করিন্থীয়দের প্রতি প্রথম চিঠি ৬:১-২০
৬ তোমাদের মধ্যে কারো যদি অন্যের সঙ্গে বিবাদ থাকে, তা হলে সে কি বিচারের জন্য পবিত্র ব্যক্তিদের কাছে না গিয়ে বরং এমন লোকদের কাছে যাওয়ার সাহস দেখায়, যারা ঈশ্বরের আইন অনুসরণ করে না?
২ অথবা তোমরা কি জান না যে, ভবিষ্যতে পবিত্র ব্যক্তিরা এই জগতের বিচার করবে? তোমরা যদি এই জগতের বিচার করে থাক, তা হলে তোমরা কি সামান্য বিষয়গুলোর বিচার করার জন্য যোগ্য নও?
৩ তোমরা কি জান না, আমরা স্বর্গদূতদেরও বিচার করব? যদি তা-ই হয়, তা হলে বর্তমান জীবনের বিষয়গুলোর বিচার কেন করব না?
৪ তাই, তোমাদের মধ্যে যদি বর্তমান জীবনের এমন বিষয়গুলো থাকে, যেগুলোর বিচার করা প্রয়োজন, তা হলে তোমরা কি তোমাদের বিচার করার জন্য এমন ব্যক্তিদের বেছে নেবে, যারা মণ্ডলীর কাছে গ্রহণযোগ্য নয়?
৫ আমি তোমাদের লজ্জা দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। তোমাদের মধ্যে কি এমন একজন বিজ্ঞ ব্যক্তিও নেই, যে তার ভাইদের মধ্যে বিচার করতে পারে?
৬ তা না করে, এক ভাই কিনা অন্য ভাইয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে, তা-ও আবার বিশ্বাসী নয় এমন ব্যক্তিদের কাছে!
৭ আসলে, তোমরা যখন একে অন্যের বিরুদ্ধে মামলা কর, তখন তোমরা ইতিমধ্যেই পরাজিত হয়েছ। এর পরিবর্তে, তোমাদের বিরুদ্ধে করা অন্যায় সহ্য কর না কেন? তোমাদের বিরুদ্ধে করা প্রতারণা সহ্য কর না কেন?
৮ তা না করে, তোমরাই বরং অন্যায় করছ এবং প্রতারণা করছ, তা-ও আবার তোমাদের ভাইদের বিরুদ্ধে!
৯ অথবা তোমরা কি জান না, অধার্মিক লোকেরা ঈশ্বরের রাজ্য লাভ করবে* না? ভ্রান্ত* হোয়ো না। যারা যৌন অনৈতিকতায়* রত আছে, প্রতিমাপূজক, ব্যভিচারী,* সমকামী পুরুষ-বেশ্যা,* সমকামী পুরুষ,*
১০ চোর, লোভী, মাতাল, গালিগালাজ করে ও দস্যু, তারা ঈশ্বরের রাজ্য লাভ করবে* না।
১১ আর তোমাদের মধ্যে কেউ কেউ সেই ধরনের লোক ছিলে। কিন্তু, এখন তোমাদের শুচি করা হয়েছে; তোমাদের পবিত্র করা হয়েছে; প্রভু যিশু খ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের ধার্মিক বলে ঘোষণা করা হয়েছে।
১২ আমার জন্য সমস্ত কিছু করাই বৈধ, তবে সমস্ত কিছুই উপকারজনক নয়। আমার জন্য সমস্ত কিছু করাই বৈধ, তবে আমি কোনো কিছুকেই আমাকে নিয়ন্ত্রণ করতে দেব না।
১৩ খাবার পেটের জন্য আর পেট খাবারের জন্য, কিন্তু ঈশ্বর উভয়ই শেষ করবেন। দেহ যৌন অনৈতিকতার* জন্য নয়, কিন্তু প্রভুর জন্য আর প্রভু দেহের জন্য।
১৪ কিন্তু, ঈশ্বর তাঁর শক্তির মাধ্যমে প্রভুকে পুনরুত্থিত* করেছেন এবং আমাদেরও পুনরুত্থিত করবেন।
১৫ তোমরা কি জান না, তোমাদের দেহ খ্রিস্টের দেহের অংশ? তাহলে, আমি কি খ্রিস্টের দেহের অংশ নিয়ে বেশ্যার দেহের সঙ্গে যুক্ত করব? কখনোই না!
১৬ তোমরা কি জান না, যে-কেউ বেশ্যার সঙ্গে যুক্ত, সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ ঈশ্বর বলেন, “তারা দু-জন একাঙ্গ হবে।”
১৭ কিন্তু, যে-কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয়, সে তাঁর সঙ্গে একমনা হয়।
১৮ যৌন অনৈতিকতা* থেকে পালিয়ে যাও! একজন মানুষ অন্য যত পাপ করে, সেগুলো সরাসরি তার দেহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কিন্তু যে-কেউ যৌন অনৈতিকতায়* রত হয়, সে নিজের দেহের বিরুদ্ধে পাপ করে।
১৯ তোমরা কি জান না, তোমাদের দেহ হল পবিত্র শক্তির মন্দির, যে-শক্তি ঈশ্বর তোমাদের দিয়েছেন এবং যা তোমাদের মধ্যে রয়েছে? তোমরা আর তোমাদের নিজেদের নও,
২০ কারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে। তাই, তোমাদের দেহ ঈশ্বরের গৌরব করার জন্য ব্যবহার করো।
পাদটীকাগুলো
^ বা “ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে।”
^ বা “প্রতারিত।”
^ গ্রিক পাঠ্যাংশে এখানে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা পরনিয়া শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দকোষ দেখুন।
^ শব্দকোষ দেখুন।
^ স্পষ্টতই, এটা এমন পুরুষদের নির্দেশ করে, যারা সমকামী সম্পর্কের মধ্যে মহিলার ভূমিকা পালন করে।
^ বা “যে-পুরুষ অন্য পুরুষের সঙ্গে যৌনসম্পর্ক করে।” আক্ষ., “যে-পুরুষ অন্য পুরুষের সঙ্গে শোয়।”
^ বা “ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হবে।”
^ গ্রিক, পরনিয়া। শব্দকোষ দেখুন।
^ শব্দকোষ দেখুন।
^ গ্রিক, পরনিয়া। শব্দকোষ দেখুন।
^ গ্রিক পাঠ্যাংশে এখানে যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা পরনিয়া শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দকোষ দেখুন।