বাইবেলের বইয়ের ভূমিকামূলক ভিডিও

বাইবেলের প্রত্যেকটা বই সম্বন্ধে কিছু মৌলিক তথ্য।

বাইবেলের ভূমিকা

কীভাবে প্রতিটা বই বাইবেলের মূলভাবকে তুলে ধরে, তা দেখুন। এই মূলভাব হল, কীভাবে ঈশ্বরের রাজ্য খ্রিস্ট যিশুর মাধ্যমে যিহোবার নামের উপর আসা সমস্ত নিন্দা দূর করবে।

গণনাপুস্তক বইয়ের ভূমিকা

সমস্ত পরিস্থিতিতে যিহোবার প্রতি বাধ্য থাকা এবং তাঁর লোকদের নেতৃত্ব নেওয়ার জন্য যাদের নিযুক্ত করা হয়েছে, তাদের প্রতি সম্মান দেখানো কতটা গুরুত্বপূর্ণ, তা দেখুন।

দ্বিতীয় বিবরণ বইয়ের ভূমিকা

লক্ষ করুন, কীভাবে ইজরায়েলকে দেওয়া যিহোবার ব্যবস্থায় তাঁর লোকদের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ পায়

যিহোশূয়ের পুস্তক বইয়ের ভূমিকা

লক্ষ করুন, ঈশ্বর ইজরায়েল জাতিকে যে-দেশ দিয়েছিলেন, তা তারা কীভাবে জয় করে এবং ভাগ করে নেয়।

বিচারকর্তৃগণের বিবরণ বইয়ের ভূমিকা

এই বইয়ে সেই সাহসী ও বিশ্বাসী বিচারকদের সম্বন্ধে বলা আছে, যাদের যিহোবা ইজরায়েলকে অত্যাচারীদের হাতে থেকে উদ্ধার করার জন্য ব্যবহার করেছেন।

রূতের বিবরণ বইয়ের ভূমিকা

রূতের বিবরণ বইয়ে একজন যুবতী বিধবা তার বিধবা শাশুড়ির প্রতি কীভাবে আত্মত্যাগমূলক প্রেম দেখিয়েছেন এবং যিহোবা কীভাবে তাদের দু-জনকে পুরস্কার দিয়েছেন, সেই ঘটনা রয়েছে।

১ শমূয়েল বইয়ের ভূমিকা

লক্ষ করুন, কীভাবে ইজরায়েলের ইতিহাসে বিচারকদের সময়কাল শেষ হয়ে রাজাদের শাসনের যুগ শুরু হয়।

২ শমূয়েল বইয়ের ভূমিকা

দায়ূদ নম্রতা ও বিশ্বাস দেখিয়েছিলেন আর তাই বাইবেলের সবচেয়ে প্রিয় ও সুপরিচিত চরিত্রের মধ্যে তিনি হলেন একজন। কীভাবে, তা লক্ষ করুন।

১ রাজাবলি বইয়ের ভূমিকা

রাজা শলোমনের শাসনের সময় ইজরায়েল খ্যাতি ও সমৃদ্ধি লাভ করে কিন্তু পরে ইজরায়েল ও যিহূদা, এই দুটো রাজ্যে ভাগ হয়ে যাওয়ার ফলে অশান্তি দেখা দেয়।

২ রাজাবলি বইয়ের ভূমিকা

দেখুন যে, কীভাবে ধর্মভ্রষ্টতা ইজরায়েলের উত্তর রাজ্যকে শেষ করে দেয় আর অন্যদিকে যিহোবা সেই অল্প কয়েক জনকে আশীর্বাদ করেন, যারা সম্পূর্ণ হৃদয়ে তাঁকে সেবা করে।

১ বংশাবলি বইয়ের ভূমিকা

রাজা দায়ূদের বংশধারা আর ইজরায়েলের রাজা হওয়ার পর তার মৃত্যু পর্যন্ত তার জীবনের বিভিন্ন ঘটনা লক্ষ করুন।

