হিতোপদেশ ২৮:১-২৮

২৮  কেউ তাড়া না করলেও মন্দ ব্যক্তি পালাতে থাকে,কিন্তু যে সঠিক কাজ করে, সে সিংহের* মতো সাহসী।  ২  যে-দেশে অপরাধ* হয়, সেই দেশে একের-পর-এক অধ্যক্ষ বদলাবে,কিন্তু যে-অধ্যক্ষের* পরামর্শদাতার বিচক্ষণতা ও জ্ঞান রয়েছে, তার শাসন টিকে থাকবে।  ৩  যে-গরিব ব্যক্তি কোনো অভাবীকে ঠকায়,সে সেই বৃষ্টির মতো, যেটা সমস্ত শস্য ভাসিয়ে নিয়ে যায়।  ৪  আইন লঙ্ঘনকারীরা যখন কোনো মন্দ ব্যক্তির প্রশংসা করে,তখন যারা আইন মেনে চলে, তারা তাদের উপর রেগে যায়।  ৫  মন্দ ব্যক্তিরা ন্যায়বিচার বোঝে না,কিন্তু যারা যিহোবার অনুসন্ধান করে, তারা সব কিছু বোঝে।  ৬  যে-গরিব ব্যক্তি বিশ্বস্ততার পথে চলে,সে সেই ধনী ব্যক্তির চেয়ে ভালো, যে কলুষতার পথে চলে।  ৭  যে-ছেলের বোঝার ক্ষমতা রয়েছে, সে আইন পালন করে,কিন্তু যে পেটুকদের বন্ধু, সে তার বাবার অপমান করে।  ৮  যে সুদ নিয়ে এবং অন্যায্যভাবে লাভ করে নিজের ধনসম্পদ বৃদ্ধি করে,সে সেই ব্যক্তির জন্য ধনসম্পদ সঞ্চয় করে, যে গরিবদের প্রতি অনুগ্রহ দেখায়।  ৯  যে আইন পালন করতে প্রত্যাখ্যান করে,ঈশ্বরের কাছে তার প্রার্থনা পর্যন্ত জঘন্য। ১০  যে সৎ ব্যক্তিকে ভ্রান্ত করে মন্দ পথে নিয়ে যায়, সে নিজেই নিজের গর্তে পড়বে,কিন্তু যে নির্দোষ, সে ভালো পুরস্কার পাবে। ১১  ধনী ব্যক্তি নিজেকে বিজ্ঞ বলে মনে করে,কিন্তু যে-গরিব ব্যক্তির বিচক্ষণতা রয়েছে, সে সেই ধনী ব্যক্তির আসল অবস্থা বুঝতে পারে। ১২  যে সঠিক কাজ করে, সে জয়ী হলে তা উদ্‌যাপন করা হয়,কিন্তু মন্দ ব্যক্তি ক্ষমতায় এলে লোকেরা লুকিয়ে পড়ে। ১৩  যে নিজের অপরাধ ঢেকে রাখে, সে সফল হবে না,কিন্তু যে নিজের অপরাধ স্বীকার করে এবং সেগুলো করা বন্ধ করে, তার প্রতি করুণা দেখানো হবে। ১৪  সুখী সেই ব্যক্তি, যে সবসময় সতর্ক থাকে,*কিন্তু যে একগুঁয়ে,* তার উপর বিপর্যয় নেমে আসবে। ১৫  যে-মন্দ শাসক অসহায় ব্যক্তিদের উপর শাসন করে,সে গর্জনকারী সিংহ এবং তেড়ে আসা ভল্লুকের মতো। ১৬  যে-নেতার বিচক্ষণতা নেই, সে নিজের ক্ষমতার অপব্যবহার করে,কিন্তু যে অসৎ উপায়ে করা লাভকে ঘৃণা করে, সে অনেক দিন বেঁচে থাকবে। ১৭  যে কাউকে খুন করে রক্তপাতের দোষে দোষী হয়, সে নিজের মৃত্যু* পর্যন্ত পালাতে থাকবে,কেউ যেন তাকে সাহায্য না করে। ১৮  যে নির্দোষভাবে চলে, তাকে রক্ষা করা হবে,কিন্তু যে আঁকাবাঁকা পথে চলে, সে হঠাৎ পড়ে যাবে। ১৯  যে নিজের খেতে চাষ করে, তার কাছে প্রচুর খাবার থাকবে,কিন্তু যে অর্থহীন বিষয়ের পিছনে ছোটে, সে দরিদ্রতায় ডুবে যাবে। ২০  বিশ্বস্ত ব্যক্তি অনেক আশীর্বাদ লাভ করবে,কিন্তু যে রাতারাতি ধনী হতে চায়, সে নির্দোষ হয়ে থাকতে পারবে না। ২১  পক্ষপাতিত্ব করা ভালো নয়,কিন্তু মানুষ এক টুকরো রুটির জন্য অন্যায় করে ফেলতে পারে। ২২  ঈর্ষা করে এমন* ব্যক্তি ধনের পিছনে দৌড়োয়,কিন্তু সে জানে না, দরিদ্রতা তাকে ঘিরে ধরবে। ২৩  যে ধমক দেয়, সে শেষে সেই ব্যক্তির চেয়ে আরও বেশি অনুগ্রহ লাভ করবে,যে তোষামোদকারী কথা বলে। ২৪  যে নিজের বাবা-মাকে লুট করে বলে, “আমি কোনো অন্যায় করিনি,”সে সেই ব্যক্তির সঙ্গী, যে ধ্বংসাত্মক কাজ করে। ২৫  লোভী* ব্যক্তি ঝগড়া বাধায়,কিন্তু যে যিহোবার উপর নির্ভর করে, সে সমৃদ্ধিশালী* হবে। ২৬  যে নিজের হৃদয়ের উপর আস্থা রাখে, সে মূর্খ,কিন্তু যে প্রজ্ঞার পথে চলে, সে রক্ষা পাবে। ২৭  যে গরিব ব্যক্তিদের দেয়, তার কোনো কিছুর অভাব হবে না,কিন্তু যে তাদের দেখে চোখ বন্ধ করে নেয়, সে অনেক অভিশাপ পাবে। ২৮  মন্দ ব্যক্তিরা ক্ষমতায় এলে লোকেরা লুকিয়ে পড়ে,কিন্তু তারা ধ্বংস হয়ে গেলে যারা সঠিক কাজ করে তাদের সংখ্যা বৃদ্ধি পায়।

পাদটীকাগুলো

বা “যুবসিংহের।”
বা “বিদ্রোহ।”
আক্ষ., “যার।”
বা “সবসময় ঈশ্বরকে ভয় করে।”
আক্ষ., “যে নিজের হৃদয়কে কঠিন করে।”
বা “সে কবরে যাওয়া।”
বা “লোভী।”
বা সম্ভবত, “অহংকারী।”
আক্ষ., “তাকে মোটা করা।”