যিশু তাঁর মেষদের যত্ন নেন
একজন মেষপালক ও তার মেষদের মধ্যে যে-সম্পর্ক রয়েছে, সেটার ভিত্তি হল পরস্পরকে জানা ও পরস্পরের উপর নির্ভর করা। উত্তম মেষপালক যিশু তাঁর মেষদের ব্যক্তিগতভাবে জানেন অর্থাৎ তাদের চাহিদা, তাদের দুর্বলতা ও তাদের সবল দিক সম্বন্ধে জানেন। মেষেরা তাদের মেষপালককে চেনে ও তাঁর পরিচালনার উপর নির্ভর করে।
কীভাবে উত্তম মেষপালক যিশু . . .
-
তাঁর মেষদের একত্রিত করেন?
-
তাঁর মেষদের নির্দেশনা দেন?
-
তাঁর মেষদের সুরক্ষা করেন?
-
তাঁর মেষদের খাবার জুগিয়ে দেন?