সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টীয় জীবনযাপন

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

সত্য সম্বন্ধে শিক্ষা দিন

সেপ্টেম্বর মাস থেকে জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-য় নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনায় একটা নতুন বিষয় যুক্ত করা হবে, যেটার শিরোনাম হল, “সত্য সম্বন্ধে শিক্ষা দিন।” আমাদের উদ্দেশ্য হবে, একটা প্রশ্ন ও একটা শাস্ত্রপদ ব্যবহার করে বাইবেলের একটা মৌলিক শিক্ষা তুলে ধরা।

গৃহকর্তা যদি আগ্রহ দেখান, তা হলে আমরা একটা প্রকাশনা দেওয়ার অথবা jw.org ওয়েবসাইট থেকে একটা ভিডিও দেখানোর মাধ্যমে পরের সাক্ষাতের জন্য গৃহকর্তার আগ্রহ বাড়াতে পারি। পূর্বের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের কয়েক দিনের মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। বাইবেল আমাদের কী শিক্ষা দেয়? (বাংলায় নেই) বইয়ের প্রতিটা অধ্যায়ের শেষে সারাংশ শিরোনামের যে-বাক্স রয়েছে, সেটার উপর ভিত্তি করে এই নতুন উপস্থাপনাগুলো তৈরি করা হবে। এই বইটা হল বাইবেল শিক্ষা দেয় বইয়ের সহজ সংস্করণ। বাইবেল শিক্ষা দেয় বইয়ে অতিরিক্ত বিষয়বস্তু এবং শাস্ত্রপদ রয়েছে, যেগুলো আমাদের শুধুমাত্র বাইবেল ব্যবহার করে পুনর্সাক্ষাৎ করতে অথবা অধ্যয়ন পরিচালনা করতে সাহায্য করবে।

জীবনে যাওয়ার মাত্র একটা পথই রয়েছে। (মথি ৭:১৩, ১৪) যেহেতু আমরা বিভিন্ন ধর্মের ও পটভূমির লোকেদের সঙ্গে কথা বলি, তাই বাইবেলের সত্যগুলোকে আমাদের এমনভাবে তুলে ধরতে হবে, যাতে সেগুলো তাদের প্রত্যেকের কাছে আগ্রহজনক বলে মনে হয়। (১তীম ২:৪) বাইবেলের বিভিন্ন বিষয়বস্তুর সঙ্গে আমরা যত বেশি পরিচিত হয়ে উঠব এবং ‘সত্যের বাক্য যথার্থরূপে ব্যবহার করিবার’ ক্ষেত্রে আমাদের দক্ষতাকে বৃদ্ধি করব, আমাদের আনন্দ ততই বৃদ্ধি পাবে। আর সেইসঙ্গে অন্যদের সত্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা সফল হতে পারব।—২তীম ২:১৫.