দশ মুদ্রার দৃষ্টান্ত থেকে শিখুন
এই নীতিগল্পের বিভিন্ন বৈশিষ্ট্য কোন বিষয়গুলোকে চিত্রিত করে?
-
১. প্রভু, যিশুকে চিত্রিত করে
-
২. দাসেরা, যিশুর অভিষিক্ত শিষ্যদের চিত্রিত করে
-
৩. মুদ্রা, যা প্রভু আস্থা সহকারে দাসদের দিয়েছিলেন, তা শিষ্য তৈরি করার বিশেষ সুযোগকে চিত্রিত করে
খ্রিস্টের অভিষিক্ত শিষ্যরা যদি একজন দুষ্ট দাসের মতো বৈশিষ্ট্য গড়ে তোলেন, তা হলে কী ঘটতে পারে, সেই বিষয়ে এই নীতিগল্প সাবধান করে। যিশু চান যেন তাঁর শিষ্যরা আরও শিষ্য তৈরি করার জন্য তাদের সময়, শক্তি ও বস্তুগত বিষয় পূর্ণরূপে ব্যবহার করে।
কীভাবে আমি শিষ্য তৈরি করার কাজে বিশ্বস্ত অভিষিক্ত খ্রিস্টানদের অনুকরণ করতে পারি?