বংশাবলির প্রথম খণ্ড ১৫:১-২৯

১৫  দায়ূদ নিজের জন্য দায়ূদ-নগরে ঘরবাড়ি তৈরি করতে থাকলেন আর তিনি সত্য ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করলেন এবং একটা তাঁবু খাটালেন। ২  সেই সময়ে দায়ূদ বললেন: “লেবীয়েরা ছাড়া আর কেউই সত্য ঈশ্বরের সিন্দুক বহন করবে না কারণ যিহোবা তাদেরই বেছে নিয়েছেন, যেন তারা যিহোবার সিন্দুক বহন করে এবং সবসময় তাঁর সেবা করে।” ৩  তারপর, দায়ূদ পুরো ইজরায়েলকে জেরুসালেমে একত্রিত করলেন, যাতে তারা যিহোবার সিন্দুকটা সেই জায়গায় নিয়ে আসে, যেটা তিনি প্রস্তুত করেছিলেন। ৪  দায়ূদ হারোণের বংশধরদের এবং লেবীয়দের একত্রিত করলেন: ৫  কহাতীয়দের মধ্য থেকে ঊরীয়েল, যিনি প্রধান ছিলেন এবং তার ১২০ জন ভাই, ৬  মরারীয়দের মধ্য থেকে অসায়, যিনি প্রধান ছিলেন এবং তার ২২০ জন ভাই, ৭  গের্শোমীয়দের মধ্য থেকে যোয়েল, যিনি প্রধান ছিলেন এবং তার ১৩০ জন ভাই, ৮  ইলীষাফণের বংশধরদের মধ্য থেকে শময়িয়, যিনি প্রধান ছিলেন এবং তার ২০০ জন ভাই, ৯  হিব্রোণের বংশধরদের মধ্য থেকে ইলীয়েল, যিনি প্রধান ছিলেন এবং তার ৮০ জন ভাই, ১০  উষীয়েলের বংশধরদের মধ্য থেকে অম্মীনাদব, যিনি প্রধান ছিলেন এবং তার ১১২ জন ভাই। ১১  এর পাশাপাশি, দায়ূদ যাজক সাদোক ও অবিয়াথরকে এবং এই লেবীয়দের ডেকে পাঠালেন: ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদব। ১২  আর তিনি তাদের বললেন: “তোমরা সবাই লেবীয়দের বাবার বংশের প্রধান ব্যক্তি। তোমরা এবং তোমাদের ভাইয়েরা নিজেদের পবিত্র করো আর ইজরায়েলের ঈশ্বর যিহোবার সিন্দুক সেই জায়গায় নিয়ে এসো, যে-জায়গাটা আমি সেটার জন্য প্রস্তুত করেছি। ১৩  যেহেতু তোমরা প্রথম বার সিন্দুকটা বহন করনি, তাই আমাদের বিরুদ্ধে আমাদের ঈশ্বর যিহোবার ক্রোধের আগুন জ্বলে উঠেছিল কারণ আমরা এটাকে বহন করার সঠিক পদ্ধতি জানার চেষ্টা করিনি।” ১৪  তাই, যাজকেরা ও লেবীয়েরা নিজেদের পবিত্র করলেন, যাতে তারা ইজরায়েলের ঈশ্বর যিহোবার সিন্দুক আনতে পারেন। ১৫  তারপর, লেবীয়েরা সত্য ঈশ্বরের সিন্দুকটা দণ্ডের সাহায্যে তাদের কাঁধে তুলে নিল, ঠিক যেমনটা যিহোবার কথা অনুসারে মোশি আজ্ঞা দিয়েছিলেন। ১৬  এরপর, দায়ূদ লেবীয়দের প্রধানদের বললেন, যেন তারা তাদের গায়ক ভাইদের গান গাওয়ার জন্য নিযুক্ত করে, যাতে তারা তারওয়ালা বাদ্যযন্ত্র, বীণা ও করতাল বাজিয়ে আনন্দের সঙ্গে জোরে জোরে গান গায়। ১৭  এইজন্য লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে, তার ভাইদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাদের মরারীয় ভাইদের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করল। ১৮  তাদের সঙ্গে দ্বিতীয় দলের এই ভাইয়েরাও ছিল: সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয় এবং দারোয়ান ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। ১৯  গায়ক হেমন, আসফ ও এথনের উপর তামার করতাল বাজানোর দায়িত্ব ছিল, ২০  সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায় অলামোতের* সুর অনুসারে তারওয়ালা বাদ্যযন্ত্র বাজালেন, ২১  মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্‌নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয় শিমিনীতের* সুর অনুসারে বীণা বাজালেন, যাতে তারা সংগীত পরিচালনা করতে পারেন। ২২  লেবীয়দের প্রধান কননিয় সিন্দুক বহন করার কাজের দেখাশোনা করলেন কারণ তিনি এই কাজে দক্ষ ছিলেন। ২৩  বেরিখিয় ও ইল্‌কানা সিন্দুকের পাহারাদার ছিলেন। ২৪  এই যাজকেরা সত্য ঈশ্বরের সিন্দুকের সামনে জোরে জোরে তূরী বাজালেন: শবনিয়, যোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষর। ওবেদ-ইদোম ও যিহিয়ও সিন্দুকের পাহারাদার ছিলেন। ২৫  দায়ূদ এবং ইজরায়েলের প্রাচীনেরা এবং হাজার জনের দলের অধ্যক্ষেরা একসঙ্গে ওবেদ-ইদোমের বাড়িতে গেলেন, যাতে তারা সেখান থেকে যিহোবার চুক্তির সিন্দুক আনন্দের সঙ্গে নিয়ে আসতে পারেন। ২৬  সত্য ঈশ্বর সেই লেবীয়দের সাহায্য করলেন, যারা যিহোবার চুক্তির সিন্দুক বহন করছিল আর তাই, তারা সাতটা ষাঁড় এবং সাতটা পুংমেষ বলি দিল। ২৭  দায়ূদ উচ্চমানের কাপড়ের একটা হাতকাটা পোশাক পরে ছিলেন, ঠিক যেমনটা সিন্দুক বহনকারী সমস্ত লেবীয় ও সেইসঙ্গে গায়কেরা এবং সিন্দুক বহনকারী গায়কদের পরিচালক কননিয় পরে ছিলেন। দায়ূদ মিহি সুতোর এফোদও* পরে ছিলেন। ২৮  সমস্ত ইজরায়েলীয় শিঙা, তূরী ও করতাল বাজাতে বাজাতে এবং জোরে জোরে তারওয়ালা বাদ্যযন্ত্র ও বীণা বাজাতে বাজাতে এবং আনন্দে চিৎকার করতে করতে যিহোবার চুক্তির সিন্দুক নিয়ে আসছিল। ২৯  কিন্তু, যিহোবার চুক্তির সিন্দুক যখন দায়ূদ-নগরে এসে পৌঁছোল, তখন শৌলের মেয়ে মীখল জানালা থেকে নীচের দিকে তাকিয়ে দেখলেন, রাজা দায়ূদ আনন্দে লাফাচ্ছেন। তখন তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
যাত্রাপুস্তক ২৫:৭ পদের পাদটীকা দেখুন।