২ বংশাবলি বইয়ের ভূমিকা

ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা যিহূদার রাজাদের এই ইতিহাস থেকে লক্ষ করুন।

ইষ্রা বইয়ের ভূমিকা

লোকেদের বাবিলের বন্দিত্ব থেকে মুক্ত করার বিষয়ে এবং যিরূশালেমে সত্য উপাসনা পুনর্স্থাপন করার বিষয়ে যিহোবা তাঁর প্রতিজ্ঞা পরিপূর্ণ করেন।

নহিমিয় বইয়ের ভূমিকা

বাইবেলের নহিমিয় বই বর্তমানের সমস্ত সত্য উপাসকদের জন্য মূল্যবান শিক্ষা প্রদান করে।

ইষ্টের বইয়ের ভূমিকা

ইষ্টেরের দিনের নাটকীয় ঘটনাগুলো যিহোবা ঈশ্বরের এই ক্ষমতার উপর আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে যে, বর্তমানে তিনি তাঁর লোকেদের বিভিন্ন পরীক্ষা থেকে উদ্ধার করতে পারেন।

ইয়োব বইয়ের ভূমিকা

যারা যিহোবাকে ভালোবাসে, তারা প্রত্যেকে পরীক্ষার মুখে পড়বে। ইয়োব বইয়ের বিবরণ আমাদের এই বিষয়ে আস্থা প্রদান করে যে, আমরা নিজেদের বিশ্বস্তা বজায় রাখতে এবং যিহোবার সার্বভৌমত্বকে উচ্চে তুলে ধরতে পারি।

গীতসংহিতা বইয়ের ভূমিকা

গীতসংহিতা বইটা যিহোবাকে সর্বক্ষমতাময় ব্যক্তি হিসেবে তুলে ধরে, তাঁকে ভালোবাসে এমন ব্যক্তিদের সাহায্য ও সান্ত্বনা প্রদান করে এবং তাঁর রাজ্যের মাধ্যমে জগৎকে কীভাবে পরিবর্তন করা হবে, তা প্রকাশ করে।

হিতোপদেশ বইয়ের ভূমিকা

আপনার দৈনন্দিন জীবনের প্রায় প্রত্যেকটা দিক অর্থাৎ ব্যাবসায়িক বিষয় থেকে শুরু করে পারিবারিক বিষয় সম্বন্ধে ঐশিক নির্দেশনা রয়েছে।

উপদেশক বইয়ের ভূমিকা

রাজা শলোমন তুলে ধরেছিলেন, কোন বিষয়গুলো জীবনে সত্যি গুরুত্বপূর্ণ আর সেই বিষয়গুলো কীভাবে এমন কাজগুলো থেকে ভিন্ন, যেগুলো ঈশ্বরীয় প্রজ্ঞার সঙ্গে সংঘাত সৃষ্টি করে।

পরমগীত বইয়ের ভূমিকা

এক মেষপালকের প্রতি এক শূলম্মীয়া মেয়ের গভীর ভালোবাসাকে “সদাপ্রভুরই অগ্নি” বলে বর্ণনা করা হয়েছে। কেন?

যিশাইয় বইয়ের ভূমিকা

যিশাইয় একটি নির্ভূল ভবিষ্যদ্‌বাণীর বই আর এটি আমাদের যিহোবার উপর এই আস্থাকে দৃঢ় করতে পরিচালিত করে যে, তিনি প্রতিজ্ঞা রক্ষাকারী এবং আমাদের পরিত্রাণের ঈশ্বর।

যিরমিয় বইয়ের ভূমিকা

যিরমিয় কঠিন পরিস্থিতি সত্ত্বেও বিশ্বস্তভাবে ভাববাদীর কার্যভার চালিয়ে গিয়েছিলেন। তার উদাহরণ বর্তমানে খ্রিস্টানদের জন্য কী অর্থ রাখতে পারে, সেই বিষয়ে চিন্তা করুন।

