হিতোপদেশ ২৭:১-২৭

২৭  কালকের বিষয়ে গর্ব করে বোলো না, ‘আমি এটা করব, আমি ওটা করব’কারণ তুমি জান না, কাল কী হবে।  ২  তুমি নিজের মুখে নিজের প্রশংসা কোরো না, অন্য* ব্যক্তি যেন তোমার প্রশংসা করে,তোমার নিজের ঠোঁট নয় বরং অন্যের* ঠোঁট যেন তোমার প্রশংসা করে।  ৩  পাথর ভারী এবং বালিও ভারী,কিন্তু মূর্খ ব্যক্তি যে-সমস্যা সৃষ্টি করে, সেটা এগুলোর চেয়েও ভারী।  ৪  রাগ বন্যার মতো, প্রচণ্ড রাগ নিষ্ঠুর,কিন্তু ঈর্ষার সামনে কে দাঁড়াতে পারে?  ৫  কারো প্রতি ভালোবাসা থাকার অথচ তা না দেখানোর চেয়েখোলাখুলিভাবে তাকে সংশোধন করা আরও ভালো।  ৬  বিশ্বস্ত বন্ধুর দেওয়া পরামর্শ অসন্তোষজনক হলেওসেটা শত্রুর অনেক* চুম্বনের চেয়ে আরও ভালো।  ৭  যার পেট ভরতি, সে মৌচাকের মধুও খেতে চায় না,*কিন্তু যার খিদে পেয়েছে, তার কাছে তেতো জিনিসও মিষ্টি বলে মনে হয়।  ৮  যে-ব্যক্তি নিজের বাড়ি ছেড়ে ঘুরে বেড়ায়,সে সেই পাখির মতো, যে নিজের বাসা ছেড়ে উড়ে বেড়ায়।*  ৯  ঠিক যেমন তেল এবং সুগন্ধি ধূপ মনকে খুশি করে,তেমনই বন্ধুর দেওয়া আন্তরিক পরামর্শ বন্ধুত্বের মধ্যে মিষ্টতা নিয়ে আসে। ১০  তোমার বন্ধুকে কিংবা তোমার বাবার বন্ধুকে ত্যাগ কোরো নাআর তোমার বিপর্যয়ের দিনে তোমার নিজের ভাইয়ের বাড়িতে যেয়ো না। দূরে থাকা ভাইয়ের চেয়ে কাছে থাকা প্রতিবেশী ভালো। ১১  ছেলে আমার, বিজ্ঞ হও, আমার হৃদয়কে আনন্দিত করো,যাতে যে আমাকে টিটকারি দেয়, তাকে আমি উত্তর দিতে পারি। ১২  সতর্ক ব্যক্তি বিপদ দেখে নিজেকে লুকোয়,কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি এগিয়ে গিয়ে পরিণতি* ভোগ করে। ১৩  কোনো পুরুষ যদি কোনো অপরিচিত ব্যক্তির জামিনদার হয়, তা হলে তার পোশাক নিয়ে নাওআর সে যদি কোনো চরিত্রহীন* মহিলার জন্য নিজের জিনিস বন্ধক রেখে থাকে, তা হলে তাকে সেটা ফেরত দিয়ো না। ১৪  কেউ যদি সকাল সকাল চিৎকার করে কাউকে আশীর্বাদ করে,তা হলে সেই আশীর্বাদকে অভিশাপ হিসেবে ধরা হবে। ১৫  ঝগড়াটে* স্ত্রী এমন ছাদের মতো,যেখান থেকে বৃষ্টির দিনে ক্রমাগত জল পড়তে থাকে। ১৬  যে তাকে থামাতে পারে, সে বাতাসকেও থামাতে পারেআর ডান হাত দিয়ে তেল ধরতে পারে। ১৭  ঠিক যেমন লোহা লোহাকে ধারালো করে,তেমনই একজন ব্যক্তি তার বন্ধুকে উন্নতি করতে সাহায্য করে। ১৮  যে ডুমুর গাছের যত্ন নেয়, সে সেটার ফল খাবেআর যে নিজের মালিকের যত্ন নেয়, সে সম্মান লাভ করবে। ১৯  কেউ যেমন জলে নিজের মুখ দেখতে পায়,তেমনই একজন ব্যক্তি অন্যের হৃদয়ে নিজের হৃদয় দেখতে পায়। ২০  কবর* এবং বিনাশের জায়গা* কখনো পরিতৃপ্ত হয় না,মানুষের চোখের আকাঙ্ক্ষাও কখনো পরিতৃপ্ত হয় না। ২১  ঠিক যেমন রুপোর জন্য পরিশোধন করার পাত্র এবং সোনার জন্য অগ্নিকুণ্ড রয়েছে,তেমনই একজন ব্যক্তি যে-প্রশংসা পায়, সেটার দ্বারা সে পরীক্ষিত হয়। ২২  মাড়াই-করা শস্য হামানদিস্তায় যেভাবে পেষা হয়,একজন মূর্খ ব্যক্তিকে যদি সেভাবেই পেষা হয়,তবুও তার মূর্খতা তাকে ছেড়ে যাবে না। ২৩  তোমার মেষপালের অবস্থা তোমার ভালোভাবে জানা উচিত,ভালোভাবে তোমার মেষের যত্ন নাও* ২৪  কারণ ধনসম্পদ চিরকাল থাকে না,মুকুট প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে না। ২৫  যখন সবুজ ঘাস শুকিয়ে যায়, তখন নতুন ঘাস গজায়আর পর্বতের ঘাস একত্রিত করা হয়। ২৬  পুংমেষশাবকের লোম থেকে তুমি পোশাক পাবেআর পাঁঠার দাম দিয়ে তুমি জমি কিনতে পারবে। ২৭  ছাগল এত দুধ দেবে যে,তুমি, তোমার পুরো পরিবার এবং তোমার দাসীরা মন ভরে তা খাবে।

পাদটীকাগুলো

আক্ষ., “অপরিচিত।”
আক্ষ., “বিদেশির।”
বা সম্ভবত, “লোক দেখানো; জোর করে করা।”
আক্ষ., “মধু পা দিয়ে মাড়ায়।”
বা “ছেড়ে পালিয়ে যায়।”
বা “শাস্তি।”
বা “বিদেশি।”
বা “ঘ্যানঘ্যান করতে থাকা।”
ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
বা “এবং আবদ্দোন।”
বা “তোমার মেষের প্রতি মনোযোগ দাও।”