অক্টোবর ২৯–নভেম্বর ৪
যোহন ১৮-১৯
গান ৩২ এবং প্রার্থনা
সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“যিশু সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন”: (১০ মিনিট)
যোহন ১৮:৩৬—সত্য মশীহ রাজ্যের উপর কেন্দ্রীভূত
যোহন ১৮:৩৭—যিশু ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন (“সাক্ষ্য দিই,” “সত্য” স্টাডি নোট—যোহন ১৮:৩৭, nwtsty)
যোহন ১৮:৩৮ক—পীলাত স্পষ্টতই সাধারণ সত্যের অস্তিত্ব সম্বন্ধে উপহাস করেছিলেন (“সত্য কী?” স্টাডি নোট—যোহন ১৮:৩৮ক, nwtsty)
আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)
যোহন ১৯:৩০—যিশু “আত্মা সমর্পণ করিলেন [“প্রাণত্যাগ করলেন,” NW],” এই কথার অর্থ কী? (“তিনি প্রাণত্যাগ করলেন” স্টাডি নোট—যোহন ১৯:৩০, nwtsty)
যোহন ১৯:৩১—কোন বিষয়টা ইঙ্গিত দেয় যে, যিশু ৩৩ খ্রিস্টাব্দের ১৪ নিশান মারা গিয়েছিলেন? (“সেই বিশ্রামবার ছিল মহাবিশ্রামবার” স্টাডি নোট—যোহন ১৯:৩১, nwtsty)
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?
এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?
বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যোহন ১৮:১-১৪
ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন
দ্বিতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা দিয়ে শুরু করুন। এরপর গৃহকর্তাকে jw.org ওয়েবসাইট দেখান।
তৃতীয় পুনর্সাক্ষাৎ: (৩ মিনিট বা এর চেয়ে কম) শাস্ত্রপদ ও পরের সাক্ষাতের জন্য প্রশ্ন নিজে বাছাই করুন।
বাইবেল অধ্যয়ন: (৬ মিনিট বা এর চেয়ে কম) সুসমাচার (fg) ব্রোশারের পাঠ ১৪ অনু. ৬-৭
খ্রিস্টীয় জীবনযাপন
গান ২
“প্রেম সত্য খ্রিস্টানদের শনাক্ত করে—সত্যের সঙ্গে আনন্দ করুন”: (১৫ মিনিট) আলোচনা। “আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ”—অধার্মিকতায় নয় বরং সত্যের সঙ্গে আনন্দ করুন শিরোনামের ভিডিওটা দেখান। সময় থাকলে, “ধ্যানের জন্য বাইবেলের উদাহরণ” শিরোনামের বাক্সটা বিবেচনা করুন।
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন অধ্যায় ২৫ অনু. ১-৮
সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)
গান ৬ এবং প্রার্থনা