খ্রিস্টীয় জীবনযাপন
যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে মূল্যবান হিসেবে দেখুন
যিহোবার সাক্ষিদের কাছে একটা বিশেষ সুযোগ রয়েছে আর সেটা হল, যিহোবার সঙ্গে আমাদের এক ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক। উৎসর্গীকৃত ও বাপ্তাইজিত খ্রিস্টান হিসেবে আমরা এই সম্পর্ককে ক্রমাগত আরও শক্তিশালী করতে পারি। যিহোবা তাঁর পুত্রের মাধ্যমে আমাদের তাঁর কাছে আকর্ষণ করেছেন। (যোহন ৬:৪৪) আমরা যিহোবার কাছে প্রার্থনা করতে পারি আর তিনি আমাদের প্রার্থনা শোনেন।—গীত ৩৪:১৫.
কীভাবে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের মূল্যবান সম্পর্ককে রক্ষা করতে পারি? একটা উপায় হল, আমাদের অবশ্যই ইস্রায়েলীয়দের মতো পাপপূর্ণ কাজ করা এড়িয়ে চলতে হবে। যিহোবার সঙ্গে চুক্তি করার কিছু সময় পর, তারা সোনার একটা বাছুর তৈরি করে আর সেটার উপাসনা করতে শুরু করে। (যাত্রা ৩২:৭, ৮; ১করি ১০:৭, ১১, ১৪) নিজেকে জিজ্ঞেস করুন: ‘আমি যখন কোনো মন্দ কাজ করার জন্য প্রলোভিত হই, তখন আমি কী করি? আমার সিদ্ধান্ত কি দেখায় যে, যিহোবার সঙ্গে আমার সম্পর্ককে আমি মূল্যবান হিসেবে দেখি?’ আমরা যদি আমাদের স্বর্গীয় পিতাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি, তা হলে আমরা এমন কোনো কাজ করব না, যেগুলো তিনি ঘৃণা করেন।—গীত ৯৭:১০.
যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে রক্ষা করুন (কল ৩:৫) শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
-
লোভ কী?
-
কেন আমাদের লোভ ও প্রতিমাপূজা করাকে প্রত্যাখ্যান করা উচিত?
-
ব্যভিচার ও প্রতিমাপূজার মধ্যে কী সম্পর্ক রয়েছে?
-
যারা যিহোবার সংগঠনে বিভিন্ন দায়িত্ব পালন করে, বিশেষভাবে তাদের কেন নিজেদের সাথির প্রয়োজনীয় বিষয়গুলোর যত্ন নেওয়া উচিত?