সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—বাইবেল ছাত্রদের নিজেদের উৎসর্গ করার ও বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করে

পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—বাইবেল ছাত্রদের নিজেদের উৎসর্গ করার ও বাপ্তিস্ম নেওয়ার জন্য উন্নতি করতে সাহায্য করে

যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: যিহোবার অনুমোদন লাভ করার জন্য বাইবেল ছাত্রদের অবশ্যই ঈশ্বরের কাছে তাদের জীবন উৎসর্গ করতে ও বাপ্তিস্ম নিতে হবে। (১পিতর ৩:২১) যারা তাদের উৎসর্গীকরণ অনুযায়ী জীবনযাপন করে, তারা ঈশ্বরের কাছ থেকে সুরক্ষা লাভ করে। (গীত ৯১:১, ২) একজন খ্রিস্টান যিহোবার কাছে নিজেকে উৎসর্গ করেন—কোনো মানুষ, কোনো কাজ বা কোনো সংগঠনের কাছে নয়। তাই, ছাত্রদের ঈশ্বরের প্রতি প্রেম ও উপলব্ধি গড়ে তুলতে হবে।—রোমীয় ১৪:৭, ৮.

যেভাবে এটা করা যায়:

  • অধ্যয়নের সময় আলোচনা করুন যে, অধ্যয়নের বিষয়বস্তু যিহোবা সম্বন্ধে কী প্রকাশ করে। প্রতিদিন বাইবেল পড়ার ও যিহোবার কাছে “অবিরত” প্রার্থনা করার গুরুত্ব তুলে ধরুন।—১থিষল ৫:১৭; যাকোব ৪:৮

  • আপনার বাইবেল ছাত্রকে উৎসাহিত করুন, যেন তিনি উৎসর্গীকরণ ও বাপ্তিস্মকে আধ্যাত্মিক লক্ষ্য করে তোলেন। এই লক্ষ্যগুলোতে পৌঁছানোর আগে ছাত্রকে ছোটো ছোটো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন, যেমন সভাগুলোতে মন্তব্য করা কিংবা প্রতিবেশী ও সহকর্মীদের কাছে সাক্ষ্য দেওয়া। মনে রাখবেন, তাঁকে সেবা করার জন্য যিহোবা কাউকে জোর করেন না। উৎসর্গীকরণ হল এক ব্যক্তিগত সিদ্ধান্ত।—দ্বিতীয় ৩০:১৯, ২০

  • আপনার ছাত্রকে প্রয়োজনীয় পরিবর্তনগুলো করার জন্য উৎসাহিত করুন, যেন তিনি যিহোবাকে খুশি করতে ও বাপ্তিস্মের জন্য যোগ্য হয়ে উঠতে পারেন। (হিতো ২৭:১১) কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ও অভ্যাস ত্যাগ করা কঠিন হতে পারে। তাই, বাইবেল ছাত্রকে হয়তো ক্রমাগত সাহায্য করতে হবে, যাতে তিনি পুরোনো মনুষ্য বা ব্যক্তিত্ব পরিত্যাগ করে নতুন ব্যক্তিত্ব পরিধান করতে পারেন। (ইফি ৪:২২-২৪) প্রহরীদুর্গ পত্রিকায় “বাইবেল জীবনকে পরিবর্তন করে” শিরোনামের যে-ধারাবাহিক প্রবন্ধগুলো রয়েছে, সেগুলো নিয়ে তার সঙ্গে কথা বলুন

  • যিহোবাকে সেবা করার ফলে আপনি যে-আনন্দ লাভ করেছেন, সেই সম্বন্ধে তাকে বলুন।—যিশা ৪৮:১৭, ১৮