বংশাবলির প্রথম খণ্ড ১৬:১-৪৩
১৬ তারপর, তারা সত্য ঈশ্বরের সিন্দুক সেই তাঁবুর ভিতর নিয়ে এল, যেটা দায়ূদ সেই সিন্দুকের জন্য খাটিয়েছিলেন। তারা সত্য ঈশ্বরের সামনে হোমবলি এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করল।
২ দায়ূদ সেই বলিগুলো উৎসর্গ করার পর যিহোবার নামে লোকদের আশীর্বাদ করলেন।
৩ আর তিনি পুরো ইজরায়েলের সমস্ত পুরুষ ও মহিলাকে একটা করে গোলাকার রুটি, খেজুরের একটা তাল* এবং কিশমিশের একটা তাল* দিলেন।
৪ তারপর, তিনি কয়েক জন লেবীয়কে যিহোবার সিন্দুকের সামনে সেবা করার, ইজরায়েলের ঈশ্বর যিহোবার সমাদর* করার, তাঁকে ধন্যবাদ দেওয়ার এবং তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন।
৫ আসফ অধ্যক্ষ ছিলেন আর দ্বিতীয় স্থানে ছিলেন সখরিয়। যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল তারওয়ালা বাদ্যযন্ত্র এবং বীণা বাজাতেন, আসফ করতাল বাজাতেন
৬ আর যাজক বনায় এবং যাজক যহসীয়েল সত্য ঈশ্বরের চুক্তির সিন্দুকের সামনে নিয়মিতভাবে তূরী বাজাতেন।
৭ সেই দিন দায়ূদ প্রথম বার যিহোবার জন্য ধন্যবাদের গান রচনা করলেন আর আসফ এবং তার ভাইদের সেই গান গাওয়ার নির্দেশনা দিলেন। গানটা হল:
৮ “যিহোবাকে ধন্যবাদ দাও, তাঁর নামে ডাকো,তাঁর কাজের বিষয়ে বিভিন্ন জাতির লোককে জানাও!
৯ তাঁর জন্য গান গাও, তাঁর প্রশংসায় গান গাও,*তাঁর সমস্ত আশ্চর্যজনক কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করো।*
১০ তাঁর পবিত্র নামের বিষয়ে গর্ব করো।
যারা যিহোবাকে খোঁজে, তাদের হৃদয় আনন্দিত হোক।
১১ যিহোবা এবং তাঁর কাছ থেকে আসা শক্তির খোঁজ করো।
সবসময় তাঁর অনুমোদন পাওয়ার চেষ্টা করো।
১২ তিনি যে-আশ্চর্যজনক কাজ এবং অলৌকিক কাজগুলো করেছেন,যে-বিচার সংক্রান্ত রায়গুলো দিয়েছেন, সেগুলো স্মরণ করো,
১৩ তোমরা যারা তাঁর দাস, ইজরায়েলের বংশধর,তোমরা যারা যাকোবের ছেলে এবং তাঁর বেছে নেওয়া লোক, সেগুলো স্মরণ করো।
১৪ তিনি আমাদের ঈশ্বর যিহোবা।
তাঁর বিচার সংক্রান্ত রায়গুলো সারা পৃথিবীতে প্রযোজ্য।
১৫ তাঁর চুক্তি সবসময় মনে রেখো,সেই প্রতিজ্ঞা, যেটা তিনি হাজার হাজার প্রজন্মের কাছে করেছেন,
১৬ সেই চুক্তি, যেটা তিনি অব্রাহামের সঙ্গে করেছিলেন,সেই শপথ, যেটা তিনি ইস্হাকের কাছে দিব্য করে করেছিলেন
১৭ আর যেটাকে তিনি যাকোবের জন্য এক আদেশএবং ইজরায়েলের জন্য এক চিরস্থায়ী চুক্তি হিসেবে স্থির করেছিলেন
১৮ আর বলেছিলেন, ‘আমি তোমাকে কনান দেশ দেব,যাতে সেটা তোমাদের নির্ধারিত উত্তরাধিকার হয়।’
১৯ এটা তিনি সেই সময় বলেছিলেন, যখন তোমরা সংখ্যায় কম ছিলে,হ্যাঁ, তোমরা সংখ্যায় খুবই কম ছিলে আর সেই দেশে বিদেশি হিসেবে ছিলে।
২০ তারা এক দেশ থেকে অন্য দেশেএবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেত।
২১ তিনি কোনো মানুষকে তাদের উপর অত্যাচার করতে দেননি,এর পরিবর্তে, তিনি তাদের জন্য রাজাদের ধমক দিয়েছিলেন,
২২ তিনি বললেন, ‘আমার অভিষিক্ত ব্যক্তিদের গায়ে হাত দেবে না,আমার ভাববাদীদের কোনো ক্ষতি করবে না।’
২৩ সারা পৃথিবীর লোকেরা, যিহোবার জন্য গান গাও!
তিনি যেভাবে লোকদের রক্ষা করেন, সেই বিষয়ে দিনের পর দিন অন্যদের জানাও!