বিলাপ বইয়ের ভূমিকা

ভাববাদী যিরমিয় দ্বারা লিখিত বিলাপ বইটিতে যিরূশালেম নগর ধ্বংসের জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে আর সেইসঙ্গে তুলে ধরা হয়েছে, কীভাবে অনুতাপ ঈশ্বরের করুণা লাভ করার দিকে পরিচালিত করে।

যিহিষ্কেল বইয়ের ভূমিকা

যতই কঠিন বলে মনে হোক না কেন, যিহিষ্কেল ঈশ্বরের কাছ থেকে পাওয়া যেকোনো কার্যভার নম্রভাবে ও সাহসের সঙ্গে পালন করেছিলেন। বর্তমানে তার উদাহরণ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

দানিয়েল বইয়ের ভূমিকা

দানিয়েল ও তার তিন সঙ্গী সমস্ত ধরনের পরিস্থিতিতে বিশ্বস্ত ছিলেন। তাদের উদাহরণ ও সেইসঙ্গে ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা আমাদের এখন, এই শেষকালে উপকৃত করতে পারে।

হোশেয় বইয়ের ভূমিকা

বর্তমানে অনুতপ্ত অন্যায়কারীদের প্রতি যিহোবার করুণা আর তিনি কোন ধরণের উপাসনা চান, সেই সম্বন্ধে হোশেয়ের ভবিষ্যদ্‌বাণীতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।

যোয়েল বইয়ের ভূমিকা

যোয়েল আসন্ন “যিহোবার দিন” সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেন আর সেইসঙ্গে রক্ষা পাওয়ার উপায় কী, তা নির্দেশ করেন। তার ভবিষ্যদ্‌বাণী আজকের দিনের জন্য আরও বেশি জরুরি।

আমোষ বইয়ের ভূমিকা

যিহোবা এই নম্র ব্যক্তিকে এক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করেন। আমোষের উদাহরণ থেকে আমরা কোন কোন মূল্যবান শিক্ষা লাভ করতে পারি?

ওবদিয় বইয়ের ভূমিকা

এই বইটা ইব্রীয় শাস্ত্র-এর সবচেয়ে ছোটো বই। এই ভবিষ্যদ্‌বাণীর বইটা আশা প্রদান করে আর সেইসঙ্গে এই প্রতিজ্ঞা করে যে, যিহোবার শাসন করার অধিকার চিরকালের জন্য প্রতিষ্ঠিত হবে।

যোনা বইয়ের ভূমিকা

ভাববাদী সংশোধন মেনে নিয়েছিলেন, নিজের কার্যভার পালন করেছিলেন এবং যিহোবার প্রেম ও করুণা সম্বন্ধে এক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিলেন। তার অভিজ্ঞতা আপনার হৃদয় স্পর্শ করবে।

মীখা বইয়ের ভূমিকা

ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত মীখার ভবিষ্যদ্‌বাণী আমাদের এই বিষয়ে আস্থা দৃঢ় করতে পারে যে, যিহোবা আমাদের শুধুমাত্র সেগুলোই করতে বলেন, যেগুলো যুক্তিযুক্ত ও উপকারজনক।

নহূম বইয়ের ভূমিকা

আমরা এই আস্থা রাখতে পারি যে, ঈশ্বর সবসময় তাঁর বাক্য পরিপূর্ণ করেন আর তাঁর রাজ্যের অধীনে সেই ব্যক্তিদের সান্ত্বনা প্রদান করেন, যারা শান্তি ও পরিত্রাণের অন্বেষণ করে।

হবক্‌কূক বইয়ের ভূমিকা

আমরা এই আস্থা রাখতে পারি যে, যিহোবা সবসময় তাঁর লোকদের রক্ষা করার সঠিক সময় ও উপযুক্ত উপায় সম্বন্ধে জানেন জানেন।

সফনিয় বইয়ের ভূমিকা

কেন আমরা এই বিষয়ে চিন্তা করা এড়াতে পারি যে, যিহোবার দিন আসবে না?

