সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

কীভাবে সভাতে উত্তম মন্তব্য করা যায়?

কীভাবে সভাতে উত্তম মন্তব্য করা যায়?

উত্তম মন্তব্য মণ্ডলীকে গেঁথে তোলে। (রোমীয় ১৪:১৯) শুধু তা-ই নয়, যারা উত্তম মন্তব্য করে, তারা নিজেরাও উপকৃত হয়। (হিতো ১৫:২৩, ২৮) তাই, আমাদের প্রতিটা সভায় অন্ততপক্ষে একটা মন্তব্য করার চেষ্টা করা উচিত। অবশ্য, আমরা যত বার হাত তুলব, তত বার সুযোগ না-ও পেতে পারি। তাই, সবচেয়ে ভালো হবে যদি আমরা বেশ কয়েকটা মন্তব্য প্রস্তুত করি।

একটা উত্তম মন্তব্যের বৈশিষ্ট্য হল . . .

  • এটা সহজ, স্পষ্ট ও সংক্ষিপ্ত হবে, যা অধিকাংশ ক্ষেত্রেই ৩০ সেকেন্ড বা এর চেয়েও কম সময়ের মধ্যে দেওয়া যায়

  • এটা আপনার নিজের ভাষায় হবে

  • এটা আগের মন্তব্যের অযথা পুনরাবৃত্তি হবে না

আপনাকে যদি প্রথমে সুযোগ দেওয়া হয়, তা হলে . . .

  • সরাসরি ও সহজ ভাষায় প্রশ্নের উত্তর দিন

ইতিমধ্যে যদি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়, তা হলে আপনি . . .

  • উল্লেখিত শাস্ত্রপদ কীভাবে আলোচ্য বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত, তা তুলে ধরতে পারেন

  • বিষয়বস্তু কীভাবে আমাদের জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত, তা উল্লেখ করতে পারেন

  • এই তথ্য কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা ব্যাখ্যা করতে পারেন

  • মূল বিষয়কে তুলে ধরে এমন কোনো অভিজ্ঞতা সংক্ষেপে বলতে পারেন