অক্টোবর ১৭-২৩
হিতোপদেশ ১২-১৬
গান ১১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“প্রজ্ঞা সুবর্ণ অপেক্ষা উত্তম”: (১০ মিনিট)
হিতো ১৬:১৬, ১৭—একজন বিজ্ঞ ব্যক্তি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন ও কাজে লাগান (প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ৮)
হিতো ১৬:১৮, ১৯—একজন বিজ্ঞ ব্যক্তি অহংকারী ও গর্বিত মনোভাব প্রত্যাখ্যান করেন (প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ৮-৯)
হিতো ১৬:২০-২৪—একজন বিজ্ঞ ব্যক্তি তার কথার মাধ্যমে অন্যদের সাহায্য করেন (প্রহরীদুর্গ ০৭ ৭/১৫ ৯-১০)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
হিতো ১৫:১৫—কীভাবে আমরা জীবনে আরও বেশি আনন্দ খুঁজে পেতে পারি? (সচেতন থাক! ১১/১৩ ১৬, ইংরেজি)
হিতো ১৬:৪—কোন অর্থে যিহোবা দুষ্টকে “দুর্দ্দশাদিনের নিমিত্ত” করেছেন? (প্রহরীদুর্গ ০৭ ৫/১৫ ১৮-১৯)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) হিতো ১৫:১৮–১৬:৬
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) যোহন ১১:১১-১৪—সত্য সম্বন্ধে শিক্ষা দিন। সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) আদি ৩:১-৬; রোমীয় ৫:১২—সত্য সম্বন্ধে শিক্ষা দিন। সেই ব্যক্তিকে সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) বাইবেল শিক্ষা দেয় ১৯১ অনু. ১৮-১৯—ছাত্রকে সভায় আসার জন্য আমন্ত্রণ জানান।
খ্রিস্টীয় জীবনযাপন
“কীভাবে সভাতে উত্তম মন্তব্য করা যায়”: (১৫ মিনিট) আলোচনা। যিহোবার বন্ধু হও—তোমার উত্তর প্রস্তুত করো শিরোনামের ভিডিওটা দেখান। (video category OUR MEETINGS AND MINISTRY) এরপর, নির্বাচিত কয়েক জন অল্পবয়সি ছেলে-মেয়েকে মঞ্চে আমন্ত্রণ জানান এবং তাদেরকে জিজ্ঞেস করুন: উত্তর প্রস্তুত করার চারটে ধাপ কী? আমরা যদি উত্তর দেওয়ার সুযোগ না-ও পাই, তবুও কেন আমরা খুশি হতে পারি?
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৭ অনু. ১৫-২৭, ৬৬ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৯ এবং প্রার্থনা