সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অক্টোবর ২৬–নভেম্বর ১

যাত্রাপুস্তক ৩৭-৩৮

অক্টোবর ২৬–নভেম্বর ১
  • গান ১৩ এবং প্রার্থনা

  • সভাপতির শুরুর মন্তব্য (১ মিনিট)

ঈশ্বরের বাক্যের গুপ্তধন

  • আবাসে বেদির ভূমিকা”: (১০ মিনিট)

    • যাত্রা ৩৭:২৫—ধূপ বেদি পবিত্র স্থানে ছিল (প্রহরীদুর্গ ০৩ ২/১৫ ২৮ অনু. ৫)

    • যাত্রা ৩৭:২৯—পবিত্র ধূপ বিভিন্ন উপকরণের এক উত্তম মিশ্রণ দিয়ে তৈরি করা হত (অন্তর্দৃষ্টি-১ ১১৯৫, ইংরেজি)

    • যাত্রা ৩৮:১—হোমবেদি প্রাঙ্গণে ছিল (অন্তর্দৃষ্টি-১ ৮২ অনু. ১, ইংরেজি)

  • আধ্যাত্মিক রত্ন খুঁজে বের করুন: (১০ মিনিট)

    • যাত্রা ৩৭:১, ১০, ২৫—কেন শিটীম কাঠ দিয়ে আবাস তৈরি করা হয়েছিল? (অন্তর্দৃষ্টি-১ ৩৬, ইংরেজি)

    • যাত্রা ৩৮:৮—প্রাচীন কালের দর্পণ বা আয়না এবং এখনকার আয়নার মধ্যে কোন পার্থক্য রয়েছে? (প্রহরীদুর্গ ১৫ ৪/১ ১৫ অনু. ৪, ইংরেজি)

    • এই সপ্তাহের বাইবেল পাঠ থেকে যিহোবা সম্বন্ধে, ক্ষেত্রের পরিচর্যা সম্বন্ধে কিংবা অন্য কোনো বিষয়ে আপনি কোন আধ্যাত্মিক রত্ন খুঁজে পেয়েছেন?

  • বাইবেল পাঠ: (৪ মিনিট বা এর চেয়ে কম) যাত্রা ৩৭:১-২৪ (শিক্ষা দেওয়া পাঠ ৫)

ক্ষেত্রের পরিচর্যায় ব্যবহার করার প্রচেষ্টা করুন

খ্রিস্টীয় জীবনযাপন