সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ১-৭

যোহন ৯-১০

অক্টোবর ১-৭
  • গান ১৪৭ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিশু তাঁর মেষদের যত্ন নেন”: (১০ মিনিট)

    • যোহন ১০:১-৩, ১১, ১৪—“উত্তম মেষপালক” যিশু তাঁর মেষদের ব্যক্তিগতভাবে জানেন ও ভালোভাবে তাদের চাহিদার যত্ন নেন (“মেষের খোঁয়াড়” মিডিয়া—যোহন ১০:১, nwtsty; প্রহরীদুর্গ ১১ ৫/১৫ ৭-৮ অনু. ৫)

    • যোহন ১০:৪, ৫—মেষেরা অপরিচিত লোকের রব নয় বরং যিশুর রব চেনে (আমার পশ্চাদ্গামী হও” ১২৪-১২৫ অনু. ১৭, ইংরেজি)

    • যোহন ১০:১৬—যিশুর মেষেরা একতা উপভোগ করে (“আনতে” স্টাডি নোট—যোহন ১০:১৬, nwtsty)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যোহন ৯:৩৮—যে-ভিখারি আগে অন্ধ ছিল, সে কোন অর্থে যিশুকে প্রণাম করেছিল? (“তাঁকে প্রণাম করল” স্টাডি নোট—যোহন ৯:৩৮, nwtsty)

    • যোহন ১০:২২—প্রতিষ্ঠা বা উৎসর্গীকরণ পর্ব কী ছিল? (“উৎসর্গীকরণ পর্ব” স্টাডি নোট—যোহন ১০:২২, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যোহন ৯:১-১৭

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন