বংশাবলির প্রথম খণ্ড ২৮:১-২১
২৮ তারপর, দায়ূদ জেরুসালেমে ইজরায়েলের সমস্ত অধ্যক্ষকে অর্থাৎ সমস্ত বংশের অধ্যক্ষকে, রাজার সেবা করে এমন সৈন্যদলগুলোর অধ্যক্ষদের, হাজার জনের এবং এক-শো জনের অধ্যক্ষদের, রাজা এবং তার ছেলেদের সমস্ত সম্পত্তি ও পশুপালের অধ্যক্ষদের ও সেইসঙ্গে রাজকর্মচারীদের এবং প্রত্যেক শক্তিশালী ও দক্ষ লোককে একত্রিত করলেন।
২ রাজা দায়ূদ উঠে দাঁড়ালেন আর বললেন:
“হে আমার ভাইয়েরা ও আমার লোকেরা, আমার কথা শোনো। আমার মনের ইচ্ছা ছিল, আমি এমন একটা গৃহ নির্মাণ করব, যেটা যিহোবার চুক্তির সিন্দুকের জন্য বিশ্রামের স্থান হবে আর আমাদের ঈশ্বরের জন্য পা রাখার পিঁড়ে হবে। আমি সেটা নির্মাণ করার জন্য সমস্ত কিছু প্রস্তুতও করেছিলাম।
৩ কিন্তু, সত্য ঈশ্বর আমাকে বললেন, ‘তুমি আমার নামের গৌরব করার জন্য গৃহ নির্মাণ করবে না কারণ তুমি অনেক যুদ্ধ করেছ আর অনেক রক্তপাত করেছ।’
৪ তবে, ইজরায়েলের ঈশ্বর যিহোবা আমার বাবার পুরো পরিবার থেকে আমাকেই বেছে নিয়েছিলেন, যাতে আমি চিরকালের জন্য ইজরায়েলের রাজা হই। তিনি যিহূদাকে নেতা হিসেবে বেছে নিয়েছিলেন আর যিহূদার পরিবারগুলোর মধ্য থেকে আমার বাবার পরিবারকে বেছে নিয়েছিলেন আর আমার বাবার ছেলেদের মধ্য থেকে আমিই পুরো ইজরায়েলের উপর রাজা হওয়ার জন্য তাঁর অনুমোদন লাভ করেছি।
৫ যিহোবা আমাকে অনেক ছেলে দিয়েছেন আর তাদের মধ্য থেকে তিনি আমার ছেলে শলোমনকে যিহোবার সিংহাসনে বসে ইজরায়েলের উপর রাজত্ব করার জন্য বেছে নিয়েছেন।
৬ “ঈশ্বর আমাকে বললেন, ‘তোমার ছেলে শলোমনই আমার জন্য গৃহ ও প্রাঙ্গণ নির্মাণ করবে কারণ আমি তাকে আমার ছেলে হিসেবে বেছে নিয়েছি আর আমি তার পিতা হব।
৭ সে যদি দৃঢ়সংকল্পবদ্ধ হয়ে আমার আজ্ঞা ও বিচার সংক্রান্ত রায়গুলো পালন করে, ঠিক যেমনটা সে এখন করছে, তা হলে আমি তার রাজত্ব চিরকালের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করব।’
৮ আজ আমি পুরো ইজরায়েলের সামনে, যিহোবার মণ্ডলীর সামনে এবং আমাদের ঈশ্বরের সামনে তোমাদের বলছি: তোমরা তোমাদের ঈশ্বর যিহোবার সমস্ত আজ্ঞা বোঝার চেষ্টা করো এবং সেগুলো পালন করো, যাতে এই উত্তম দেশ তোমাদের অধিকার হিসেবে থাকে আর পরে তোমরা এই দেশ তোমাদের ছেলেদের এক চিরস্থায়ী উত্তরাধিকার হিসেবে দিতে পার।
৯ “আর হে আমার ছেলে শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে জানো আর সম্পূর্ণ* হৃদয় দিয়ে আনন্দের সঙ্গে* তাঁর সেবা করো কারণ যিহোবা সবার হৃদয় অনুসন্ধান করেন আর মনের প্রতিটা প্রবণতা ও চিন্তাভাবনা জানেন। তুমি যদি তাঁর অনুসন্ধান করো, তা হলে তুমি তাঁকে খুঁজে পাবে। কিন্তু, তুমি যদি তাঁকে ছেড়ে দাও, তা হলে তিনি তোমাকে চিরকালের জন্য প্রত্যাখ্যান করবেন।
১০ এখন ভালোভাবে মনোযোগ দাও কারণ যিহোবা তোমাকে এমন এক গৃহ নির্মাণ করার জন্য বেছে নিয়েছেন, যেটা তাঁর পবিত্র স্থান হবে। সাহসী হও এবং কাজ করতে শুরু করো।”
