সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যাত্রাপুস্তক ৩১-৩২

প্রতিমাপূজা থেকে পালিয়ে যাও

প্রতিমাপূজা থেকে পালিয়ে যাও

৩২:১, ৪-৬, ৯, ১০

ইস্রায়েলীয়রা সোনার বাছুরের উপাসনা করতে শুরু করে কারণ তারা মিশরীয়দের খুবই বড়োসড়ো আকারে প্রতিমাপূজা করতে দেখেছিল। আজকেও লোকেরা বিভিন্ন উপায়ে প্রতিমাপূজা করে থাকে। আমরা হয়তো প্রতিমাপূজা করি না কিন্তু আমরা যদি কোনো কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়ি, তা হলে যিহোবার উপাসনার জন্য আমাদের কাছে সময় নাও থাকতে পারে। আর এমনটা করা প্রতিমাপূজা স্বরূপ হতে পারে কারণ আমরা মনপ্রাণ দিয়ে যিহোবার উপাসনা করছি না। শুধু তা-ই নয়, আমরা যদি আমাদের নিজেদের মনে স্বার্থপর আকাঙ্ক্ষা গড়ে তুলি, তা হলে সেটাও প্রতিমাপূজা স্বরূপ হতে পারে।

দৈনন্দিন জীবনে এমন কোন কাজগুলো রয়েছে, যেগুলো যিহোবার উপাসনা করার ক্ষেত্রে আমার মনোযোগ বিক্ষিপ্ত করতে পারে? যিহোবার উপাসনাকে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার জন্য আমি কী করতে পারি?