হগয় বইয়ের ভূমিকা

এই ভবিষ্যদ্‌বাণী ঈশ্বরের উপাসনাকে ব্যক্তিগত আগ্রহের আগে রাখার গুরুত্বকে তুলে ধরে।

সখরিয় বইয়ের ভূমিকা

অগণিত অনুপ্রাণিত দর্শন ও ভবিষ্যদ্‌বাণী অতীতে ঈশ্বরের লোকেদের শক্তিশালী করেছিল। এই ভবিষ্যদ্‌বাণীগুলোই আমাদের নিশ্চিত করে যে, বর্তমানেও যিহোবা আমাদের সমর্থন করে চলেছেন।

মালাখি বইয়ের ভূমিকা

এটা এমন এক ভবিষ্যদ্‌বাণী, যেটা যিহোবার অপরিবর্তনীয় নীতি, করুণা ও প্রেমের বিষয়ে তুলে ধরে। এ ছাড়া, এই ভবিষ্যদ্‌বাণী আমাদের দিনের পরিস্থিতি সম্বন্ধে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে।

মথি বইয়ের ভূমিকা

বাইবেলের এই বই সম্বন্ধে কিছু মৌলিক তথ্য শেখা উপভোগ করুন, যেটা চারটে সুসমাচারের বইয়ের প্রথম বই।

মার্ক বইয়ের ভূমিকা

মার্ক বইটি চারটে সুসমাচারের মধ্যে সবচেয়ে ছোটো বই, যেখানে ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে ভবিষ্যতে যিশুর রাজত্বের এক আভাস প্রদান করা হয়েছে।

লূক বইয়ের ভূমিকা

লূকের সুসমাচারে এমন কোন তথ্য রয়েছে, যেটা অদ্বিতীয়?

যোহন বইয়ের ভূমিকা

যোহনের বিবরণ তুলে ধরে, যিশু মানবজাতিকে কতটা ভালোবাসেন, নম্রতার উদাহরণ স্থাপন করেন এবং মশীহ অর্থাৎ ঈশ্বরের রাজ্যের রাজা হিসেবে নিজের পরিচয় দেন।

প্রেরিতদের কার্য্য-বিবরণের ভূমিকা

প্রাথমিক খ্রিস্টানরা সমগ্র জাতির লোকেদের শিষ্য করার জন্য কঠোর প্রচেষ্টা করেছিল। বাইবেলের প্রেরিত বইটা পরিচর্যার জন্য আপনার উদ্যম ও উৎসাহ বৃদ্ধি করতে পারে।

রোমীয় বইয়ের ভূমিকা

যিহোবার নিরপেক্ষতা এবং যিশু খ্রিস্টের প্রতি বিশ্বাস রাখার গুরুত্ব সম্বন্ধে অনুপ্রাণিত নির্দেশনা।

১ করিন্থীয় বইয়ের ভূমিকা

পৌলের চিঠিতে একতাবদ্ধ থাকার বিষয়ে, নৈতিক ভাবে শুদ্ধ থাকার বিষয়ে, প্রেমের বিষয়ে এবং পুনরুত্থানের উপর বিশ্বাস রাখার বিষয়ে অনুপ্রাণিত পরামর্শ রয়েছে।

২ করিন্থীয় বইয়ের ভূমিকা

“সমস্ত সান্ত্বনার ঈশ্বর” যিহোবা তাঁর দাসদের শক্তিশালী করেন ও সুস্থির রাখেন।

গালাতীয় বইয়ের ভূমিকা

গালাতীয়দের প্রতি লেখা পৌলের চিঠিটা তিনি যখন লিখেছিলেন, তখন যতটা কার্যকরী ছিল, এখনও ততটাই কার্যকরী। এটা সমস্ত সত্য খ্রিস্টানকে বিশ্বস্ত থাকতে সাহায্য করতে পারে।

ইফিষীয় বইয়ের ভূমিকা

এই অনুপ্রাণিত চিঠি যিশু খ্রিস্টের মাধ্যমে শান্তি ও একতা নিয়ে আসার বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য তুলে ধরে।

