বংশাবলির প্রথম খণ্ড ৬:১-৮১

 লেবির ছেলেরা গের্শোন, কহাৎ ও মরারি। ২  কহাতের ছেলেরা অম্রম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল। ৩  অম্রমের সন্তানেরা* হারোণ, মোশি ও মরিয়ম। হারোণের ছেলেরা নাদব, অবীহূ, ইলিয়াসর ও ঈথামর। ৪  ইলিয়াসরের ছেলে পীনহস আর পীনহসের ছেলে অবিশূয়। ৫  অবিশূয়ের ছেলে বুক্কি আর বুক্কির ছেলে উষি। ৬  উষির ছেলে সরহিয় আর সরহিয়ের ছেলে মরায়োৎ। ৭  মরায়োতের ছেলে অমরিয় আর অমরিয়ের ছেলে অহীটুব। ৮  অহীটুবের ছেলে সাদোক আর সাদোকের ছেলে অহীমাস। ৯  অহীমাসের ছেলে অসরিয় আর অসরিয়ের ছেলে যোহানন। ১০  যোহাননের ছেলে অসরিয়। তিনি জেরুসালেমে শলোমনের নির্মিত গৃহে যাজক হিসেবে সেবা করেছিলেন। ১১  অসরিয়ের ছেলে অমরিয় আর অমরিয়ের ছেলে অহীটুব। ১২  অহীটুবের ছেলে সাদোক আর সাদোকের ছেলে শল্লুম। ১৩  শল্লুমের ছেলে হিল্কিয় আর হিল্কিয়ের ছেলে অসরিয়। ১৪  অসরিয়ের ছেলে সরায় আর সরায়ের ছেলে যিহোষাদক। ১৫  যিহোষাদক সেই সময় বন্দিত্বে গিয়েছিলেন, যখন যিহোবা নবূখদ্‌নিৎসরকে ব্যবহার করে যিহূদা ও জেরুসালেমকে বন্দিত্বে পাঠিয়ে দিয়েছিলেন। ১৬  লেবির ছেলেরা গের্শোম,* কহাৎ ও মরারি। ১৭  গের্শোমের ছেলেরা লিব্‌নি ও শিমিয়ি। ১৮  কহাতের ছেলেরা অম্রম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল। ১৯  মরারির ছেলেরা মহলি ও মূশি। লেবীয়দের পূর্বপুরুষদের নাম অনুসারে এগুলো হল তাদের পরিবার: ২০  গের্শোমের বংশধরেরা হল তার ছেলে লিব্‌নি, লিব্‌নির ছেলে যহৎ, যহতের ছেলে সিম্ম, ২১  সিম্মের ছেলে যোয়াহ, যোয়াহের ছেলে ইদ্দো, ইদ্দোর ছেলে সেরহ এবং সেরহের ছেলে যিয়ত্রয়। ২২  কহাতের বংশধরেরা হল তার ছেলে অম্মীনাদব, অম্মীনাদবের ছেলে কোরহ, কোরহের ছেলেরা অসীর, ২৩  ইল্‌কানা ও ইবীয়াসফ, ইবীয়াসফের ছেলে অসীর, ২৪  অসীরের ছেলে তহৎ, তহতের ছেলে ঊরীয়েল, ঊরীয়েলের ছেলে উষিয় আর উষিয়ের ছেলে শৌল। ২৫  ইল্‌কানার ছেলেরা অমাসয় ও অহীমোৎ। ২৬  অন্য একজন ইল্‌কানার বংশধরেরা হল তার ছেলে সোফী, সোফীর ছেলে নহৎ, ২৭  নহতের ছেলে ইলীয়াব, ইলীয়াবের ছেলে যিরোহম এবং যিরোহমের ছেলে ইল্‌কানা। ২৮  শমূয়েলের ছেলেরা হল তার প্রথমজাত ছেলে যোয়েল এবং দ্বিতীয় ছেলে অবিয়। ২৯  মরারির বংশধরেরা হল মহলি, মহলির ছেলে লিব্‌নি, লিব্‌নির ছেলে শিমিয়ি, শিমিয়ির ছেলে