বংশাবলির দ্বিতীয় খণ্ড ২৭:১-৯
২৭ যোথম যখন রাজা হলেন, তখন তার বয়স ছিল ২৫ বছর আর তিনি জেরুসালেম থেকে ১৬ বছর ধরে রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল যিরূশা, যিনি সাদোকের মেয়ে ছিলেন।
২ যোথম তার বাবা উষিয়ের মতোই যিহোবার দৃষ্টিতে যা সঠিক, তা করতে থাকলেন। তার বাবা এবং তার মধ্যে এই পার্থক্যই ছিল যে, তিনি তার বাবার মতো জোর করে যিহোবার মন্দিরে ঢুকে পড়েননি। কিন্তু, লোকেরা তখনও মন্দ কাজ করছিল।
৩ তিনি যিহোবার গৃহের উপরের দরজা বানালেন এবং ওফল নগরের প্রাচীরের উপর অনেক কাজ করলেন।
৪ তিনি যিহূদার পার্বত্য এলাকাতেও নগর নির্মাণ করলেন এবং বনে প্রাচীর দিয়ে ঘেরা জায়গা এবং দুর্গ নির্মাণ করলেন।
৫ তিনি অম্মোনীয়দের রাজার বিরুদ্ধে যুদ্ধ করলেন আর পরিশেষে তাদের পরাজিত করলেন। তাই, অম্মোনীয়েরা সেই বছর তাকে ১০০ তালন্ত* রুপো, ১০,০০০ কোর* গম এবং ১০,০০০ কোর যব দিল। অম্মোনীয়েরা দ্বিতীয় ও তৃতীয় বছরেও তাকে এই সমস্ত কিছু দিল।
৬ এভাবে যোথম দিন দিন শক্তিশালী হতে থাকলেন কারণ তিনি তার ঈশ্বর যিহোবার পথে চলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
৭ যোথমের জীবনের বাকি কাহিনি, তিনি যে-সমস্ত যুদ্ধ করেছিলেন এবং যে-সমস্ত কাজ করেছিলেন, সেই সমস্ত কিছুর বিবরণ ইজরায়েল ও যিহূদার রাজাদের বইয়ে লেখা আছে।
৮ তিনি যখন রাজা হয়েছিলেন, তখন তার বয়স ছিল ২৫ বছর আর তিনি জেরুসালেম থেকে ১৬ বছর ধরে রাজত্ব করেছিলেন।
৯ পরে, যোথম মারা গেলেন* আর তাকে দায়ূদ-নগরে কবর দেওয়া হল। তার জায়গায় তার ছেলে আহস রাজা হলেন।
পাদটীকাগুলো
^ এক তালন্ত সমান ৩৪.২ কিলোগ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।
^ এক কোর সমান ২২০ লিটার। পরিশিষ্টের খ১৪ দেখুন।
^ আক্ষ., “যোথম তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”