সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ২২-২৮

যোহন ১৫-১৭

অক্টোবর ২২-২৮
  • গান ৫১ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • তোমরা ত জগতের নহ”: (১০ মিনিট)

    • যোহন ১৫:১৯—যিশুর অনুসারীরা ‘জগতের নহে’ বা জগতের অংশ নয় (“জগৎ” স্টাডি নোট—যোহন ১৫:১৯, nwtsty)

    • যোহন ১৫:২১—যিশুর অনুসারীরা তাঁর নামের জন্য ঘৃণিত হয় (“আমার নামের জন্য” স্টাডি নোট—যোহন ১৫:২১, nwtsty)

    • যোহন ১৬:৩৩—যিশুকে অনুকরণ করে তাঁর অনুসারীরা জগৎকে জয় করতে পারে (অন্তর্দৃষ্টি-১ ৫১৬, ইংরেজি)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যোহন ১৭:২১-২৩—কোন অর্থে যিশুর অনুসারীরা “এক” হবে? (“এক” স্টাডি নোট—যোহন ১৭:২১, nwtsty; পুরোপুরিভাবে এক হয়” স্টাডি নোট—যোহন ১৭:২৩, nwtsty)

    • যোহন ১৭:২৪—“জগৎ পত্তনের” বা শুরুর অর্থ কী? (“জগৎ শুরুর” স্টাডি নোট—যোহন ১৭:২৪, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যোহন ১৭:১-১৪

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।

  • তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) নিজে শাস্ত্রপদ বাছাই করুন এবং বাইবেল অধ্যয়ন শুরু করা যায় এমন কোনো প্রকাশনা অর্পণ করুন।

  • বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার (fg) ব্রোশারের পাঠ ১৪ অনু. ৩-৪

খ্রিস্টীয় জীবনযাপন