উষঃ, ৩০  উষঃয়ের ছেলে শিমিয়, শিমিয়ের ছেলে হগিয় আর হগিয়ের ছেলে অসায়। ৩১  দায়ূদ কয়েক জন লেবীয়কে বেছে নিয়েছিলেন, যাতে সিন্দুকটা যিহোবার গৃহে রাখার পর তারা গায়কদের পরিচালনা দেন। ৩২  শলোমন জেরুসালেমে যিহোবার গৃহ নির্মাণ না করা পর্যন্ত তাদের উপর পবিত্র তাঁবুতে* অর্থাৎ সাক্ষাৎ করার তাঁবুতে গান করার দায়িত্ব ছিল। তাদের জন্য যে-সমস্ত নিয়ম নির্ধারণ করা হয়েছিল, সেই অনুসারে তারা সেবা করতেন। ৩৩  সেই ব্যক্তিদের নাম এই, যারা তাদের ছেলেদের সঙ্গে সেবা করত: কহাতীয়দের মধ্য থেকে গায়ক হেমন, যিনি যোয়েলের ছেলে, যোয়েল শমূয়েলের ছেলে, ৩৪  শমূয়েল ইল্‌কানার ছেলে, ইল্‌কানা যিরোহমের ছেলে, যিরোহম ইলীয়েলের ছেলে, ইলীয়েল তোহের ছেলে, ৩৫  তোহ সুফের ছেলে, সুফ ইল্‌কানার ছেলে, ইল্‌কানা মাহতের ছেলে, মাহৎ অমাসয়ের ছেলে, ৩৬  অমাসয় ইল্‌কানার ছেলে, ইল্‌কানা যোয়েলের ছেলে, যোয়েল অসরিয়ের ছেলে, অসরিয় সফনিয়ের ছেলে, ৩৭  সফনিয় তহতের ছেলে, তহৎ অসীরের ছেলে, অসীর ইবীয়াসফের ছেলে, ইবীয়াসফ কোরহের ছেলে, ৩৮  কোরহ যিষ্‌হরের ছেলে, যিষ্‌হর কহাতের ছেলে, কহাৎ লেবির ছেলে আর লেবি ইজরায়েলের ছেলে। ৩৯  হেমনের ভাই আসফ তার ডান দিকে দাঁড়িয়ে থাকতেন। আসফ বেরিখিয়ের ছেলে, বেরিখিয় শিমিয়ের ছেলে, ৪০  শিমিয় মীখায়েলের ছেলে, মীখায়েল বাসেয়ের ছেলে, বাসেয় মল্কিয়ের ছেলে, ৪১  মল্কিয় ইৎনির ছেলে, ইৎনি সেরহের ছেলে, সেরহ অদায়ার ছেলে, ৪২  অদায়া এথনের ছেলে, এথন সিম্মের ছেলে, সিম্ম শিমিয়ির ছেলে, ৪৩  শিমিয়ি যহতের ছেলে, যহৎ গের্শোমের ছেলে আর গের্শোম লেবির ছেলে। ৪৪  তাদের ভাইয়েরা অর্থাৎ মরারির বংশধরেরা হেমনের বাঁ-দিকে দাঁড়িয়ে থাকতেন। তাদের মধ্যে একজন ছিলেন এথন, যিনি কীশির ছেলে, কীশি অব্দির ছেলে, অব্দি মল্লূকের ছেলে, ৪৫  মল্লূক হশবিয়ের ছেলে, হশবিয় অমৎসিয়ের ছেলে, অমৎসিয় হিল্কিয়ের ছেলে, ৪৬  হিল্কিয় অম্‌সির ছেলে, অম্‌সি বানির ছেলে, বানি শেমরের ছেলে, ৪৭  শেমর মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে আর মরারি লেবির ছেলে। ৪৮  তাদের অন্য লেবীয় ভাইদের সত্য ঈশ্বরের গৃহের অর্থাৎ পবিত্র তাঁবুর সমস্ত কাজ করার জন্য নিযুক্ত করা* হয়েছিল। ৪৯  হারোণ এবং তার ছেলেরা হোমবলির বেদির উপর বলি উৎসর্গ করতেন, যাতে বলি থেকে ধোঁয়া বের হয়, ধূপের