অক্টোবর ৩-৯
হিতোপদেশ ১-৬
গান ৩৭ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর”: (১০ মিনিট)
[হিতোপদেশ বইয়ের ভূমিকা শিরোনামের ভিডিওটা দেখান।]
হিতো ৩:১-৪—দয়া বা একনিষ্ঠ ভালোবাসা এবং সত্যতা বা বিশ্বস্ততা দেখান (প্রহরীদুর্গ ০০ ১/১৫ ২৩-২৪)
হিতো ৩:৫-৮—যিহোবার উপর পূর্ণ নির্ভরতা গড়ে তুলুন (প্রহরীদুর্গ ০০ ১/১৫ ২৪)
আধ্যাত্মিক বত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
হিতো ১:৭—কোন অর্থে যিহোবার প্রতি ভয় “জ্ঞানের আরম্ভ”? (প্রহরীদুর্গ ০৬ ৯/১৫ ১৭ অনু. ১; অন্তর্দৃষ্টি-২ ১৮০, ইংরেজি)
হিতো ৬:১-৫—বিচার-বিবেচনা না করেই কোনো ব্যাবসায়িক চুক্তিতে স্বাক্ষর করার ফলে আমরা যদি ঝুঁকির মুখে পড়ি, তা হলে কী করা বিজ্ঞতার কাজ? (প্রহরীদুর্গ ০০ ৯/১৫ ২৫-২৬)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আমি কী শিখেছি?
এই সপ্তাহের বাইবেল পাঠের কোন বিষয়গুলো আমি ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করতে পারি?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) হিতো ৬:২০-৩৫
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
এই মাসের উপস্থাপনা তৈরি করুন: (১৫ মিনিট) আলোচনা। নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা-র প্রত্যেকটা ভিডিও দেখান এবং এরপর সেখান থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় আলোচনা করুন। সাপ্তাহিক ছুটির দিনের সভায় আসার জন্য লোকেদের আমন্ত্রণ জানাতে বিশ্বব্যাপী যে-প্রচেষ্টা করা হবে, তাতে পুরোপুরিভাবে অংশ নেওয়ার জন্য প্রকাশকদের উৎসাহিত করুন।
খ্রিস্টীয় জীবনযাপন
স্থানীয় প্রয়োজন: (৮ মিনিট)
আমাদের সভায় আসা ব্যক্তিদের প্রতি মঙ্গলভাব দেখান (হিতো ৩:২৭): (৭ মিনিট) আলোচনা। কিংডম হলে কী হয়? শিরোনামের ভিডিওটা দেখান। (video category OUR MEETINGS AND MINISTRY) এরপর জিজ্ঞেস করুন, কীভাবে আমরা কিংডম হলের মধ্যে প্রেমময় পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখতে পারি আর তা কেবল অক্টোবর মাসেই নয় বরং সবসময়।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) অনুকরণ করুন অধ্যায় ৬ অনু. ১৫-২৩, ৫৭ পৃষ্ঠায় দেওয়া বাক্স, ৫৮ পৃষ্ঠায় দেওয়া পুনরালোচনার বাক্স
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৬ এবং প্রার্থনা