তীমথিয়ের প্রতি প্রথম চিঠি ৩:১-১৬

  • অধ্যক্ষদের জন্য যোগ্যতা (১-৭)

  • পরিচারক দাসদের জন্য যোগ্যতা (৮-১৩)

  • ঈশ্বরের প্রতি ভক্তির পবিত্র রহস্য (১৪-১৬)

 এই কথা বিশ্বাসযোগ্য: যদি কোনো পুরুষ অধ্যক্ষ হওয়ার জন্য প্রচেষ্টা করে থাকেন, তা হলে তিনি উত্তম কাজ করার বিষয়ে আকাঙ্ক্ষী। ২  তাই, একজন অধ্যক্ষকে এমন হতে হবে, যিনি অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, নিজেকে দমন করেন, উত্তম বিচারবুদ্ধিসম্পন্ন, শৃঙ্খলা­পরায়ণ, অতিথিপরায়ণ, শিক্ষা দিতে সক্ষম। ৩  তিনি যেন মাতাল না হন, হিংস্রস্বভাবের না হন,* বরং যুক্তিবাদী* হন, ঝগড়াঝাঁটি করে এমন ব্যক্তি না হন, অর্থপ্রিয় না হন, ৪  উত্তমভাবে নিজ পরিবারের দেখাশোনা করেন* আর তার ছেলে-মেয়েরা যেন বাধ্য ও ভদ্র হয় ৫  (কারণ কেউ যদি নিজ পরিবারের দেখাশোনা করতে* না জানে, তা হলে সে কেমন করে ঈশ্বরের মণ্ডলীর যত্ন নেবে?)। ৬  তিনি যেন নতুন ধর্মান্তরিত ব্যক্তি না হন, যাতে তিনি গর্বে অন্ধ হয়ে না যান এবং দিয়াবলের মতো একই বিচার লাভ না করেন। ৭  এ ছাড়া, বাইরের লোকদের কাছেও যেন তার সুনাম থাকে, যাতে তিনি নিন্দার* পাত্র না হন এবং দিয়াবলের ফাঁদে না পড়েন। ৮  পরিচারক দাসদেরও এমন ব্যক্তি হতে হবে, যিনি গাম্ভীর্য বজায় রাখেন, এক কথার মানুষ,* প্রচুর দ্রাক্ষারসে* আসক্ত নন, অসৎ উপায়ে লাভ করার ব্যাপারে আকাঙ্ক্ষী নন, ৯  শুদ্ধ বিবেকে বিশ্বাসের* পবিত্র রহস্য ধরে রাখেন। ১০  আর প্রথমে তাদের যোগ্যতা পরীক্ষা করা হোক; এরপর যদি তারা অনিন্দনীয় হন, তা হলে তারা সেবকের কাজ করুক। ১১  একইভাবে, নারীরাও যেন গাম্ভীর্য বজায় রাখেন, অপবাদিকা না হন, নিজেদের দমন করেন এবং সমস্ত বিষয়ে বিশ্বস্ত হন। ১২  পরিচারক দাসেরাও যেন এক স্ত্রীর স্বামী হন, উত্তমভাবে নিজেদের সন্তানদের ও পরিবারের দেখাশোনা করেন। ১৩  কারণ যে-পুরুষেরা উত্তমভাবে সেবা করেন, তারা নিজেদের জন্য সুনাম অর্জন করেন এবং খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসের বিষয়ে নির্দ্বিধায় কথা বলতে পারেন। ১৪  যদিও আমি আশা করছি, আমি শীঘ্র তোমার কাছে আসব, তবুও আমি এইসমস্ত বিষয় তোমার কাছে লিখছি, ১৫  যাতে আমার যদি আসতে দেরি হয়, তা হলে তুমি যেন জানতে পার, ঈশ্বরের পরিবারের সদস্যদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়। এই পরিবার তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও ভিত্তি। ১৬  আর কেউই অস্বীকার করতে পারে না যে, ঈশ্বরের প্রতি ভক্তির এই পবিত্র রহস্য সত্যিই মহৎ: ‘তিনি মাংসিক দেহে এসেছিলেন, স্বর্গীয় দেহ লাভ করার পর তাঁকে ধার্মিক বলে গণ্য করা হয়েছিল, তিনি স্বর্গদূতদের কাছে গিয়েছিলেন, ন-যিহুদি লোকদের কাছে তাঁর সম্বন্ধে প্রচার করা হয়েছিল, জগতের লোকেরা তাঁর উপর বিশ্বাস করেছিল এবং তাঁকে মহিমা সহকারে স্বর্গে তুলে নেওয়া হয়েছিল।’

পাদটীকাগুলো

বা “মারপিট না করেন।”
আক্ষ., “মেনে নিতে ইচ্ছুক, নমনীয়।”
বা “নিজ পরিবারকে পরিচালনা দেন।”
বা “নিজ পরিবারকে পরিচালনা দিতে।”
বা “অপমানের।”
বা “প্রতারণাপূর্ণ কথাবার্তা বলেন না।”
বা “ওয়াইনে।”
এখানে “বিশ্বাস” সমস্ত খ্রিস্টীয় শিক্ষাকে নির্দেশ করে বলে মনে হয়।