হিতোপদেশ ১৪:১-৩৫

১৪  যে-মহিলা সত্যিই বিজ্ঞ, সে নিজের বাড়ি গেঁথে তোলে,কিন্তু মূর্খ মহিলা নিজের হাতে তা ভেঙে দেয়।  ২  যে সৎ পথে চলে, সে যিহোবাকে ভয় করে,কিন্তু যে ভণ্ডামির* পথে চলে, সে ঈশ্বরকে তুচ্ছ বলে মনে করে।  ৩  মূর্খ ব্যক্তির অহংকারে পূর্ণ কথা লাঠির আঘাতের মতো,কিন্তু বিজ্ঞ ব্যক্তিদের ঠোঁট তাদের সুরক্ষিত রাখবে।  ৪  গরু ও ষাঁড় না থাকলে যাবপাত্র পরিষ্কার থাকে,কিন্তু ষাঁড়ের শক্তির ফলে প্রচুর ফসল পাওয়া যায়।  ৫  বিশ্বস্ত সাক্ষি মিথ্যা কথা বলবে না,কিন্তু মিথ্যা সাক্ষি কথায় কথায় মিথ্যা কথা বলে।  ৬  যে উপহাস করে, সে প্রজ্ঞা খোঁজে, কিন্তু তা পায় না,তবে যার বোঝার ক্ষমতা রয়েছে, সে সহজেই জ্ঞান খুঁজে পায়।  ৭  মূর্খ ব্যক্তির কাছ থেকে দূরে থাকোকারণ তুমি তার কথায় জ্ঞান খুঁজে পাবে না।  ৮  সতর্ক ব্যক্তি প্রজ্ঞার দ্বারা বুঝতে পারে, সে কোন পথে চলছে,কিন্তু মূর্খ ব্যক্তিরা তাদের মূর্খতার দ্বারা প্রতারিত হয়।*  ৯  মূর্খ ব্যক্তিরা নিজেদের ভুল* হেসে উড়িয়ে দেয়,কিন্তু সৎ ব্যক্তিরা আবারও সম্পর্ক ঠিক করার জন্য ইচ্ছুক হয়।* ১০  একজন ব্যক্তি নিজেই নিজের হৃদয়ের কষ্ট* বোঝেআর অন্য কেউই তার আনন্দ বুঝতে পারে না। ১১  মন্দ ব্যক্তিদের বাড়ি ধ্বংস হয়ে যাবে,কিন্তু সৎ ব্যক্তিদের তাঁবু সমৃদ্ধিশালী হবে। ১২  এমন একটা পথ রয়েছে, যেটাকে মানুষ সঠিক বলে মনে করে,কিন্তু শেষে, সেটা মৃত্যুর দিকে নিয়ে যায়। ১৩  এমনকী হাসির আড়ালেও মনের কষ্ট থাকতে পারেআর আনন্দ শোকে পরিণত হতে পারে। ১৪  যার হৃদয় বিপথে চলে গিয়েছে, সে তার কাজের পরিণতি ভোগ করবে,কিন্তু ভালো ব্যক্তি তার কাজের পুরস্কার লাভ করবে। ১৫  যে বোকা,* সে প্রতিটা কথায় বিশ্বাস করে,কিন্তু সতর্ক ব্যক্তি প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করে। ১৬  বিজ্ঞ ব্যক্তি সতর্ক থাকে এবং মন্দতা থেকে সরে যায়,কিন্তু মূর্খ ব্যক্তি চিন্তাভাবনা না করেই কাজ করে* আর সে অতিরিক্ত আত্মবিশ্বাসী। ১৭  যে তাড়াতাড়ি রেগে যায়, সে মূর্খের মতো কাজ করেঅথচ যে থেমে চিন্তা করে,* তাকে ঘৃণা করা হয়। ১৮  বোকা* ব্যক্তি মূর্খতাপূর্ণ কাজ করবে,কিন্তু সতর্ক ব্যক্তিকে জ্ঞানের মুকুট পরানো হয়। ১৯  দুষ্ট লোকদের ভালো লোকদের সামনে মাথা নত করতে হবেআর মন্দ লোকেরা সেই লোকদের দরজায় মাথা নত