সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ৮-১৪

যোহন ১১-১২

অক্টোবর ৮-১৪
  • গান ১৪ এবং প্রার্থনা

  • সভাপতির মন্তব্য (৩ মিনিট বা এর চেয়ে কম)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • যিশুর সমবেদনা অনুকরণ করুন”: (১০ মিনিট)

    • যোহন ১১:২৩-২৬—যিশু মার্থাকে সান্ত্বনার বাক্য বলেছিলেন (“আমি জানি ... সে উঠবে” স্টাডি নোট—যোহন ১১:২৪, nwtsty; আমিই পুনরুত্থান ও জীবন” স্টাডি নোট—যোহন ১১:২৫, nwtsty)

    • যোহন ১১:৩৩-৩৫—মরিয়ম ও অন্যদের কাঁদতে দেখে যিশু গভীর আবেগ অনুভব করেছিলেন (“কাঁদছেন,” “গভীরভাবে শোকাহত হলেন এবং ব্যাকুল হয়ে উঠলেন” স্টাডি নোট—যোহন ১১:৩৩, nwtsty; কাঁদলেন” স্টাডি নোট—যোহন ১১:৩৫, nwtsty)

    • যোহন ১১:৪৩, ৪৪—সাহায্যের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করার জন্য যিশু পদক্ষেপ নিয়েছিলেন

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (৮ মিনিট)

    • যোহন ১১:৪৯—কারা কায়াফাকে মহাযাজক হিসেবে নিযুক্ত করেছিল আর তিনি কত সময় ধরে সেই পদে ছিলেন? (“মহাযাজক” স্টাডি নোট—যোহন ১১:৪৯, nwtsty)

    • যোহন ১২:৪২—কেন কোনো কোনো যিহুদি ব্যক্তি যিশুকে খ্রিস্ট হিসেবে স্বীকার করতে ভয় পেয়েছিল? (“শাসকদের,” “সমাজগৃহ থেকে বের করে দেওয়া হয়” স্টাডি নোট—যোহন ১২:৪২, nwtsty)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে আপনি কী শিখেছেন?

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে আপনি আর কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যোহন ১২:৩৫-৫০

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

  • প্রথম সাক্ষাৎ: (২ মিনিট বা এর চেয়ে কম) কথোপকথনের নমুনা ব্যবহার করুন।

  • প্রথম পুনর্সাক্ষাতের ভিডিও: (৫ মিনিট) ভিডিওটা দেখান ও আলোচনা করুন।

  • বক্তৃতা: (৬ মিনিট বা এর চেয়ে কম) প্রহরীদুর্গ ১৩ ৯/১৫ ৩২—মূলভাব: লাসারকে পুনরুত্থিত করার আগে যিশু কেন কেঁদেছিলেন?

খ্রিস্টীয় জীবনযাপন

  • গান ১

  • যিশুই “পুনরুত্থান ও জীবন” (যোহন ১১:২৫): (১৫ মিনিট) আলোচনা। ‘ঈশ্বর যীশুকেই প্রভু ও খ্রীষ্ট করিয়াছেন’ভাগ ২, অংশ-বিশেষ  শিরোনামের ভিডিওটা দেখান। এরপর শ্রোতাদের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন: এই বিবরণ যিশুর সমবেদনা সম্বন্ধে আমাদের কী শিক্ষা দেয়? কোন অর্থে যিশুই হলেন “পুনরুত্থান ও জীবন”? ভবিষ্যতে যিশু কোন কোন অলৌকিক কাজ করবেন?

  • মণ্ডলীর বাইবেল অধ্যয়ন: (৩০ মিনিট) যিহোবার নিকটবর্তী হোন  অধ্যায় ২৪ অনু. ১-১০

  • সভার বিষয়বস্তু পুনরালোচনা করুন এবং পরের সপ্তাহের বিষয়বস্তু সংক্ষেপে বলুন (৩ মিনিট)

  • গান ৩৮ এবং প্রার্থনা