সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১০২-১০৫

আমরা যে ধূলিমাত্র, এটা যিহোবা স্মরণে রাখেন

আমরা যে ধূলিমাত্র, এটা যিহোবা স্মরণে রাখেন

দায়ূদ যিহোবার করুণার বিষয়টা তুলে ধরার জন্য বিভিন্ন বাক্যালংকার ব্যবহার করেন।

  • ১০৩:১১

    আমরা যেমন আকাশমণ্ডল ও পৃথিবীর দূরত্ব পুরোপুরিভাবে বুঝতে পারি না, তেমনই আমরা যিহোবার দয়া এবং অনুগত প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারি না

  • ১০৩:১২

    পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেমন দূরবর্তী, যিহোবা আমাদের পাপগুলোকে তেমনই দূরে সরিয়ে দেন

  • ১০৩:১৩

    ছেলে আঘাত পেলে একজন বাবা যেমন সমবেদনা দেখান, তেমনই যিহোবা সেই অনুতপ্ত ব্যক্তিদের প্রতি করুণা দেখান, যারা নিজেদের পাপের কারণে তীব্র যন্ত্রণা ভোগ করে