সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ১০-১৬

হিতোপদেশ ৭-১১

অক্টোবর ১০-১৬
  • গান ৩২ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-36 ট্র্যাক্ট—সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।

  • পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-36 ট্র্যাক্ট—সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ১৭৬ অনু. ৫-৬—সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ৫২

  • তোমার সঙ্গীসাথিরা যা বলে—মোবাইল ফোন (হিতো ১০:১৯): (১৫ মিনিট) আলোচনা। শুরুতে তোমার সঙ্গীসাথিরা যা বলে—মোবাইল ফোন শিরোনামের ভিডিওটা দেখান। (video category OUR MEETINGS AND MINISTRY) এরপর jw.org ওয়েবসাইটে এই ভিডিওর সঙ্গে দেওয়া “What Should I Know About Texting?” শিরোনামের প্রবন্ধটা নিয়ে আলোচনা করুন। “Texting Tips” উপশিরোনামের নীচে দেওয়া বিষয়গুলোর উপর জোর দিন।

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৭ অনু. ১-১৪

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৪১ এবং প্রার্থনা