বংশাবলির দ্বিতীয় খণ্ড ১২:১-১৬

১২  যেই-না রহবিয়ামের রাজত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হল এবং তিনি শক্তিশালী হয়ে উঠলেন, অমনি তিনি এবং পুরো ইজরায়েল যিহোবার ব্যবস্থা পালন করা ছেড়ে দিলেন। ২  রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিশরের রাজা শীশক জেরুসালেমের উপর আক্রমণ করলেন কারণ ইজরায়েলীয়েরা যিহোবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ৩  মিশর থেকে রাজা শীশক সঙ্গে করে ১,২০০টা রথ, ৬০,০০০ জন অশ্বারোহী এবং অসংখ্য সৈন্যদল নিয়ে এলেন। তার সেনাবাহিনীতে লিবিয়া ও ইথিওপিয়ার লোকেরা এবং সুক্কীয়েরা ছিল। ৪  তিনি যিহূদার প্রাচীর দিয়ে ঘেরা নগরগুলো দখল করে নিলেন এবং অবশেষে জেরুসালেমে এলেন। ৫  ভাববাদী শময়িয় রহবিয়াম ও যিহূদার অধ্যক্ষদের কাছে এলেন, যারা শীশকের ভয়ে জেরুসালেমে একত্রিত হয়েছিলেন। শময়িয় তাদের বললেন: “যিহোবা এই কথা বলেন, ‘তোমরা আমাকে ছেড়ে দিয়েছ, তাই আমিও তোমাদের ছেড়ে দিয়েছি আর শীশকের হাতে তুলে দিয়েছি।’” ৬  তখন রাজা এবং ইজরায়েলের অধ্যক্ষেরা নিজেদের নত করলেন আর বললেন: “যিহোবা যা সঠিক, তা-ই করেছেন।” ৭  যিহোবা যখন দেখলেন, তারা নিজেদের নত করেছে, তখন যিহোবার এই বার্তা শময়িয়ের কাছে এল: “তারা নিজেদের নত করেছে, তাই আমি তাদের ধ্বংস করব না আর খুব শীঘ্রই তাদের উদ্ধার করব। আমি শীশকের মাধ্যমে জেরুসালেমের উপর আমার ক্রোধ ঢালব না। ৮  কিন্তু, তারা তার দাস হবে, যাতে তারা জানতে পারে, আমার সেবা করার এবং অন্য দেশের রাজাদের* সেবা করার মধ্যে কী পার্থক্য রয়েছে।” ৯  তাই, মিশরের রাজা শীশক জেরুসালেমের উপর আক্রমণ করলেন। তিনি যিহোবার গৃহের ধনসম্পদ এবং রাজপ্রাসাদের ধনসম্পদ লুট করে নিয়ে গেলেন। তিনি সমস্ত কিছু নিয়ে গেলেন, এমনকী সেই সোনার ঢালগুলোও নিয়ে গেলেন, যেগুলো শলোমন তৈরি করেছিলেন। ১০  তাই, রাজা রহবিয়াম সেই ঢালগুলোর পরিবর্তে তামার ঢাল তৈরি করলেন আর সেগুলোর দেখাশোনা করার দায়িত্ব পাহারাদারদের সেই অধ্যক্ষদের দিলেন, যারা রাজপ্রাসাদের প্রবেশদ্বার পাহারা দিত। ১১  যখনই রাজা যিহোবার গৃহে আসতেন, তখনই পাহারাদারেরা ভিতরে আসত এবং এই ঢালগুলো বহন করত আর পরে সেগুলো আবারও পাহারাদারদের ঘরে রেখে দিত। ১২  রাজা নিজেকে নত করেছিলেন। তাই, তার প্রতি যিহোবার রাগ কমে গেল আর তিনি তাদের পুরোপুরিভাবে ধ্বংস করলেন না। এ ছাড়া, যিহূদার লোকদের মধ্যে ভালো কিছু পাওয়া গিয়েছিল। ১৩  রাজা রহবিয়াম জেরুসালেমে শক্তিশালী হতে থাকলেন আর রাজত্ব করতে থাকলেন। তিনি ৪১ বছর বয়সে রাজা হয়েছিলেন আর ১৭ বছর ধরে জেরুসালেমে রাজত্ব করেছিলেন, যে-নগরটাকে যিহোবা ইজরায়েলের সমস্ত বংশের মধ্য থেকে বেছে নিয়েছিলেন, যাতে সেটার সঙ্গে তাঁর নাম জুড়ে থাকে। রাজার মা নয়মা একজন অম্মোনীয় মহিলা ছিলেন। ১৪  কিন্তু, রহবিয়াম মন্দ কাজ করলেন কারণ তিনি যিহোবার অনুসন্ধান করার জন্য নিজের হৃদয়ে সংকল্প নেননি। ১৫  শুরু থেকে শেষ পর্যন্ত রহবিয়ামের পুরো ইতিহাস ভাববাদী শময়িয় এবং দর্শক ইদ্দোর বইয়ে লেখা আছে, যেটা বংশাবলির আকারে রয়েছে। রহবিয়াম ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ লেগেই থাকত। ১৬  তারপর, রহবিয়াম মারা গেলেন* আর তাকে দায়ূদ-নগরে কবর দেওয়া হল। রহবিয়ামের জায়গায় তার ছেলে অবিয় রাজা হলেন।

পাদটীকাগুলো

আক্ষ., “রাজ্যগুলোর।”
আক্ষ., “রহবিয়াম তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”