বংশাবলির দ্বিতীয় খণ্ড ৫:১-১৪
৫ এভাবে শলোমন যিহোবার গৃহের জন্য সেইসমস্ত কাজ করলেন, যেগুলো তাকে করতে হত। এরপর, শলোমন সেই জিনিসগুলো গৃহে নিয়ে এলেন, যেগুলো তার বাবা দায়ূদ পবিত্র করেছিলেন। তিনি সোনা, রুপো এবং অন্য সমস্ত কিছু সত্য ঈশ্বরের গৃহের কোষাগারে রেখে দিলেন।
২ তখন শলোমন ইজরায়েলের সমস্ত প্রাচীনকে অর্থাৎ সমস্ত বংশের প্রধানদের এবং ইজরায়েলের সমস্ত বাবার বংশের প্রধান ব্যক্তিদের জেরুসালেমে ডেকে পাঠালেন, যাতে তারা দায়ূদ-নগর অর্থাৎ সিয়োন থেকে যিহোবার চুক্তির সিন্দুক নিয়ে আসে। তখন তারা সবাই জেরুসালেমে এল।
৩ ইজরায়েলের সমস্ত পুরুষ সপ্তম মাসে উৎসবের* সময় রাজার সামনে একত্রিত হল।
৪ ইজরায়েলের সমস্ত প্রাচীন যখন এল, তখন লেবীয়েরা সিন্দুকটা ওঠাল।
৫ যাজক ও লেবীয়েরা* সিন্দুক, সাক্ষাৎ করার তাঁবু এবং সেটার মধ্যে রাখা সমস্ত পবিত্র বাসনপত্র নিয়ে এল।
৬ রাজা শলোমন এবং ইজরায়েলের সেই পুরো মণ্ডলী সিন্দুকের সামনে একত্রিত হলেন, যাদের রাজা ডেকে পাঠিয়েছিলেন। এত মেষ, গরু ও ষাঁড়ের বলি উৎসর্গ করা হল যে, সেগুলো গুনে শেষ করা গেল না।
৭ তারপর, যাজকেরা যিহোবার চুক্তির সিন্দুকটাকে সেটার নির্ধারিত জায়গায় নিয়ে এল। তারা গৃহের সবচেয়ে ভিতরের ঘরে অর্থাৎ মহাপবিত্র স্থানে সেটা নিয়ে এল আর করূবদের ডানার নীচে সেটাকে রাখল।
৮ এভাবে করূবদের ডানাগুলো সেই জায়গার উপর মেলা ছিল, যেখানে সিন্দুকটা রাখা হল আর করূবেরা সিন্দুক এবং সেটার দণ্ডগুলোকে উপর থেকে ঢেকে রাখল।
৯ সিন্দুকের দণ্ডগুলো এত লম্বা ছিল যে, সেগুলোর প্রান্তগুলো পবিত্র স্থান থেকে দেখা যেত, যেটা সবচেয়ে ভিতরের ঘরের সামনে ছিল। কিন্তু, দণ্ডগুলোর প্রান্ত বাইরে থেকে দেখা যেত না। আজ পর্যন্ত সেগুলো সেখানেই রাখা আছে।
১০ সিন্দুকের মধ্যে মোশি পাথরের যে-দুটো ফলক রেখেছিলেন, সেগুলো ছাড়া তাতে আর কিছুই ছিল না। ইজরায়েলীয়েরা মিশর থেকে বের হয়ে আসার সময় যিহোবা যখন তাদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, তখন হোরেবে মোশি সিন্দুকের মধ্যে এই ফলকগুলো রেখেছিলেন।
১১ যাজকেরা যখন পবিত্র স্থান থেকে বের হয়ে এল (কারণ সেখানে উপস্থিত সমস্ত যাজক নিজেকে পবিত্র করেছিল, তা তারা যে-দলেরই হোক না কেন),
১২ তখন আসফ, হেমন, যিদূথূন এবং তাদের ছেলেদের ও ভাইদের দলগুলোর সমস্ত লেবীয় গায়ক উচ্চমানের কাপড় পরে বেদির পূর্ব দিকে দাঁড়িয়ে ছিল আর করতাল, তারওয়ালা বাদ্যযন্ত্র এবং বীণা বাজাচ্ছিল। তাদের সঙ্গে ১২০ জন যাজক তূরী বাজাচ্ছিল।
১৩ তূরীবাদকেরা ও গায়কেরা একসুরে যিহোবার প্রশংসা করছিল এবং তাঁকে ধন্যবাদ দিচ্ছিল। তাদের তূরী, করতাল এবং অন্যান্য বাদ্যযন্ত্রের শব্দ শোনা যাচ্ছিল আর তারা এই বলে যিহোবার প্রশংসা করছিল, “কারণ তিনি ভালো, তাঁর অটল প্রেম চিরস্থায়ী।” তারা যখন এমনটা করছিল, তখন যিহোবার গৃহ মেঘে ভরে গেল।
১৪ মেঘের কারণে যাজকেরা সেখানে দাঁড়িয়ে সেবা করতে পারল না কারণ সত্য ঈশ্বর যিহোবার গৃহ তাঁর মহিমায় ভরে গিয়েছিল।