২৪ বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা সম্বন্ধে ঘোষণা করো,বিভিন্ন দেশের লোকের মধ্যে তাঁর আশ্চর্যজনক কাজ সম্বন্ধে ঘোষণা করো।
২৫ কারণ যিহোবা মহান, তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য।
তিনি অন্য সমস্ত দেবতার চেয়ে আরও বেশি বিস্ময়কর।
২৬ জাতিগুলোর সমস্ত দেবতাই অপদার্থ,কিন্তু যিহোবাই আকাশ তৈরি করেছেন।
২৭ তাঁর সামনে প্রতাপ* ও মহিমা আছে,তাঁর বাসস্থানে শক্তি ও আনন্দ আছে।
২৮ সমস্ত জাতির পরিবারগুলো যিহোবাকে সমাদর করো,যিহোবাকে সমাদর করো কারণ তিনি মহিমায় ও শক্তিতে পূর্ণ।
২৯ যিহোবার নামের প্রাপ্য গৌরব তাঁকে দাও,উপহার নিয়ে তাঁর সামনে এসো।
পবিত্র পোশাক পরে* যিহোবার সামনে মাথা নত* করো।
৩০ সমস্ত পৃথিবীর লোক তাঁর সামনে কাঁপো!
পৃথিবীকে* দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে, এটাকে নড়ানো যাবে না।
৩১ আকাশ আনন্দ করো, পৃথিবী আনন্দ করো,জাতিগুলোর মধ্যে ঘোষণা করো: ‘যিহোবা রাজা হয়েছেন!’
৩২ সমুদ্র এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু আনন্দে গর্জন করুক।মাঠ এবং সেগুলোর মধ্যে থাকা সমস্ত কিছু আনন্দ করুক।
৩৩ বনের মধ্যে থাকা গাছগুলোও যেন যিহোবার সামনে আনন্দে চিৎকার করেকারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।*
৩৪ যিহোবাকে ধন্যবাদ দাও কারণ তিনি ভালো,তাঁর অটল প্রেম চিরস্থায়ী।
৩৫ আর বলো, ‘হে আমাদের রক্ষাকারী ঈশ্বর, আমাদের রক্ষা করো,আমাদের অন্যান্য জাতি থেকে একত্রিত করে উদ্ধার করো,যাতে আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করিএবং তোমার প্রশংসা করে অনেক আনন্দ পাই।
৩৬ যুগ যুগ ধরে* ইজরায়েলের ঈশ্বর যিহোবার প্রশংসা হোক।’”
তখন সমস্ত লোক বলল, “আমেন!”* আর তারা যিহোবার প্রশংসা করল।
৩৭ তারপর, দায়ূদ আসফ এবং তার ভাইদের যিহোবার চুক্তির সিন্দুকের সামনে রেখে গেলেন, যাতে তারা প্রতিদিনের নিয়ম অনুযায়ী সিন্দুকের সামনে সেবা করে চলেন।
৩৮ ওবেদ-ইদোম এবং তার ৬৮ জন ভাই আর যিদূথূনের ছেলে ওবেদ-ইদোম এবং হোষা দারোয়ান ছিলেন।
৩৯ যাজক সাদোক এবং তার সহযাজকেরা গিবিয়োনে উঁচু জায়গায় যিহোবার পবিত্র তাঁবুর* সামনে ছিলেন,
৪০ যাতে তারা হোমবলির বেদির উপর সকালে ও সন্ধ্যায় নিয়মিতভাবে যিহোবার উদ্দেশে হোমবলি উৎসর্গ করেন আর যিহোবার ব্যবস্থায় লেখা সমস্ত কথা পালন করেন, যেটার বিষয়ে তিনি ইজরায়েলকে আজ্ঞা দিয়েছিলেন।
৪১ তাদের সঙ্গে হেমন, যিদূথূন এবং বেছে নেওয়া লোকদের মধ্য থেকে বাকি লোকেরাও ছিলেন, যাদের নাম ধরে বেছে নেওয়া হয়েছিল, যাতে তারা যিহোবাকে ধন্যবাদ দেন কারণ “তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”
৪২ আর তাদের সঙ্গে হেমন ও যিদূথূন তূরী, করতাল এবং সত্য ঈশ্বরের প্রশংসায় ব্যবহৃত অন্যান্য বাদ্যযন্ত্র* বাজানোর জন্য ছিলেন আর যিদূথূনের ছেলেরা দরজায় ছিলেন।
৪৩ এরপর, সমস্ত লোক নিজের নিজের বাড়ি ফিরে গেল আর দায়ূদ নিজের পরিবারকে আশীর্বাদ করতে গেলেন।
পাদটীকাগুলো
^ সম্ভবত, অনেক খেজুর চেপে তৈরি করা চাক।
^ সম্ভবত, অনেক কিশমিশ চেপে তৈরি করা চাক।
^ আক্ষ., “যিহোবাকে স্মরণ।”
^ বা “তাঁর জন্য সংগীত বাজাও।”
^ বা সম্ভবত, “কাজ সম্বন্ধে বলো।”
^ বা “মর্যাদা।”
^ বা সম্ভবত, “তাঁর পবিত্রতার মহিমার কারণে।”
^ বা “যিহোবার উপাসনা।”
^ বা “উর্বর ভূমিকে।”
^ বা “এসেছেন।”
^ বা “অনাদিকাল থেকে অনন্তকাল।”
^ বা “তা-ই হোক!”
^ বা “যিহোবার আবাসের।”
^ বা “ঈশ্বরের গানের বাদ্যযন্ত্র।”