করবে, যারা সঠিক কাজ করে। ২০  গরিব ব্যক্তিকে এমনকী তার প্রতিবেশীরাও ঘৃণা করে,কিন্তু ধনী ব্যক্তির অনেক বন্ধু থাকে। ২১  যে নিজের প্রতিবেশীকে তুচ্ছ করে, সে পাপ করে,কিন্তু যে অভাবী ব্যক্তির প্রতি সমবেদনা দেখায়, সে সুখী। ২২  যারা ষড়যন্ত্র করে, তারা কি বিপথে যাবে না? কিন্তু, যারা ভালো কাজ করতে চায়, তাদের প্রতি অটল প্রেম এবং বিশ্বস্ততা দেখানো হবে। ২৩  সব ধরনের পরিশ্রম থেকেই ভালো ফল লাভ করা যায়,কিন্তু যে শুধু বকবক করে, তার অভাব ঘটে। ২৪  বিজ্ঞ ব্যক্তিদের ধনসম্পদ তাদের মাথার মুকুট,কিন্তু মূর্খ ব্যক্তিদের কাজ কেবল মূর্খতায় পরিপূর্ণ। ২৫  একজন সত্য সাক্ষি জীবন রক্ষা করে,কিন্তু একজন প্রতারক কথায় কথায় মিথ্যা কথা বলে। ২৬  যে যিহোবাকে ভয় করে, সে তাঁর উপর পূর্ণ আস্থা রাখেআর এই ভয় তার সন্তানদের জন্য আশ্রয়স্থান হবে। ২৭  যিহোবার প্রতি ভয় জীবনের ঝরনা,এটা একজন ব্যক্তিকে মৃত্যুর ফাঁদ থেকে সরিয়ে আনে। ২৮  প্রজা অনেক হলে তা রাজার জন্য গৌরবের বিষয়,কিন্তু প্রজা না থাকলে শাসকের পতন ঘটে। ২৯  যে তাড়াতাড়ি রেগে যায় না, সে খুবই বিচক্ষণ ব্যক্তি,কিন্তু যে অধৈর্য হয়ে পড়ে, সে নিজের মূর্খতা প্রকাশ করে। ৩০  এক শান্ত হৃদয় শরীরের জন্য ভালো,*কিন্তু ঈর্ষা হাড়ের পচনের মতো। ৩১  যে অভাবী ব্যক্তিকে ঠকায়, সে তার নির্মাতাকে অপমান করে,কিন্তু যে গরিব ব্যক্তির প্রতি সমবেদনা দেখায়, সে তাঁকে গৌরবান্বিত করে। ৩২  নিজের মন্দ কাজের কারণে মন্দ ব্যক্তির পতন হবে,কিন্তু যে সঠিক কাজ করে, সে নিজের বিশ্বস্ততার কারণে আশ্রয় খুঁজে পাবে। ৩৩  যার বোঝার ক্ষমতা রয়েছে, সে তার হৃদয়ে থাকা প্রজ্ঞার বিষয়ে বলে বেড়ায় না,কিন্তু মূর্খ ব্যক্তি তার প্রজ্ঞার বিষয়ে বলে বেড়ায়। ৩৪  সঠিক কাজ করা একটা জাতিকে উচ্চে তুলে ধরে,কিন্তু পাপ একটা জাতির জন্য লজ্জাজনক। ৩৫  যে-দাস বোঝার ক্ষমতা ব্যবহার করে কাজ করে, রাজা তার উপর খুশি হন,কিন্তু যে লজ্জাজনক কাজ করে, রাজা তার উপর প্রচণ্ড রেগে যান।

পাদটীকাগুলো

বা “আঁকাবাঁকা।”
বা সম্ভবত, “দ্বারা অন্যদের প্রতারিত করে।”
বা “ভুল সংশোধন করার বিষয়টা।”
বা “ব্যক্তিদের মধ্যে সৎভাব থাকে।”
বা “তিক্ততা।”
বা “অনভিজ্ঞ।”
বা “ব্যক্তি রেগে ওঠে।”
বা “অথচ যার চিন্তা করার ক্ষমতা রয়েছে।”
বা “অনভিজ্ঞ।”
বা “স্বাস্থ্যকর।”