সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | হিতোপদেশ ১২-১৬

প্রজ্ঞা সুবর্ণ অপেক্ষা উত্তম

প্রজ্ঞা সুবর্ণ অপেক্ষা উত্তম

ঈশ্বরের কাছ থেকে আসা প্রজ্ঞা কেন এত মূল্যবান? কারণ প্রজ্ঞা একজন ব্যক্তিকে মন্দ পথ থেকে উদ্ধার করে আর এভাবে তার জীবন রক্ষা করে। এটা সেই ব্যক্তির মনোভাব, কথাবার্তা ও কাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে।

প্রজ্ঞা একজন ব্যক্তিকে অহংকার থেকে রক্ষা করে

১৬:১৮, ১৯

  • একজন বিজ্ঞ ব্যক্তি স্বীকার করেন, যিহোবা হলেন সমস্ত প্রজ্ঞার উৎস

  • বিশেষভাবে সেই ব্যক্তিদের অহংকারী এবং গর্বিত না হওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, যারা বিভিন্ন সাফল্য অর্জন করে অথবা আরও বেশি দায়িত্ব লাভ করে

প্রজ্ঞা গঠনমূলক কথাবার্তা বলতে পরিচালিত করে

১৬:২১-২৪

  • একজন বিজ্ঞ ব্যক্তি অন্যদের প্রতি বিবেচনা দেখিয়ে বা বিচক্ষণতা ব্যবহার করে তাদের মধ্যে ভালো কিছু খোঁজেন এবং তাদের প্রশংসা করেন

  • বিজ্ঞ কথাবার্তায় পাণ্ডিত্য থাকে বলে তা অন্যদের উদ্দীপিত করে এবং তা শুনতে মধুর মতো মিষ্টি লাগে, সেগুলোকে রূঢ় কিংবা আঘাতদায়ক বলে মনে হয় না