নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? (T-35 ট্র্যাক্ট, প্রচ্ছদ)
প্রশ্ন: গৃহকর্তাকে মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? ট্র্যাক্টের একটা কপি দিন। “আজ আমরা সবাইকে এই ট্র্যাক্টটা দিচ্ছি। এখানে এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা অনেকেই জিজ্ঞেস করে থাকে। এই ট্র্যাক্টটা আপনার জন্য।” ট্র্যাক্টের শিরোনামের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে গৃহকর্তাকে জিজ্ঞেস করুন: “এটা একটা ভালো প্রশ্ন, তাই না? আপনার উত্তর কী? হ্যাঁ? না? হয়তো?”
অর্পণ: পবিত্র শাস্ত্রের উপর ভিত্তি করে লেখা এই ট্র্যাক্ট পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন, পবিত্র শাস্ত্র এই সম্বন্ধে কী বলে।
শাস্ত্রপদ: ১করি ১৫:২৬
মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? (T-35 ট্র্যাক্ট, পৃষ্ঠা ২)
প্রশ্ন: আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মৃত্যুতে আমাদের প্রিয়জনদের হারিয়েছি। আপনার কী মনে হয়, আমরা কি আবারও তাদের দেখতে পাব?
শাস্ত্রপদ: প্রেরিত ২৪:১৫
অর্পণ: এই পদের কথাগুলো আপনার জন্য কোন অর্থ রাখতে পারে, তা এই ট্র্যাক্টে ব্যাখ্যা করা হয়েছে।
ঈশ্বরের কথা শুনুন এবং চিরকাল বেঁচে থাকুন
প্রশ্ন: লোকেরা যখন বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়, তখন তারা প্রায়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। আপনার কী মনে হয়, ঈশ্বর কি আমাদের প্রার্থনা শোনেন ও সেগুলোর উত্তর দেন?
শাস্ত্রপদ: ১পিতর ৩:১২
অর্পণ: এই ব্রোশারে ঈশ্বর সম্বন্ধে এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো আমরা বাইবেল থেকে শিখতে পারি। [পৃষ্ঠা ২৪ ও ২৫ তুলে ধরুন।]
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন