সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | হিতোপদেশ ২২-২৬

“বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও”

“বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও”

হিতোপদেশ বইয়ে বাবা-মায়েদের জন্য উপকারজনক পরামর্শ রয়েছে। একটা কচি ডালকে সোজা করে বেঁধে দেওয়া যেমন সেই বাড়ন্ত গাছের আকৃতির উপর প্রভাব ফেলে, তেমনই ছোটোবেলা থেকেই সন্তানদের শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া হলে বড়ো হয়ে তারা যিহোবাকে সেবা করার জন্য আরও ইচ্ছুক হয়ে ওঠে।

২২:৬

  • সন্তানদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক সময় ও প্রচেষ্টার প্রয়োজন

  • বাবা-মায়েদের উত্তম উদাহরণস্থাপন করতে হবে ও সেইসঙ্গে তাদের সন্তানদের যত্ন সহকারে নির্দেশনা, উপদেশ, উৎসাহ ও শাসন প্রদান করতে হবে

২২:১৫

  • শাসন হল এক প্রেমময় প্রশিক্ষণ, যা মন ও হৃদয়কে সংশোধন করে

  • সন্তানদের বিভিন্ন ধরনের শাসনের প্রয়োজন আছে