ফিলিপীয় বইয়ের ভূমিকা

পরীক্ষার সময় আমাদের দৃঢ়তা অন্যদের দৃঢ় থাকাতে উৎসাহিত করতে পারে।

১ থিষলনীকীয় বইয়ের ভূমিকা

আমাদের আধ্যাত্মিকভাবে জেগে থাকতে, “সর্ব্ববিষয়ের পরীক্ষা” করতে, “অবিরত প্রার্থনা” করতে এবং পরস্পরকে আশ্বাস বা উৎসাহ দিতে হবে।

২ থিষলনীকীয় বইয়ের ভূমিকা

পৌল যিহোবার দিন আসার বিষয়ে ভুল দৃষ্টিভঙ্গিকে সংশোধন করেছিলেন এবং তিনি ভাইদের বিশ্বাসে দৃঢ় থাকতে উৎসাহিত করেছিলেন।

১ তীমথিয় বইয়ের ভূমিকা

পৌল মণ্ডলীতে সাংগঠনিক প্রক্রিয়া বর্ণনা করার এবং মিথ্যা শিক্ষার বিষয়ে ও টাকাপয়সার প্রতি ভালোবাসার বিষয়ে সাবধান করার জন্য এই চিঠি লেখেন।

২ তীমথিয় বইয়ের ভূমিকা

পৌল তীমথিয়কে তার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করার জন্য উৎসাহ দেন।

তীত বইয়ের ভূমিকা

তীতের প্রতি প্রেরিত পৌলের চিঠিতে ক্রীতী মণ্ডলীর সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রাচীনদের আধ্যাত্মিক যোগ্যতা তুলে ধরা হয়েছে।

ফিলীমন বইয়ের ভূমিকা

এই সংক্ষিপ্ত অথচ জোরালো চিঠিতে নম্রতা, দয়া ও ক্ষমাশীলতা সম্বন্ধে ব্যাবহারিক শিক্ষা রয়েছে।

ইব্রীয় বইয়ের ভূমিকা

খ্রিস্টীয় উপাসনা আক্ষরিক মন্দির ও পশুবলির চেয়ে আরও উৎকৃষ্ট কিছুর উপর ভিত্তি করে স্থাপিত।

যাকোব বইয়ের ভূমিকা

যাকোব গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় নীতি শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সুস্পষ্ট শব্দচিত্র ব্যবহার করেছেন।

১ পিতর বইয়ের ভূমিকা

পিতরের প্রথম চিঠিটা আমাদের কঠোর পরিশ্রম করতে এবং সমস্ত ভাবনার ভার ঈশ্বরের উপর ফেলে দিতে উৎসাহিত করে।

২ পিতর বইয়ের ভূমিকা

পিতরের দ্বিতীয় চিঠিটা আমাদের নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবীর অপেক্ষা করার সময় বিশ্বস্ত থাকতে উৎসাহিত করে

১ যোহন বইয়ের ভূমিকা

যোহনের চিঠি আমাদের খ্রিস্টারি থেকে সাবধান থাকতে বলে এবং আমাদের কোন বিষয়কে প্রেম করা উচিত ও কোনটাকে করা উচিত নয়, তা দেখতে সাহায্য করে।

২ যোহন বইয়ের ভূমিকা

যোহনের দ্বিতীয় চিঠি আমাদের ক্রমাগত সত্যে চলার এবং প্রতারকদের থেকে সাবধান থাকার বিষয়টা স্মরণ করিয়ে দেয়।

৩ যোহন বইয়ের ভূমিকা

যোহনের তৃতীয় চিঠি একজন খ্রিস্টান হিসেবে আতিথেয়তা দেখানোর বিষয়ে অপূর্ব শিক্ষা প্রদান করে।

যিহূদা বইয়ের ভূমিকা

যিহূদা সেই লোকেদের কুটিল উপায়গুলো প্রকাশ করে দিয়েছেন, যারা খ্রিস্টীয় মণ্ডলীকে বিভ্রান্ত ও কলুষিত করার চেষ্টা করে।