সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | হিতোপদেশ ৭-১১

“তোমার চিত্ত উহার পথে না যাউক”

“তোমার চিত্ত উহার পথে না যাউক”

যিহোবার মানগুলো আমাদের সুরক্ষা জোগাতে পারে। কিন্তু, আমরা যদি এই মানগুলো থেকে উপকার লাভ করতে চাই, তা হলে এগুলোকে আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখতে হবে। (হিতো ৭:৩) যিহোবার একজন দাস যখন নিজের হৃদয়কে বিপথে যেতে দেন, তখন তিনি সহজেই শয়তানের ধূর্ত ও প্রতারণাপূর্ণ ফাঁদে পতিত হওয়ার ঝুঁকির মুখে পড়েন। হিতোপদেশ ৭ অধ্যায় একজন যুবকের বিষয়ে বলে, যার হৃদয় প্রতারিত হয়েছিল। তার ভুলগুলো থেকে আমরা কী শিখতে পারি?

  • দর্শনেন্দ্রিয়

    ৭:১০

  • স্পর্শেন্দ্রিয়

    ৭:১৩

  • রসনেন্দ্রিয়

    ৭:১৪

  • ঘ্রাণেন্দ্রিয়

    ৭:১৭

  • শ্রবণেন্দ্রিয়

    ৭:২১

  • অন্যায় কাজে রত হওয়ার জন্য আমাদের প্রলোভিত করতে, শয়তান আমাদের পাঁচটা ইন্দ্রিয়কে ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে যিহোবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে

  • প্রজ্ঞা ও সুবিবেচনা আমাদেরকে ভুল কাজের মারাত্মক পরিণতি বুঝতে সাহায্য করবে ও সেইসঙ্গে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ককে নষ্ট হতে দেবে না