রাজাবলির দ্বিতীয় খণ্ড ২৪:১-২০
২৪ যিহোয়াকীমের সময়ে ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসর জেরুসালেমের উপর আক্রমণ করলেন আর যিহোয়াকীম তিন বছর তার দাসত্ব করলেন। কিন্তু, পরে তিনি নবূখদ্নিৎসরের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করলেন।
২ তখন যিহোবা যিহোয়াকীমের উপর আক্রমণ করার জন্য কল্দীয়দের, মোয়াবীয়দের, অম্মোনীয়দের এবং সিরিয়ার লোকদের লুটকারী দলগুলোকে পাঠাতে লাগলেন। তিনি তাদের পাঠাতে থাকলেন, যাতে তারা যিহূদাকে বিনষ্ট করে দেয়। এভাবে যিহোবার সেই কথা পূর্ণ হল, যেটা তিনি তাঁর দাসদের অর্থাৎ ভাববাদীদের মাধ্যমে বলেছিলেন।
৩ নিশ্চিতভাবেই যিহোবার আদেশ অনুসারে যিহূদার প্রতি এমনটা ঘটল। ঈশ্বর যিহূদাকে তাঁর চোখের সামনে থেকে দূর করে দেওয়ার জন্য এমনটা করলেন কারণ মনঃশি অসংখ্য পাপ করেছিলেন
৪ এবং নির্দোষ ব্যক্তিদের রক্তপাত করে পুরো জেরুসালেমকে তাদের রক্তে ভরিয়ে দিয়েছিলেন। যিহোবা যিহূদাকে ক্ষমা করতে চাইলেন না।
৫ যিহোয়াকীমের জীবনের বাকি কাহিনি এবং তার সমস্ত কাজের বিবরণ যিহূদার রাজাদের ইতিহাস বইয়ে লেখা আছে।
৬ তারপর, যিহোয়াকীম মারা গেলেন* আর তার জায়গায় তার ছেলে যিহোয়াখীন রাজা হলেন।
৭ মিশরের রাজা আর কখনো কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার সেনাবাহিনী পাঠালেন না কারণ ব্যাবিলনের রাজা মিশর উপত্যকা* থেকে শুরু করে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত তার পুরো এলাকা নিয়ে নিয়েছিলেন।
৮ যিহোয়াখীন ১৮ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেম থেকে যিহূদার উপর তিন মাস রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল নহুষ্টা, যিনি জেরুসালেমের বাসিন্দা ইল্নাথনের মেয়ে ছিলেন।
৯ যিহোয়াখীন তার বাবার মতোই যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন।
১০ সেই সময়ে ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরের সেবকেরা এসে জেরুসালেমের উপর আক্রমণ করল আর নগর অবরোধ করল।
১১ ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরের সেবকেরা যখন নগর অবরোধ করে ছিল, তখন তিনি সেখানে এলেন।
১২ যিহূদার রাজা যিহোয়াখীন তার মা ও সেইসঙ্গে তার সেবক, অধ্যক্ষ ও রাজকর্মচারীদের সঙ্গে ব্যাবিলনের রাজা নবূখদ্নিৎসরের কাছে গেলেন আর নবূখদ্নিৎসর যিহোয়াখীনকে বন্দি করলেন। নবূখদ্নিৎসরের রাজত্বের অষ্টম বছরে এটা ঘটল।
১৩ তারপর, নবূখদ্নিৎসর যিহোবার গৃহের কোষাগার এবং রাজপ্রাসাদের কোষাগার থেকে সমস্ত ধনসম্পদ বের করে নিলেন। তিনি সোনার সেইসমস্ত বাসনপত্র ভেঙে টুকরো টুকরো করে দিলেন, যেগুলো ইজরায়েলের রাজা শলোমন বানিয়ে যিহোবার মন্দিরে রেখেছিলেন। যিহোবা যেমনটা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ঠিক তেমনটাই ঘটল।
১৪ নবূখদ্নিৎসর পুরো জেরুসালেমকে অর্থাৎ সমস্ত অধ্যক্ষ, বীরযোদ্ধা, কারিগর ও কামারকে* বন্দি করে নিয়ে গেলেন, যাদের মোট সংখ্যা ছিল ১০,০০০। দেশের সবচেয়ে গরিব লোকেরাই রয়ে গেল, বাকি সবাইকে নিয়ে যাওয়া হল।
১৫ এভাবে তিনি যিহোয়াখীনকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে গেলেন। এর পাশাপাশি তিনি রাজার মাকে এবং রাজার স্ত্রীদের, অধ্যক্ষদের ও সেইসঙ্গে দেশের সবচেয়ে গণ্যমান্য লোকদের বন্দি করে জেরুসালেম থেকে ব্যাবিলনে নিয়ে গেলেন।
১৬ এ ছাড়া, ব্যাবিলনের রাজা জেরুসালেমের সমস্ত যোদ্ধাকে অর্থাৎ ৭,০০০ জন যোদ্ধাকে এবং ১,০০০ জন কারিগর ও কামারকে* বন্দি করে ব্যাবিলনে নিয়ে গেলেন। এরা সবাই বীরযোদ্ধা ছিল, যাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।
১৭ ব্যাবিলনের রাজা যিহোয়াখীনের জায়গায় তার কাকা মত্তনিয়কে রাজা করলেন। তিনি মত্তনিয়ের নাম পরিবর্তন করে সিদিকিয় রাখলেন।
১৮ সিদিকিয় ২১ বছর বয়সে রাজা হলেন আর তিনি জেরুসালেমে এগারো বছর রাজত্ব করলেন। তার মায়ের নাম ছিল হমূটল, যিনি লিব্নার বাসিন্দা যিরমিয়ের মেয়ে ছিলেন।
১৯ সিদিকিয় যিহোয়াকীমের মতোই যিহোবার দৃষ্টিতে যা মন্দ, তা করতে থাকলেন।
২০ জেরুসালেম ও যিহূদার প্রতি এই খারাপ বিষয়গুলো ঘটল কারণ যিহোবা তাদের উপর রেগে ছিলেন আর শেষে তিনি নিজের চোখের সামনে থেকে তাদের দূর করে দিলেন। সিদিকিয় ব্যাবিলনের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন।
পাদটীকাগুলো
^ আক্ষ., “যিহোয়াকীম তার পূর্বপুরুষদের সঙ্গে শুয়ে পড়লেন।”
^ শব্দকোষ দেখুন।
^ বা সম্ভবত, “সুরক্ষাকারী প্রাচীর তৈরি করার লোককে।”
^ বা সম্ভবত, “সুরক্ষাকারী প্রাচীর তৈরি করার লোককে।”