রাজাবলির দ্বিতীয় খণ্ড ৭:১-২০
৭ তারপর, ইলীশায় বললেন, “এখন যিহোবার কথা শোনো। যিহোবা এই কথা বলেন: ‘কাল এই সময়ে শমরিয়ার দরজায়* এক সিয়া* ময়দা এক শেকল* দামে এবং দুই সিয়া যব এক শেকল দামে বিক্রি হবে।’”
২ তখন সহ-সেনাপতি, যিনি রাজার একজন নির্ভরযোগ্য সেবক ছিলেন, তিনি সত্য ঈশ্বরের দাসকে বললেন: “যিহোবা যদি আকাশের দরজাগুলো খুলে দেন, তারপরও এমনটা হবে না।” তখন ইলীশায় বললেন: “কাল এই সমস্ত কিছু তুমি নিজের চোখে দেখবে ঠিকই, কিন্তু খেতে পারবে না।”
৩ শমরিয়ার দরজার কাছে চার জন কুষ্ঠ রোগী বসে ছিল। তারা একে অন্যকে বলল: “আমরা এখানে বসে বসে মৃত্যুর অপেক্ষা করছি কেন?
৪ আমরা এখানে বসে থাকি কিংবা নগরের ভিতরে যাই, আমাদের মৃত্যু নিশ্চিত কারণ ওখানে দুর্ভিক্ষ চলছে। তাই, সিরিয়ার লোকদের শিবিরে চলে গেলে কেমন হয়? তারা যদি আমাদের জীবিত অবস্থায় ছেড়ে দেয়, তা হলে তো ভালোই হবে। কিন্তু, তারা যদি আমাদের মেরেও ফেলে, তা হলেও কোনো ব্যাপার নয় কারণ মরতে তো হবেই।”
৫ তাই, সন্ধ্যা বেলায় যখন অন্ধকার নেমে এল, তখন সেই কুষ্ঠ রোগীরা উঠে সিরিয়ার শিবিরে গেল। তারা যখন শিবিরের কাছে গিয়ে পৌঁছোল, তখন দেখল, সেখানে কেউ নেই।
৬ আসলে যিহোবা সিরিয়ার সৈন্যদের যুদ্ধরথ, ঘোড়া এবং এক বিশাল সেনাবাহিনীর আওয়াজ শুনিয়েছিলেন। তারা একে অন্যকে বলল: “মনে হয় ইজরায়েলের রাজা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হিত্তীয়দের রাজাদের এবং মিশরের রাজাদের ভাড়া করে এনেছে!”
৭ তাই, সন্ধ্যা বেলায় যখন অন্ধকার নেমে এসেছিল, তখন তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে শিবির ছেড়ে পালিয়ে গিয়েছিল। তারা নিজেদের তাঁবু, ঘোড়া, গাধা আর এমনকী পুরো শিবির যে-অবস্থায় ছিল, সেই অবস্থায় ছেড়ে পালিয়ে গিয়েছিল।
৮ সেই কুষ্ঠ রোগীরা যখন তাদের শিবিরের কাছে গিয়ে পৌঁছোল, তখন তারা একটা তাঁবুর ভিতরে ঢুকে খাওয়া-দাওয়া করতে লাগল। তারা সেখান থেকে সোনা, রুপো ও পোশাক নিয়ে গিয়ে লুকিয়ে রাখল। তারপর, তারা শিবিরে ফিরে এল এবং আরেকটা তাঁবুতে গেল আর সেখান থেকেও কিছু জিনিস নিয়ে গিয়ে লুকিয়ে রাখল।
৯ কিছুক্ষণ পর তারা একে অন্যকে বলল: “কাজটা কিন্তু আমরা ভালো করছি না। আজ তো সুখবর শোনানোর দিন! আমরা যদি এক্ষুনি গিয়ে এই খবর না শোনাই আর কাল সকালে এটা জানাজানি হয়ে যায়, তা হলে তো আমাদের শাস্তি পেতে হবে। চলো, আমরা গিয়ে রাজপ্রাসাদে খবরটা পৌঁছে দিই।”
১০ তারা সেখান থেকে চলে গেল আর চিৎকার করে নগরের দরজার দারোয়ানদের বলল: “আমরা সিরিয়ার লোকদের শিবিরে গিয়েছিলাম আর গিয়ে দেখি, সেখানে কেউ নেই। আমরা কারো আওয়াজ শুনতে পাইনি। সেখানে শুধু তাদের ঘোড়া ও গাধাগুলো বাঁধা রয়েছে আর তাদের তাঁবুগুলো যে-অবস্থায় ছিল, সেই অবস্থায় পড়ে রয়েছে।”
