আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা অক্টোবর ২০১৬
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-36 ট্র্যাক্ট অর্পণ করার এবং আমরা মারা গেলে আমাদের কী হয়, সেই সম্বন্ধে বাইবেলের একটা সত্য তুলে ধরার জন্য নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর”
হিতোপদেশ ৩ অধ্যায় আমাদের এই আশ্বাস দেয় যে, আমরা যদি যিহোবার উপর নির্ভর করি, তা হলে তিনি আমাদের পুরস্কৃত করবেন। আপনি পূর্ণহৃদয়ে যিহোবার উপর নির্ভর করেন কি না, তা কীভাবে নির্ধারণ করতে পারেন?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তোমার চিত্ত উহার পথে না যাউক”
হিতোপদেশ ৭ অধ্যায় ব্যাখ্যা করে, কীভাবে একজন যুবকের হৃদয় যিহোবার মানগুলো থেকে দূরে সরে যায় এবং এরপর তিনি পাপে পতিত হন। তার ভুলগুলো থেকে আমরা কী শিখতে পারি?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
প্রজ্ঞা সুবর্ণ অপেক্ষা উত্তম
হিতোপদেশ ১৬ অধ্যায় বলে যে, সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা অর্জন করা আরও উত্তম। ঈশ্বরের কাছ থেকে আসা প্রজ্ঞা কেন এত মূল্যবান?
খ্রিস্টীয় জীবনযাপন
কীভাবে সভাতে উত্তম মন্তব্য করা যায়?
উত্তম মন্তব্য, মন্তব্যকারী ও মণ্ডলী, উভয়ের জন্য উপকারী। উত্তম মন্তব্যের কয়েকটা বৈশিষ্ট্য কী?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
অন্যদের সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা করুন
যিহোবা ঈশ্বরের লোকেদের মধ্যে যে শান্তি রয়েছে, তা কোনো আকস্মিক বিষয় নয়। ঈশ্বরের বাক্য ব্যবহার করে আমরা জোরালো আবেগ দমন করতে এবং শান্তি বজায় রাখতে পারি।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও”
সন্তানদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য কেন শাসন করা গুরুত্বপূর্ণ? হিতোপদেশ ২২ অধ্যায়ে বাবা-মায়েদের জন্য উপকারজনক পরামর্শ রয়েছে।
খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি JW.ORG কনট্যাক্ট কার্ডগুলোর সদ্ব্যবহার করছেন?
ঈশ্বরের বাক্য ও আমাদের ওয়েবসাইটের প্রতি লোকেদের মনোযোগ আকর্ষণ করানোর জন্য প্রতিটা সুযোগে এই কনট্যাক্ট কার্ডগুলোর সদ্ব্যবহার করুন।