বেদির উপর ধূপ জ্বালাতেন আর সবচেয়ে পবিত্র জিনিসগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত দায়িত্বগুলো পালন করতেন। তারা ইজরায়েলের জন্য প্রায়শ্চিত্ত করতেন। এভাবে সত্য ঈশ্বরের দাস মোশি যে-সমস্ত আজ্ঞা দিয়েছিলেন, তারা সেইসমস্ত আজ্ঞা অনুসারে কাজ করতেন। ৫০  এরা হলেন হারোণের বংশধর: তার ছেলে ইলিয়াসর, ইলিয়াসরের ছেলে পীনহস, পীনহসের ছেলে অবিশূয়, ৫১  অবিশূয়ের ছেলে বুক্কি, বুক্কির ছেলে উষি, উষির ছেলে সরহিয়, ৫২  সরহিয়ের ছেলে মরায়োৎ, মরায়োতের ছেলে অমরিয়, অমরিয়ের ছেলে অহীটুব, ৫৩  অহীটুবের ছেলে সাদোক আর সাদোকের ছেলে অহীমাস। ৫৪  তারা তাদের এলাকার এই জায়গাগুলোতে শিবির* স্থাপন করে থাকতেন: ঘুঁটি* চেলে প্রথমে কহাতীয়দের পরিবারের মধ্য থেকে হারোণের বংশধরদের নাম উঠল। ৫৫  তাদের তারা যিহূদার এলাকার মধ্য থেকে হিব্রোণ এবং সেটার আশেপাশের চারণভূমি* দিল। ৫৬  কিন্তু, তারা সেই নগরের খেত এবং সেই নগরের গ্রামগুলো যিফুন্নির ছেলে কালেবকে দিল। ৫৭  তারা হারোণের বংশধরদের আশ্রয় নগরগুলো* অর্থাৎ হিব্রোণ দিল। এর পাশাপাশি তারা লিব্‌না এবং সেটার চারণভূমি, যত্তীর, ইষ্টিমোয় এবং সেটার চারণভূমি, ৫৮  হিলেন এবং সেটার চারণভূমি, দবীর এবং সেটার চারণভূমি, ৫৯  আশন এবং সেটার চারণভূমি আর বৈৎ-শেমশ এবং সেটার চারণভূমি দিল। ৬০  বিন্যামীন বংশ তাদের গেবা এবং সেটার চারণভূমি, আলেমৎ এবং সেটার চারণভূমি এবং অনাথোৎ এবং সেটার চারণভূমি দিল। তাদের পরিবারগুলোর মোট ১৩টা নগর ছিল। ৬১  বাকি কহাতীয়দের দশটা নগর দেওয়া হল। এই নগরগুলো বংশের পরিবার থেকে, অর্ধেক বংশ থেকে, মনঃশির অর্ধেক বংশের এলাকা থেকে দেওয়া হল।* ৬২  গের্শোমের বংশধরদের তাদের পরিবার অনুযায়ী ১৩টা নগর দেওয়া হল। এই নগরগুলো ইষাখর, আশের ও নপ্তালি বংশের এলাকা থেকে এবং বাশনে বসবাসরত মনঃশি বংশের এলাকা থেকে দেওয়া হল। ৬৩  মরারীয়দের তাদের পরিবার অনুযায়ী ঘুঁটি* চেলে ১২টা নগর দেওয়া হল। এই নগরগুলো রূবেণ, গাদ ও সবূলূন বংশের এলাকা থেকে দেওয়া হল। ৬৪  এভাবে ইজরায়েলীয়েরা লেবীয়দের এই নগরগুলো এবং সেগুলোর চারণভূমি দিল। ৬৫  এ ছাড়া, তারা ঘুঁটি* চেলে তাদের যিহূদা, শিমিয়োন ও বিন্যামীন বংশের এলাকা থেকে এই নগরগুলো দিল, যেগুলোর নাম উল্লেখ করা হয়েছে। ৬৬  কয়েকটা কহাতীয় পরিবার ইফ্রয়িম বংশের