শমূয়েলের প্রথম পুস্তক ৭:১-১৭
৭ তখন কিরিয়ৎ-যিয়ারীমের পুরুষেরা এসে যিহোবার সিন্দুক নিয়ে গেল। তারা সেটা নিয়ে গিয়ে পাহাড়ে অবীনাদবের বাড়িতে রাখল আর তার ছেলে ইলিয়াসরকে যিহোবার সিন্দুকের রক্ষা করার জন্য নিযুক্ত* করল।
২ কিরিয়ৎ-যিয়ারীমে ঈশ্বরের সিন্দুক আসার পর ২০ বছর কেটে গেল। এত দীর্ঘসময় পর, ইজরায়েলের সমস্ত পরিবার যিহোবার অন্বেষণ* করতে লাগল।
৩ তখন শমূয়েল ইজরায়েলের সমস্ত পরিবারকে বললেন: “তোমরা যদি সত্যিই সম্পূর্ণ হৃদয় দিয়ে যিহোবার কাছে ফিরে আস, তা হলে তোমরা তোমাদের মধ্য থেকে অন্য জাতির দেবতাদের মূর্তিগুলো এবং অষ্টারোৎ দেবীর মূর্তিগুলো দূর করে দাও। তোমরা যদি সম্পূর্ণ হৃদয় দিয়ে কেবল যিহোবারই সেবা কর, তা হলে তিনি তোমাদের পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার করবেন।”
৪ তখন ইজরায়েলীয়েরা বাল দেবতাদের এবং অষ্টারোতের মূর্তিগুলো দূর করে দিল আর তারা কেবল যিহোবারই সেবা করতে লাগল।
৫ পরে, শমূয়েল তাদের বললেন: “সমস্ত ইজরায়েলকে মিস্পায় একত্রিত করো। আমি তোমাদের সবার হয়ে যিহোবার কাছে প্রার্থনা করব।”
৬ তাই, তারা সবাই মিস্পায় একত্রিত হল এবং জল তুলে যিহোবার সামনে ঢেলে দিল আর সেই দিন তারা সবাই উপবাস করল। সেখানে তারা সবাই স্বীকার করল: “আমরা যিহোবার বিরুদ্ধে পাপ করেছি।” আর শমূয়েল মিস্পায় ইজরায়েলের বিচারক হিসেবে সেবা করতে শুরু করলেন।
৭ পলেষ্টীয়েরা যখন শুনতে পেল যে, ইজরায়েলীয়েরা মিস্পায় একত্রিত হয়েছে, তখন তাদের শাসনকর্তারা ইজরায়েলীয়দের উপর আক্রমণ করার জন্য বেরিয়ে পড়লেন। ইজরায়েলীয়েরা যখন এই বিষয়ে জানতে পারল, তখন তারা ভীষণ ভয় পেয়ে গেল।
৮ তারা শমূয়েলকে বলল: “আপনি আমাদের ঈশ্বর যিহোবাকে ডাকতে থাকুন, যাতে তিনি আমাদের সাহায্য করেন এবং পলেষ্টীয়দের হাত থেকে আমাদের রক্ষা করেন।”
৯ তখন শমূয়েল এমন একটা মেষশাবক নিলেন, যেটা দুধ খায় আর সেটাকে যিহোবার উদ্দেশে হোমবলি হিসেবে উৎসর্গ করলেন। তখন শমূয়েল ইজরায়েলের হয়ে যিহোবার কাছে সাহায্য চাইলেন আর যিহোবা তাকে উত্তর দিলেন।
১০ শমূয়েল যখন হোমবলি উৎসর্গ করছিলেন, ঠিক তখনই পলেষ্টীয়েরা ইজরায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এগিয়ে এল। সেই দিন যিহোবা আকাশ থেকে পলেষ্টীয়দের উপর খুব জোরে মেঘ গর্জন করালেন এবং তাদের বিভ্রান্ত করে দিলেন আর তারা ইজরায়েলীয়দের কাছে পরাজিত হল।
১১ তখন ইজরায়েলের পুরুষেরা মিস্পা থেকে বের হয়ে পলেষ্টীয়দের পিছু ধাওয়া করল আর দূরে বৈৎ-করের দক্ষিণ দিক পর্যন্ত তাদের আঘাত করতে করতে গেল।
১২ এরপর, শমূয়েল একটা পাথর নিলেন আর মিস্পা ও যিশানার মাঝে সেটাকে রাখলেন। তিনি সেই পাথরটার নাম এবন-এষর* রাখলেন কারণ তিনি বললেন: “যিহোবা এখনও পর্যন্ত আমাদের সাহায্য করেছেন।”
১৩ এভাবে পলেষ্টীয়েরা পরাজিত হল এবং এরপর, তারা আর কখনো ইজরায়েলীয়দের এলাকায় পা রাখল না। শমূয়েল যতদিন বেঁচে থাকলেন, ততদিন যিহোবার হস্ত পলেষ্টীয়দের বিরুদ্ধে থাকল।
১৪ এ ছাড়া, ইজরায়েলীয়েরা ইক্রোণ থেকে গাৎ পর্যন্ত সেই সমস্ত নগর ফিরে পেল, যেগুলো পলেষ্টীয়েরা নিয়ে নিয়েছিল। ইজরায়েলীয়েরা পলেষ্টীয়দের হাত থেকে তাদের সমস্ত নগর উদ্ধার করে নিল।
ইজরায়েলীয় ও ইমোরীয়দের মধ্যেও শান্তি ছিল।
১৫ শমূয়েল সারাজীবন ধরে ইজরায়েলের বিচার করলেন।
১৬ প্রতি বছর তিনি বৈথেল, গিল্গল ও মিস্পায় যেতেন আর সেই জায়গাগুলোতে ইজরায়েলের বিচার করতেন।
১৭ পরে, তিনি রামায় ফিরে যেতেন কারণ সেখানে তার বাড়ি ছিল। তিনি রামাতেও ইজরায়েলের বিচার করতেন। সেখানে তিনি যিহোবার জন্য একটা বেদি তৈরি করেছিলেন।
পাদটীকাগুলো
^ আক্ষ., “পবিত্র।”
^ বা “পরিবার শোক করতে করতে যিহোবাকে অনুসরণ।”
^ অর্থ, “সাহায্যের পাথর।”