যিহোশূয়ের পুস্তক ২০:১-৯

২০  এরপর, যিহোবা যিহোশূয়কে বললেন: ২  “ইজরায়েলীয়দের বলো, ‘আমি মোশিকে দিয়ে যেমনটা বলিয়েছিলাম, তেমনই তারা যেন নিজেদের জন্য আশ্রয় নগর বেছে নেয়, ৩  যাতে কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে* কাউকে খুন করলে, সে ওই নগরগুলোতে পালিয়ে যেতে পারে। সেখানে সে রক্তের প্রতিশোধদাতার হাত থেকে রক্ষা পাবে। ৪  তাকে সেই নগরগুলোর মধ্যে কোনো একটাতে পালিয়ে যেতে হবে আর নগরের দরজার কাছে এসে সেখানকার প্রাচীনদের সামনে নিজের মামলা পেশ করতে হবে। তখন তারা তাকে নগরে গ্রহণ করে থাকার জায়গা দেবে আর সে তাদের সঙ্গে থাকবে। ৫  যদি রক্তের প্রতিশোধদাতা তার পিছু ধাওয়া করতে করতে সেখানে এসে পৌঁছায়, তা হলে প্রাচীনেরা সেই ব্যক্তিকে রক্তের প্রতিশোধদাতার হাতে তুলে দেবে না কারণ সে ঘৃণার কারণে নয়, কিন্তু ভুল করে* সেই ব্যক্তিকে খুন করেছে। ৬  তাকে সেই নগরেই থাকতে হবে, যতক্ষণ না তাকে বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড় করানো হয়। আর নির্দোষ হিসেবে প্রমাণিত হওয়ার পরও, সেই সময়ের মহাযাজকের মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে সেই নগরেই থাকতে হবে। তারপর, সে চাইলে নিজের নগরে এবং নিজের বাড়িতে ফিরে যেতে পারে, যেখান থেকে সে পালিয়ে এসেছিল।’” ৭  এইজন্য ইজরায়েলীয়েরা এইসমস্ত নগর আলাদা* করল: নপ্তালির পার্বত্য এলাকায় গালীলের কেদশ, ইফ্রয়িমের পার্বত্য এলাকায় শিখিম এবং যিহূদার পার্বত্য এলাকায় কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ। ৮  যিরীহোর কাছে জর্ডনের পূর্ব দিকে তারা এই নগরগুলো বেছে নিল: রূবেণ বংশের মালভূমির প্রান্তরে বেৎসর, গাদ বংশের গিলিয়দে রামোৎ এবং মনঃশি বংশের বাশনে গোলন। ৯  এগুলো সেই নগর, যেগুলো ইজরায়েলীয়দের এবং তাদের মাঝে বসবাসরত বিদেশিদের জন্য বেছে নেওয়া হয়েছিল, যাতে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে খুন করে, তা হলে সে যেন পালিয়ে গিয়ে এই নগরগুলোতে আশ্রয় নিতে পারে আর বিচারের জন্য মণ্ডলীর সামনে দাঁড়ানোর আগেই রক্তের প্রতিশোধদাতা তাকে মেরে ফেলতে না পারে।

পাদটীকাগুলো

বা “অজান্তে।”
বা “অজান্তে।”
বা “পবিত্র।”