১১ তারপর, দায়ূদ তার ছেলে শলোমনকে মন্দিরের বারান্দা এবং সেটার ঘরগুলো, ভাণ্ডারগুলো, ছাদের ঘরগুলো, ভিতরের ঘরগুলো এবং প্রায়শ্চিত্তের আচ্ছাদনের গৃহ* নির্মাণ করার নকশা দিলেন।
১২ দায়ূদ ঈশ্বরের অনুপ্রেরণায় এই সমস্ত জিনিসের যে-নকশা পেয়েছিলেন, সেটা তিনি শলোমনকে দিলেন: যিহোবার গৃহের প্রাঙ্গণগুলো, সেটার চারিদিকে থাকা খাওয়ার ঘরগুলো, সত্য ঈশ্বরের গৃহের কোষাগারগুলো এবং পবিত্র* করা হয়েছে এমন জিনিসের কোষাগারগুলো।
১৩ এ ছাড়া, তিনি যাজকদের ও লেবীয়দের দলে ভাগ করার বিষয়ে, যিহোবার গৃহে হওয়া সমস্ত সেবাকাজের বিষয়ে আর যিহোবার গৃহের সেবাকাজে ব্যবহৃত সমস্ত বাসনপত্রের বিষয়ে নির্দেশনা দিলেন।
১৪ দায়ূদ এও বললেন, বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত সোনার বাসনপত্রের জন্য কতটা সোনা ব্যবহৃত হবে, রুপোর বাসনপত্রের জন্য কতটা রুপো ব্যবহৃত হবে,
১৫ সোনার প্রদীপদানিগুলোর এবং সোনার প্রদীপগুলোর জন্য কতটা সোনা ব্যবহৃত হবে, রুপোর প্রদীপদানিগুলোর মধ্যে প্রতিটা প্রদীপদানি এবং সেটার প্রদীপগুলোর ব্যবহার অনুসারে সেগুলোর জন্য কতটা রুপো ব্যবহৃত হবে।
১৬ রুটির সারির* টেবিলগুলোর মধ্যে প্রতিটা টেবিলের জন্য কতটা সোনা ব্যবহৃত হবে আর রুপোর টেবিলগুলোর জন্য কতটা রুপো ব্যবহৃত হবে,
১৭ কাঁটাচামচ, বাটি ও জগের জন্য কতটা খাঁটি সোনা ব্যবহৃত হবে, সোনার ছোটো বাটিগুলোর মধ্যে প্রতিটা বাটির জন্য কতটা সোনা ব্যবহৃত হবে এবং রুপোর ছোটো বাটিগুলোর মধ্যে প্রতিটা বাটির জন্য কতটা রুপো ব্যবহৃত হবে।
১৮ তিনি এও বললেন, ধূপের বেদির জন্য কতটা পরিশোধিত সোনা ব্যবহৃত হবে আর যে-সোনার করূবগুলো রথকে চিত্রিত করে, সেগুলোর জন্য কতটা সোনা ব্যবহৃত হবে, যেগুলো যিহোবার চুক্তির সিন্দুকের উপর ডানা মেলে থাকে এবং সেটার উপর ছায়া করে থাকে।
১৯ দায়ূদ বললেন: “যিহোবার হাত আমার উপর ছিল আর তিনি আমাকে অন্তর্দৃষ্টি দিলেন, যাতে আমি গৃহের সমস্ত খুঁটিনাটি বিষয়ের একটা নকশা তৈরি করতে পারি।”
২০ তারপর, দায়ূদ তার ছেলে শলোমনকে বললেন: “তুমি দৃঢ় ও সাহসী হও আর কাজ করতে শুরু করো। তুমি ভয় পেয়ো না কিংবা আতঙ্কিতও হোয়ো না কারণ আমার ঈশ্বর যিহোবা তোমার সঙ্গে রয়েছেন। তিনি তোমাকে ছাড়বেন না, তোমাকে পরিত্যাগও করবেন না। তিনি ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে থাকবেন, যতক্ষণ না যিহোবার জন্য গৃহ নির্মাণ করার সমস্ত কাজ শেষ হয়।
২১ সত্য ঈশ্বরের গৃহের সমস্ত সেবাকাজের জন্য যাজকদের ও লেবীয়দের এই সমস্ত দল প্রস্তুত রয়েছে। তোমার জন্য এমন কর্মীরা রয়েছে, যারা সমস্ত ধরনের কাজ ইচ্ছুক মনে এবং দক্ষতার সঙ্গে করবে আর সেইসঙ্গে অধ্যক্ষ এবং সমস্ত লোকও রয়েছে, যারা তোমার সমস্ত নির্দেশনা পালন করবে।”
পাদটীকাগুলো
^ বা “একাগ্র।”
^ বা “দিয়ে ইচ্ছুক মনে।”
^ বা “প্রায়শ্চিত্তের গৃহ।”
^ বা “উৎসর্গ।”
^ অর্থাৎ দর্শন-রুটি।