অক্টোবর ৩১-নভেম্বর ৬
হিতোপদেশ ২২-২৬
গান ৪১ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও”: (১০ মিনিট)
হিতো ২২:৬; ২৩:২৪, ২৫—ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হলে সন্তানরা আরও সুখী, পরিতৃপ্ত ও দায়িত্ববান হয়ে ওঠার সর্বোত্তম সুযোগ লাভ করে (প্রহরীদুর্গ ০৮ ৪/১ ১৬; প্রহরীদুর্গ ০৭ ৬/১ ৩১)
হিতো ২২:১৫; ২৩:১৩, ১৪—পরিবারের মধ্যে ‘দণ্ড’ বলতে সমস্ত ধরনের শাসনকে বোঝায় (প্রহরীদুর্গ ৯৭ ১০/১৫ ৩২; অন্তর্দৃষ্টি-২ ৮১৮ অনু. ৪, ইংরেজি)
হিতো ২৩:২২—প্রাপ্তবয়স্ক সন্তানরা বাবা-মায়ের প্রজ্ঞা থেকে উপকার লাভ করতে পারে (প্রহরীদুর্গ ০৪ ৬/১৫ ১৪ অনু. ১-৩; প্রহরীদুর্গ ০০ ৬/১৫ ২১ অনু. ১৩)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
হিতো ২৪:১৬—এই প্রবাদের কথাগুলো কীভাবে আমাদের জীবনের ধাবনক্ষেত্রে ধৈর্য ধরতে উৎসাহিত করে? (প্রহরীদুর্গ ১৩ ৩/১৫ ৪-৫ অনু. ৫-৮)
হিতো ২৪:২৭—এই প্রবাদের অর্থ কী? (প্রহরীদুর্গ ০৯ ১০/১৫ ১২ অনু. ১)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) হিতো ২২:১-২১
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) JW.ORG কনট্যাক্ট কার্ড—রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করুন।
পুনর্সাক্ষাৎ: (৪ মিনিট বা এর চেয়ে কম) JW.ORG কনট্যাক্ট কার্ড—পুনর্সাক্ষাতের জন্য ভিত্তিস্থাপন করুন এবং শেষে কেন বাইবেল অধ্যয়ন করবেন? শিরোনামের ভিডিওটার কিছু অংশ দেখান।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) ‘ঈশ্বরের প্রেম’ ২০৪-২০৫ অনু. ১৮-১৯
খ্রিস্টীয় জীবনযাপন
“আপনি কি JW.ORG কনট্যাক্ট কার্ডগুলোর সদ্ব্যবহার করছেন?”: (১৫ মিনিট) আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনার ভিডিওটা দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। প্রকাশকদের উৎসাহিত করুন, যেন তারা সবসময় তাদের সঙ্গে কয়েকটা কনট্যাক্ট কার্ড রাখে।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৮ অনু. ১৭-২৭, ৭৫ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৪৩ এবং প্রার্থনা