিক্মথৎ থেকে পূর্ব দিকে তানৎ-শীলো পর্যন্ত গিয়েছিল আর সেটা যানোহ হয়ে গিয়েছিল।
৭ এরপর, এই সীমানা যানোহ থেকে নীচে নেমে অটারোৎ ও নারা হয়ে যিরীহো ও জর্ডন পর্যন্ত গিয়েছিল।
৮ এই সীমানা তপূহ থেকে পশ্চিম দিকে কানা উপত্যকা হয়ে সাগর পর্যন্ত গিয়েছিল। এই এলাকা ইফ্রয়িম বংশের সমস্ত পরিবারের উত্তরাধিকার।
৯ ইফ্রয়িমের বংশধরেরা মনঃশির বংশধরদের এলাকার সেই নগর ও গ্রামগুলোও পেল, যেগুলো ইফ্রয়িমের বংশধরদের জন্য আলাদা করে রাখা হয়েছিল।
১০ কিন্তু, ইফ্রয়িমীয়েরা গেষরে বসবাসকারী কনানীয়দের তাড়াল না। এইজন্য আজ পর্যন্ত কনানীয়েরা তাদের মাঝে বাস করে আর তারা কনানীয়দের দিয়ে জোর করে দাসের কাজ করায়।
পাদটীকাগুলো
^ শব্দকোষ দেখুন।