হিতোপদেশ ১৮:১-২৪
১৮ যে নিজেকে আলাদা করে, সে নিজের স্বার্থপর আকাঙ্ক্ষার পিছনে দৌড়োয়,সে সমস্ত উপকারজনক প্রজ্ঞা প্রত্যাখ্যান* করে।
২ মূর্খ ব্যক্তি বোঝার ক্ষমতাকে পছন্দ করে না,সে কেবল নিজের মনে যা রয়েছে, তা প্রকাশ করতে চায়।
৩ একজন ব্যক্তি যখন মন্দ কাজ করবে, তখন তাকে তুচ্ছ করা হবে,একজন ব্যক্তি যখন অসম্মানজনক কাজ করবে, তখন তাকে অপমান করা হবে।
৪ মানুষের মুখের কথা গভীর জলের মতো,প্রজ্ঞার ঝরনা বয়ে চলা নদীর মতো।
৫ মন্দ ব্যক্তির পক্ষ নেওয়াকিংবা যে সঠিক কাজ করে, তাকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করা ভালো নয়।
৬ মূর্খ ব্যক্তির কথা ঝগড়া বাধায়আর সে নিজের মুখের কারণেই মার খায়।
৭ মূর্খ ব্যক্তির মুখ তাকে ধ্বংস করে দেয়আর তার ঠোঁট তার জীবনের জন্য ফাঁদ হয়ে ওঠে।
৮ বদনামকারীর কথা সুস্বাদু খাবারের মতো,*সেগুলো গিলে ফেলা হয় আর সেগুলো সোজা পেটে চলে যায়।
৯ যে নিজের কাজের বিষয়ে আলসেমি করে,সে সেই ব্যক্তির ভাই, যে অন্যের সর্বনাশ করে।
১০ যিহোবার নাম দৃঢ় দুর্গ,যে সঠিক কাজ করে, সে সেখানে পালিয়ে গিয়ে সুরক্ষা লাভ করে।*
১১ ধনী ব্যক্তির ধনসম্পদ তার কাছে প্রাচীর দিয়ে ঘেরা নগরের মতো,সে মনে করে, সেটা এক সুরক্ষাকারী প্রাচীরের মতো।
১২ ধ্বংসের আগে মনের অহংকারএবং গৌরব পাওয়ার আগে নম্রতা।
১৩ যে শোনার আগেই উত্তর দেয়,সে বোকামি করে এবং নিজের অপমান ডেকে আনে।
১৪ মানুষের সাহস তাকে অসুস্থতার মধ্যেও বাঁচিয়ে রাখতে পারে,কিন্তু চূর্ণবিচূর্ণ হওয়া মন* কে সামলাতে পারে?
১৫ যার বোঝার ক্ষমতা রয়েছে, তার হৃদয় জ্ঞান অর্জন করেআর বিজ্ঞ ব্যক্তির কান জ্ঞান খুঁজে পাওয়ার চেষ্টা করে।
১৬ একজন ব্যক্তির উপহার তার জন্য পথ খুলে দেয়,এটা তাকে মহান লোকদের কাছে যাওয়ার সুযোগ করে দেয়।
১৭ মামলায় যে প্রথমে কথা বলে, তাকে সঠিক বলে মনে হয়,যতক্ষণ না অপর পক্ষ এসে তাকে জেরা* করে।
১৮ ঘুঁটি* চালার ফলে ঝগড়া বন্ধ হয়ে যায়আর দু-জন শক্তিশালী বিরোধীর মধ্যে মীমাংসা হয়।*
১৯ যে-ভাই অসন্তুষ্ট হয়েছে, তার রাগ ঠাণ্ডা করা প্রাচীর দিয়ে ঘেরা নগর জয় করার চেয়েও কঠিনআর ঝগড়া দুর্গের বন্ধ দরজার মতো লোকদের আলাদা করে।
২০ একজন ব্যক্তি তার মুখের কথার দ্বারা নিজের পেট ভরেআর তার ঠোঁট যা উপার্জন করে, সেটার দ্বারা পরিতৃপ্ত হয়।
২১ জীবন ও মৃত্যু জিভের অধীনে রয়েছে,যারা তা ব্যবহার করতে ভালোবাসে, তারা যেমনভাবে সেটা ব্যবহার করবে, তেমনই ফল পাবে।
২২ যে ভালো স্ত্রী খুঁজে পায়, সে ভালো কিছু পায়আর সে যিহোবার অনুগ্রহ* লাভ করে।
২৩ গরিব ব্যক্তি কাকুতিমিনতি করে,কিন্তু ধনী ব্যক্তি রূঢ়ভাবে তাকে উত্তর দেয়।
২৪ এমন অনেক সঙ্গী রয়েছে, যারা একে অন্যের সর্বনাশ করার জন্য প্রস্তুত থাকে,কিন্তু এমন বন্ধুও রয়েছে, যে ভাইয়ের চেয়েও বেশি অনুগত।
পাদটীকাগুলো
^ বা “প্রজ্ঞাকে তুচ্ছ বলে মনে।”
^ বা “কথা এমন বিষয়ের মতো, যেগুলো লোভীর মতো গিলে ফেলা হয়।”
^ আক্ষ., “পালিয়ে যায় এবং তাকে উচ্চীকৃত করা হয়,” অর্থাৎ সুরক্ষিত অবস্থায়, নাগালের বাইরে।
^ বা “কিন্তু চরম হতাশা।”
^ বা “পরীক্ষা।”
^ শব্দকোষ দেখুন।
^ আক্ষ., “বিরোধীকে আলাদা করে।”
^ বা “অনুমোদন।”