এলাকার মধ্য থেকে নগর পেল, যাতে সেগুলো তাদের এলাকা হয়। ৬৭  তারা তাদের আশ্রয় নগরগুলো* অর্থাৎ ইফ্রয়িমের পার্বত্য এলাকায় শিখিম এবং সেটার চারণভূমি দিল ও সেইসঙ্গে গেষর এবং সেটার চারণভূমি, ৬৮  যক্‌মিয়াম এবং সেটার চারণভূমি, বৈৎ-হোরোণ এবং সেটার চারণভূমি, ৬৯  অয়ালোন এবং সেটার চারণভূমি আর গাৎরিম্মোণ এবং সেটার চারণভূমি দিল। ৭০  তারা কহাতীয়দের বাকি পরিবারগুলোকে মনঃশির অর্ধেক বংশের এলাকার মধ্য থেকে আনের এবং সেটার চারণভূমি আর বিল্‌য়ম এবং সেটার চারণভূমি দিল। ৭১  তারা গের্শোমীয়দের মনঃশির অর্ধেক বংশের পরিবারের এলাকা থেকে বাশনের গোলন এবং সেটার চারণভূমি আর অষ্টারোৎ এবং সেটার চারণভূমি দিল। ৭২  তারা ইষাখর বংশের এলাকার মধ্য থেকে কেদশ এবং সেটার চারণভূমি, দাবরৎ এবং সেটার চারণভূমি, ৭৩  রামোৎ এবং সেটার চারণভূমি আর আনেম এবং সেটার চারণভূমি দিল। ৭৪  তারা আশের বংশের এলাকা থেকে মশাল এবং সেটার চারণভূমি, আব্দোন এবং সেটার চারণভূমি, ৭৫  হূকোক এবং সেটার চারণভূমি আর রহোব এবং সেটার চারণভূমি দিল। ৭৬  তারা নপ্তালি বংশের এলাকা থেকে গালীলের কেদশ এবং সেটার চারণভূমি, হম্মোন এবং সেটার চারণভূমি আর কিরিয়াথয়িম এবং সেটার চারণভূমি দিল। ৭৭  তারা অবশিষ্ট মরারীয়দের সবূলূন বংশের এলাকা থেকে রিম্মোণো এবং সেটার চারণভূমি আর তাবোর এবং সেটার চারণভূমি দিল। ৭৮  যিরীহোর কাছে জর্ডনের পূর্ব দিকে বসবাসরত রূবেণ বংশের এলাকা থেকে তাদের এই জায়গাগুলো দেওয়া হল: প্রান্তরে অবস্থিত বেৎসর এবং সেটার চারণভূমি, যহস এবং সেটার চারণভূমি, ৭৯  কদেমোৎ এবং সেটার চারণভূমি আর মেফাৎ এবং সেটার চারণভূমি। ৮০  আর গাদ বংশের এলাকা থেকে গিলিয়দের রামোৎ এবং সেটার চারণভূমি, মহনয়িম এবং সেটার চারণভূমি, ৮১  হিষ্‌বোন এবং সেটার চারণভূমি আর যাসের এবং সেটার চারণভূমি দেওয়া হল।

পাদটীকাগুলো

আক্ষ., “ছেলেরা।”
১ পদে এই ব্যক্তিকে গের্শোন বলেও ডাকা হয়েছে।
বা “উপর আবাসে।”
আক্ষ., “জন্য দেওয়া।”
বা “প্রাচীর দিয়ে ঘেরা শিবির।”
শব্দকোষ দেখুন।
অর্থাৎ পশু চরানোর মাঠ।
বা সম্ভবত, “আশ্রয় নগর,” যিহো ২১:১৩ পদের সঙ্গে মিল রেখে।
বা “থেকে ঘুঁটি চেলে দেওয়া হল।” শব্দকোষ দেখুন, “ঘুঁটি।”
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
বা সম্ভবত, “আশ্রয় নগর,” যিহো ২১:২১ পদের সঙ্গে মিল রেখে।