আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা--সভার জন্য অধ্যয়ন পুস্তিকা আগস্ট ২০১৬
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
T-35 ট্র্যাক্ট এবং ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন ব্রোশার অর্পণ করার ধারণা। নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করার জন্য এই উদাহরণগুলো ব্যবহার করুন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
পরাৎপরের অন্তরালে থাকুন
যিহোবার ‘অন্তরাল’ কী আর এখানে থাকার ফলে কীভাবে সুরক্ষা লাভ করা যায়? (গীতসংহিতা ৯১)
খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো —বাইবেল ছাত্রদের নিজেদের উৎসর্গ করার ও বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করে
এই আধ্যাত্মিক লক্ষ্যগুলো কেন এত গুরুত্বপূর্ণ? সেগুলোতে পৌঁছাতে তাদের সাহায্য করার জন্য আপনি কী করতে পারেন?
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
বৃদ্ধ বয়সে যিহোবার সেবায় ফল উৎপন্ন করা
গীতসংহিতার ৯২ গীতের পদগুলো দেখায় যে, ধার্মিক ব্যক্তিরা যিহোবার সেবায় উৎফুল্ল হতে ও ফল উৎপন্ন করতে পারে।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
আমরা যে ধূলিমাত্র, এটা যিহোবা স্মরণে রাখেন
গীতসংহিতার ১০৩ গীতে দায়ূদ যিহোবার করুণার মহত্ত্ব তুলে ধরার জন্য বিভিন্ন বাক্যালংকার ব্যবহার করেন।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
“সদাপ্রভুর ধন্যবাদ কর”
গীতসংহিতার ১০৬ গীত আপনাকে যিহোবার প্রতি এক কৃতজ্ঞ হৃদয় গড়ে তুলতে এবং তা বজায় রাখতে সাহায্য করবে।
ঈশ্বরের বাক্যের গুপ্তধন
‘আমি সদাপ্রভুকে কী ফিরাইয়া দিব?’
কীভাবে গীতরচক যিহোবার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন? (গীতসংহিতা ১১৬)
খ্রিস্টীয় জীবনযাপন
সত্য সম্বন্ধে শিক্ষা দিন
এই নতুন উপস্থাপনা ব্যবহার করে লোকেদের কাছে বাইবেলের একটা মৌলিক শিক্ষা তুলে ধরুন।