সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ৮৭-৯১

পরাৎপরের অন্তরালে থাকুন

পরাৎপরের অন্তরালে থাকুন

যিহোবার “অন্তরালে” থাকার ফলে আমরা ঈশ্বরের কাছ থেকে সুরক্ষা লাভ করি

৯১:১, ২, ৯-১৪

  • যিহোবার অন্তরালে থাকার জন্য এখন আমাদের নিজেদের উৎসর্গ করার ও বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন রয়েছে

  • যারা ঈশ্বরের উপর নির্ভর করে না, তারা এই অন্তরাল সম্বন্ধে জানে না

  • যারা যিহোবার অন্তরালে রয়েছে, তারা কোনো ব্যক্তি বা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না, যার ফলে কিনা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস ও প্রেম ঝুঁকির মুখে পড়তে পারে

‘ব্যাধ’ আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে

৯১:৩

  • পাখিরা সাধারণত খুবই সতর্ক হয়ে থাকে, তাই তাদের ফাঁদে ফেলা কঠিন

  • পাখি শিকারিরা পাখিদের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এবং তাদেরকে ফাঁদে ফেলার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করে

  • শয়তানকে একজন “ব্যাধের” বা পাখি শিকারির সঙ্গে তুলনা করা হয়েছে, যে যিহোবার লোকেদের পর্যবেক্ষণ করে এবং ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ফাঁদ পাতে

শয়তান যে-চারটে বিপদজনক ফাঁদ ব্যবহার করে:

  • লোকভয়

  • বস্তুবাদিতা

  • ক্ষতিকর আমোদপ্রমোদ

  • ব্যক্তিগত মতবিরোধ