খ্রিস্টীয় জীবনযাপন
অল্পবয়সিরা—যিহোবা কি তোমাদের সবচেয়ে প্রিয় বন্ধু?
তুমি কার সঙ্গে বন্ধুত্ব করতে পছন্দ করবে? হতে পারে যে-ব্যক্তি তোমার প্রতি সবসময় অনুগত থাকবে, দয়াশীল হবে ও উদার মনোভাব দেখাবে। যিহোবার মধ্যে এই সমস্ত গুণাবলি রয়েছে। (যাত্রা ৩৪:৬; প্রেরিত ১৪:১৭) তুমি যখনই তাঁর কাছে প্রার্থনা করবে, তখনই তিনি তা শুনবেন। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে, তখন তিনি তোমার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। (গীত ১৮:১৯, ৩৫) যদি তুমি কোনো ভুল করে ফেলো, তা হলে তিনি সেটা ক্ষমা করে দেবেন। (১যোহন ১:৯) সত্যিই, যিহোবা হলেন একজন উত্তম বন্ধু!
যিহোবার বন্ধু হওয়ার জন্য তুমি কী করতে পার? বাইবেল পড়ার মাধ্যমে তাঁর সম্বন্ধে জানো। তোমার মনের সমস্ত কথা তাঁর কাছে খুলে বলো। (গীত ৬২:৮; ১৪২:২) যিহোবার কাছে তাঁর পুত্র, তাঁর রাজ্য ও ভবিষ্যতের বিষয়ে তাঁর প্রতিজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ। তুমিও এগুলোকে মূল্যবান হিসেবে দেখো। যিহোবা সম্বন্ধে অন্যদের জানাও। (দ্বিতীয় ৩২:৩) তুমি যদি যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলো, তা হলে তিনি চিরকাল তোমার বন্ধু থাকবেন।—গীত ৭৩:২৫, ২৬, ২৮.
তরুণ-তরুণীরা—“আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়” শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
কীভাবে তুমি উৎসর্গীকরণ ও বাপ্তিস্মের জন্য প্রস্তুতি নিতে পার?
-
কীভাবে মণ্ডলীর অন্যান্য ভাই-বোন যিহোবার সেবা করার জন্য তোমাকে সাহায্য করতে পারে?
-
কীভাবে প্রচারে অংশ নেওয়া যিহোবার সঙ্গে তোমার সম্পর্ককে শক্তিশালী করতে পারে?
-
তুমি কোন কোন উপায়ে যিহোবার সেবা করতে পার?
-
যিহোবার কোন বিষয়টা তোমার ভালো লাগে?