যিহোশূয়ের পুস্তক ৩:১-১৭

 তারপর, যিহোশূয় সকাল সকাল উঠলেন আর সমস্ত ইজরায়েলীয়কে নিয়ে শিটীম থেকে রওনা হলেন আর জর্ডনের কাছে এসে পৌঁছালেন। তারা নদী পার হওয়ার আগে সেখানেই রাত কাটাল। ২  তিন দিন পর তাদের আধিকারিকেরা* পুরো শিবিরে গিয়ে ৩  লোকদের আজ্ঞা দিলেন: “যখনই তোমরা দেখবে যে, লেবীয় যাজকেরা তোমাদের ঈশ্বর যিহোবার চুক্তির সিন্দুক বহন করছে, তখনই তোমরা নিজের নিজের জায়গা ছেড়ে সিন্দুকের পিছনে পিছনে যাবে, ৪  যাতে তোমরা বুঝতে পার যে, তোমাদের কোন পথে যেতে হবে কারণ এই পথে তোমরা আগে কখনো যাওনি। তোমরা সিন্দুক থেকে প্রায় ২,০০০ হাত* দূরে থাকবে, এর চেয়ে কাছে যাবে না।” ৫  যিহোশূয় লোকদের বললেন: “প্রস্তুত হও* কারণ কাল যিহোবা তোমাদের সামনে আশ্চর্যজনক কাজ করবেন।” ৬  তারপর, যিহোশূয় যাজকদের বললেন: “তোমরা চুক্তির সিন্দুক ওঠাও আর লোকদের আগে আগে চলো।” তারা চুক্তির সিন্দুক ওঠাল আর লোকদের আগে আগে চলতে শুরু করল। ৭  যিহোবা যিহোশূয়কে বললেন: “আজ থেকে আমি এই সমস্ত ইজরায়েলীয়ের দৃষ্টিতে তোমাকে উচ্চে স্থাপন করব, যাতে তারা জানতে পারে যে, ঠিক যেমন আমি মোশির সঙ্গে ছিলাম, তেমনই আমি তোমার সঙ্গে রয়েছি। ৮  তুমি চুক্তির সিন্দুক বহনকারী যাজকদের এই আজ্ঞা দাও: ‘যখন তোমরা জর্ডনের কিনারায় পৌঁছাবে, তখন তোমরা জলে পা রাখবে আর সেখানেই দাঁড়িয়ে থাকবে।’” ৯  যিহোশূয় ইজরায়েলীয়দের বললেন: “এসো, তোমাদের ঈশ্বর যিহোবা কী বলেছেন, তা শোনো।” ১০  তারপর তিনি বললেন: “এখন তোমরা জানতে পারবে যে, জীবিত ঈশ্বর তোমাদের মাঝে রয়েছেন আর তিনি তোমাদের সামনে থেকে কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় ও যিবূষীয়দের অবশ্যই তাড়িয়ে দেবেন। ১১  দেখো! সারা পৃথিবীর প্রভুর চুক্তির সিন্দুক তোমাদের আগে আগে জর্ডনে যাচ্ছে। ১২  এবার তোমরা ইজরায়েলের প্রতিটা বংশ থেকে এক জন করে মোট ১২ জনকে বেছে নাও। ১৩  সারা পৃথিবীর প্রভু যিহোবার চুক্তির সিন্দুক বহনকারী যাজকেরা যখনই জর্ডনের জলে পা রাখবে, তখনই উপর থেকে বয়ে আসা জল থেমে যাবে এবং সেটা দেওয়ালের* মতো দাঁড়িয়ে পড়বে।” ১৪  এইজন্য যখন লোকেরা জর্ডন পার হওয়ার জন্য তাদের তাঁবু উঠিয়ে নিল, তখন চুক্তির সিন্দুক বহনকারী যাজকেরা লোকদের আগে আগে গেল। ১৫  সিন্দুক বহনকারী যাজকেরা জর্ডনের কিনারায় পৌঁছে জলে পা রাখামাত্রই (শস্য কাটার এই সময়ে জর্ডনে এত জল থাকত যে, দুই তীরেই জল উপচে পড়ত) ১৬  উপর থেকে বয়ে আসা জল থেমে গেল। এই জল দূরে অবস্থিত আদম নামক নগরে (যেটা সর্তনের পাশে অবস্থিত) দেওয়ালের* মতো দাঁড়িয়ে গেল আর সেটার পরের অংশের জল অরাবার সাগর বা লবণ সাগরে* বয়ে গেল। এভাবে নদী বওয়া বন্ধ হয়ে গেল আর লোকেরা নদী পার হয়ে যিরীহোর কাছে গিয়ে পৌঁছাল। ১৭  সমস্ত ইজরায়েলীয় যখন নদী পার হচ্ছিল, তখন যিহোবার চুক্তির সিন্দুক বহনকারী যাজকেরা নদীর মাঝখানে শুকনো মাটিতে দাঁড়িয়ে ছিল আর তারা ততক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকল, যতক্ষণ না পুরো জাতি জর্ডন পার হল।

পাদটীকাগুলো

বা “কর্মকর্তারা।”
প্রায় ৮৯০ মিটার (২,৯২০ ফুট)। পরিশিষ্টের খ১৪ দেখুন।
বা “নিজেদের পবিত্র করো।”
বা “বাঁধের।”
বা “বাঁধের।”
অর্থাৎ ডেড সি।