১১ যেই-না দারোয়ানেরা এই খবর শুনল, অমনি তারা রাজপ্রাসাদের লোকদের ডাকল এবং তাদের এই খবর শোনাল।
১২ রাজা রাতের বেলায় উঠলেন আর তার সেবকদের বললেন: “এটা নিশ্চয়ই সিরিয়ার লোকদের কোনো চক্রান্ত। তারা জানে, আমরা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছি। তাই, তারা এই ভেবে শিবির ছেড়ে মাঠে লুকিয়ে রয়েছে, ‘যেই-না ইজরায়েলীয়েরা তাদের নগর থেকে বেরিয়ে আসবে, অমনি আমরা তাদের জীবন্ত অবস্থায় ধরে ফেলব আর তাদের নগরে ঢুকে পড়ব।’”
১৩ তখন রাজার একজন সেবক তাকে বলল: “রাজার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। তিনি যেন কয়েক জন ব্যক্তিকে আদেশ দেন, যাতে তারা নগরে অবশিষ্ট ঘোড়াগুলোর মধ্য থেকে পাঁচটা ঘোড়া নিয়ে যায় আর এই বিষয়টার ভালোভাবে খোঁজ নিয়ে দেখে। তারা যদি মারা পড়ে, তা হলেও কোনো ব্যাপার নয় কারণ নগরের ভিতরে থাকলে তারা এমনিতেও মারা পড়বে! আমাদের এবং সমস্ত ইজরায়েলীয়ের সঙ্গে তারাও তো মারা পড়বে!”
১৪ তখন সেই ব্যক্তিরা ঘোড়াসমেত দুটো রথ নিল আর রাজা তাদের এই বলে সিরিয়ার লোকদের শিবিরে পাঠালেন: “যাও, গিয়ে দেখে এসো।”
১৫ তারা সিরিয়ার লোকদের খুঁজতে খুঁজতে জর্ডন পর্যন্ত গেল। তারা দেখল, পুরো রাস্তায় পোশাক ও বাসনপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে কারণ সিরিয়ার লোকেরা যখন আতঙ্কে পালাচ্ছিল, তখন তারা সেগুলো রাস্তায় ফেলে দিয়েছিল। রাজার বার্তাবাহকেরা ফিরে এসে তাকে খবর দিল।
১৬ পরে, ইজরায়েলের লোকেরা নগর থেকে বেরিয়ে সিরিয়ার লোকদের শিবিরে গেল আর সেখানে লুটপাট করল। তাই, এক সিয়া ময়দা এক শেকল দামে এবং দুই সিয়া যব এক শেকল দামে বিক্রি হল, ঠিক যেমনটা যিহোবা বলেছিলেন।
১৭ রাজা তার সহ-সেনাপতিকে দরজার আধিকারিক* হিসেবে নিযুক্ত করলেন, যিনি তার নির্ভরযোগ্য সেবক ছিলেন। কিন্তু, সেখানে তিনি লোকদের পায়ের তলায় চাপা পড়ে মারা গেলেন। এভাবে সত্য ঈশ্বরের দাসের সেই কথা পূর্ণ হল, যেটা তিনি রাজাকে সেই সময় বলেছিলেন, যখন রাজা তার কাছে এসেছিলেন।
১৮ সত্য ঈশ্বরের দাসের এই কথা পূর্ণ হল, যেটা তিনি রাজাকে বলেছিলেন: “কাল এই সময়ে শমরিয়ার দরজায় দুই সিয়া যব এক শেকল দামে এবং এক সিয়া ময়দা এক শেকল দামে বিক্রি হবে।”
১৯ কিন্তু, সহ-সেনাপতি সত্য ঈশ্বরের দাসকে বলেছিলেন: “যিহোবা যদি আকাশের দরজাগুলো খুলে দেন, তারপরও এমনটা হবে না।” তখন ইলীশায় বলেছিলেন: “কাল এই সমস্ত কিছু তুমি নিজের চোখে দেখবে ঠিকই, কিন্তু খেতে পারবে না।”
২০ সেই আধিকারিকের* প্রতি এমনটাই হল কারণ দরজায় লোকদের পায়ের তলায় চাপা পড়ে তিনি মারা গেলেন।
পাদটীকাগুলো
^ বা “বাজারগুলোতে।”
^ এক সিয়া সমান ৭.৩৩ লিটার। পরিশিষ্টের খ১৪ দেখুন।
^ এক শেকল সমান ১১.৪ গ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।
^ বা “কর্মকর্তা।”
^ বা “কর্মকর্তার।”