অক্টোবর ১০-১৬
হিতোপদেশ ৭-১১
গান ৩২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তোমার চিত্ত উহার পথে না যাউক”: (১০ মিনিট)
হিতো ৭:৬-১২—বুদ্ধিবিহীন ব্যক্তিরা নিজেদের সঙ্গে যিহোবার সম্পর্ককে নষ্ট করে (প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ২৯-৩০)
হিতো ৭:১৩-২৩—ভুল সিদ্ধান্ত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে (প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ৩০-৩১)
হিতো ৭:৪, ৫, ২৪-২৭—প্রজ্ঞা ও সুবিবেচনা আমাদের সুরক্ষা জোগাবে (প্রহরীদুর্গ ০০ ১১/১৫ ২৯, ৩১)
আধ্যাত্মিক বত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
হিতো ৯:৭-৯—পরামর্শের প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের বিষয়ে কী প্রকাশ করে? (প্রহরীদুর্গ ০১ ৫/১৫ ২৯-৩০)
হিতো ১০:২২—আমাদের দিনে কোন বিষয়গুলো যিহোবার আশীর্বাদের অন্তর্ভুক্ত? (প্রহরীদুর্গ ০৬ ৫/১৫ ২৬-৩০ অনু. ৩-১৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) হিতো ৮:২২–৯:৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) T-36 ট্র্যাক্ট—সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) T-36 ট্র্যাক্ট—সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ১৭৬ অনু. ৫-৬—সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
তোমার সঙ্গীসাথিরা যা বলে—মোবাইল ফোন (হিতো ১০:১৯): (১৫ মিনিট) আলোচনা। শুরুতে তোমার সঙ্গীসাথিরা যা বলে—মোবাইল ফোন শিরোনামের ভিডিওটা দেখান। (video category OUR MEETINGS AND MINISTRY) এরপর jw.org ওয়েবসাইটে এই ভিডিওর সঙ্গে দেওয়া “What Should I Know About Texting?” শিরোনামের প্রবন্ধটা নিয়ে আলোচনা করুন। “Texting Tips” উপশিরোনামের নীচে দেওয়া বিষয়গুলোর উপর জোর দিন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৭ অনু. ১-১৪
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪১ এবং প্রার্থনা