সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা

ঈশ্বরের রাজ্য কী? (T-36 ট্র্যাক্ট)

প্রশ্ন: আপনি কি জানেন, জগতের পরিস্থিতি যে মন্দ থেকে মন্দতর হচ্ছে, সেটার বিষয়ে শাস্ত্রে আগে থেকে ভবিষ্যদ্‌বাণী করা ছিল?

শাস্ত্রপদ: মথি ২৪:৭

অর্পণ: এই ট্র্যাক্টে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভালো হবে।

 

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

প্রশ্ন: আমরা মারা গেলে আমাদের কী হয়?

শাস্ত্রপদ: যোহন ১১:১১-১৪

সত্য: একজন ব্যক্তি যখন মারা যান, তখন তার জীবন শেষ হয়ে যায়। তাই, আমাদের পরকাল নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যিশু মৃত্যুকে ঘুমের সঙ্গে তুলনা করেছিলেন। যিশু আমাদের মৃত প্রিয়জনদের মৃত্যু থেকে ‘জাগাবেন’—ঠিক যেমনটা তিনি লাসারের ক্ষেত্রে করেছিলেন—যাতে তারা আবারও পৃথিবীতে জীবন উপভোগ করতে পারে।—ইয়োব ১৪:১৪.

 

মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র (inv)

অর্পণ: [গৃহকর্তা বাইবেল থেকে কোনো বার্তা শুনতে ইচ্ছুক কি না, তা বোঝার পর আপনি পরবর্তী কথাগুলো বলতে পারেন:] আমি আপনাকে শাস্ত্রের উপর ভিত্তি করে এক বক্তৃতা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেটার জন্য কোনো মূল্য লাগবে না। এটা স্থানীয় কিংডম হলে দেওয়া হবে। [সাপ্তাহিক ছুটির দিনের সভার সময় ও স্থান দেখিয়ে তাকে আমন্ত্রণপত্রটা দিন এবং জনসাধারণের উদ্দেশে যে-বক্তৃতা দেওয়া হবে, সেটার মূলভাব বলুন।]

প্রশ্ন: আপনি কি আগে কখনো কিংডম হলে গিয়েছেন? [যদি ঠিক বলে মনে হয়, তা হলে কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখান।]

নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন

আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন