হিতোপদেশ ২০:১-৩০

২০  দ্রাক্ষারস* উপহাসকারী, মদ অসংযত,যে-কেউ এগুলোর দ্বারা বিপথে যায়, সে বিজ্ঞ নয়।  ২  রাজার প্রতি আতঙ্ক* সিংহের* গর্জনের মতো,যে-কেউ তাকে রাগিয়ে তোলে, সে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে।  ৩  ঝগড়া থেকে দূরে থাকা একজন ব্যক্তির জন্য সম্মানের বিষয়,কিন্তু প্রত্যেক মূর্খ ব্যক্তি ঝগড়ায় জড়িয়ে পড়ে।  ৪  অলস ব্যক্তি শীত কালে চাষ করে না,তাই ফসল কাটার সময় তার কাছে কিছুই থাকবে নাআর সে ভিক্ষা করে বেড়াবে।*  ৫  মানুষের হৃদয়ের চিন্তাভাবনা* গভীর জলের মতো,কিন্তু বিচক্ষণ ব্যক্তি তা তুলে আনে।  ৬  অনেকেই বলে, তারা অটল প্রেম দেখায়,কিন্তু এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, যে সেই কথা অনুযায়ী কাজ করে।  ৭  যে সঠিক কাজ করে, সে নিজের বিশ্বস্ততায় চলে। সুখী তার সন্তানেরা,* যারা তার পরে আসে।  ৮  রাজা যখন বিচার করার জন্য সিংহাসনে বসেন,তখন তিনি তার চোখের মাধ্যমে সমস্ত মন্দতা আলাদা* করেন।  ৯  কে বলতে পারে: “আমি আমার হৃদয়কে শুচি করেছি,আমি পাপ থেকে মুক্ত হয়েছি, আমি বিশুদ্ধ”? ১০  প্রতারণাপূর্ণ বাটখারা এবং অন্যায্য পরিমাপ করার যন্ত্র*—দুটোই যিহোবার চোখে জঘন্য। ১১  এমনকী একটি বাচ্চার* কাজ দেখেও বোঝা যায়,তার আচরণ বিশুদ্ধ ও সঠিক কি না। ১২  শোনার জন্য কান এবং দেখার জন্য চোখ—দুটোই যিহোবা তৈরি করেছেন। ১৩  ঘুমকে ভালোবেসো না, নাহলে তুমি গরিব হয়ে পড়বে। তোমার চোখ খুলে রেখো, এতে তুমি পেট ভরে খাবে। ১৪  ক্রেতা বলে: “জিনিসটা ভালো নয়, একদম ভালো নয়!”কিন্তু, সে সেখান থেকে চলে গিয়ে নিজের কেনাকাটা নিয়ে গর্ব করে। ১৫  সোনা ও প্রবাল* মূল্যবান,তবে এগুলোর চেয়েও বেশি মূল্যবান হল জ্ঞানে পরিপূর্ণ ঠোঁট। ১৬  কোনো পুরুষ যদি কোনো অপরিচিত ব্যক্তির জামিনদার হয়, তা হলে তার পোশাক নিয়ে নাওআর সে যদি কোনো চরিত্রহীন* মহিলার জন্য নিজের জিনিস বন্ধক রেখে থাকে, তা হলে তাকে সেটা ফেরত দিয়ো না। ১৭  প্রতারণা করে পাওয়া রুটি মানুষের সুস্বাদু বলে মনে হয়,কিন্তু পরে তার মুখ কাঁকরে ভরে যায়। ১৮  পরামর্শ করার* দ্বারা পরিকল্পনা সফল* হয়। সঠিক* নির্দেশনার দ্বারা যুদ্ধ করো। ১৯  বদনামকারী গোপন কথা বলে বেড়ায়,যে গুজব রটাতে ভালোবাসে, তার সঙ্গে মেলামেশা কোরো না। ২০  কেউ যদি তার বাবা-মাকে অভিশাপ দেয়,তা হলে যখন অন্ধকার নেমে আসবে, তখন তার প্রদীপ নিভে যাবে। ২১  প্রথমে একজন ব্যক্তি লোভের দ্বারা পরিচালিত হয়ে উত্তরাধিকার লাভ করলেও,শেষে সেটা তার জন্য কোনো আশীর্বাদ আনবে না। ২২  এটা বোলো না: “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!” যিহোবার জন্য অপেক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবেন। ২৩  প্রতারণাপূর্ণ* বাটখারা যিহোবার চোখে জঘন্যএবং প্রতারণাপূর্ণ দাঁড়িপাল্লা ভালো নয়। ২৪  যিহোবাই একজন মানুষের পদক্ষেপ ফেলার ক্ষেত্রে নির্দেশনা দেন,নাহলে মানুষ কীভাবে বুঝবে, তার কোন পথে যাওয়া উচিত? ২৫  আবেগের বশে অঙ্গীকার করা কিংবা কোনো কিছু উৎসর্গ করা,কিন্তু পরে তা নিয়ে চিন্তাভাবনা করা মানুষের জন্য ফাঁদের মতো। ২৬  একজন বিজ্ঞ রাজা মন্দ ব্যক্তিদের আলাদা* করেনআর তিনি তাদের উপর শস্য মাড়াই করার চাকা চালান। ২৭  মানুষের নিঃশ্বাস যিহোবার কাছে প্রদীপের মতোআর তা তার সবচেয়ে ভিতরের ব্যক্তিত্বকে আলোকিত করে। ২৮  অটল প্রেম এবং বিশ্বস্ততা রাজাকে সুরক্ষিত রাখে,অটল প্রেমের মাধ্যমে তিনি নিজের সিংহাসনকে সুস্থির করেন। ২৯  যুবকদের গৌরব হল তাদের শক্তিআর বয়স্ক ব্যক্তিদের প্রতাপ হল তাদের পাকা চুল। ৩০  আঘাত ও ক্ষতস্থান মন্দতা দূর* করেআর মার একজন ব্যক্তির ভিতরের ব্যক্তিত্বকে শুচি করে।

পাদটীকাগুলো

বা “ওয়াইন।”
বা “রাজার ভয়াবহতা।”
বা “যুবসিংহের।”
বা সম্ভবত, “ফসল কাটার সময় সে খুঁজবে, কিন্তু কিছু পাবে না।”
বা “উদ্দেশ্য।” আক্ষ., “পরামর্শ।”
আক্ষ., “ছেলেরা।”
বা “চেলে বের।”
বা “দু-ধরনের বাটখারা এবং দু-ধরনের মাপার পাত্র।”
বা “ছেলের।”
শব্দকোষ দেখুন।
আক্ষ., “বিদেশি।”
বা “পরামর্শের।”
বা “সুস্থির।”
বা “প্রজ্ঞায় পূর্ণ।”
বা “দু-ধরনের।”
বা “চেলে বের।”
বা “ঘষে পরিষ্কার।”