খ্রিস্টীয় জীবনযাপন
পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—JW.ORG ওয়েবসাইট ব্যবহার করে
যে-কারণে এটা গুরুত্বপূর্ণ: আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স-এর প্রতিটা প্রকাশনা jw.org ওয়েবসাইটের প্রতি মনোযোগ আকর্ষণ করে। আসলে, কনট্যাক্ট কার্ড ও কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি? শিরোনামের ট্র্যাক্টের মূল উদ্দেশ্য হল, আমাদের ওয়েবসাইট দেখার জন্য লোকেদের পরিচালিত করা। আপনি jw.org ওয়েবসাইট ব্যবহার করে আমাদের শিক্ষাদানের হাতিয়ার বাক্স থেকে কারো কাছে কোনো প্রকাশনা ই-মেলের মাধ্যমে অথবা লিংক শেয়ার করার মাধ্যমে অর্পণ করতে পারেন। এটা বিশেষভাবে সেই সময়ে সাহায্যকারী, যখন অন্য ভাষায় কথা বলেন এমন কোনো ব্যক্তির কাছে সাক্ষ্য দেওয়া হয়। এ ছাড়া, লোকেরা এমন প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেটার উত্তর হয়তো আমাদের হাতিয়ার বাক্স-এর প্রকাশনার মধ্যে নেই। আমরা যদি ওয়েবসাইট ব্যবহার করা শিখতে পারি, তা হলে আমরা পরিচর্যায় আরও দক্ষ হয়ে উঠতে পারব।
যেভাবে এটা করা যায়:
-
“BIBLE TEACHINGS” ট্যাব ব্যবহার করুন। ধরুন, আপনি একজন বাবা অথবা মায়ের কাছে সাক্ষ্য দিচ্ছেন, যিনি সন্তান মানুষ করার ব্যাপারে আরও তথ্য জানতে চান। তা হলে, আমাদের ইংরেজি ওয়েবসাইট থেকে BIBLE TEACHINGS > MARRIAGE & FAMILY দেখুন।
-
“প্রকাশনাদি” ট্যাব ব্যবহার করুন। ধরো, স্কুলে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার সময় তুমি সহপাঠীকে তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর ব্রোশারটা দিতে চাও। তা হলে, প্রকাশনাদি > বই এবং ব্রোশার দেখো।
-
“আমাদের সম্বন্ধে” ট্যাব ব্যবহার করুন। ধরুন, সহকর্মীর কাছে সাক্ষ্য দেওয়ার সময় আপনি আমাদের কোনো বিশ্বাস সম্বন্ধে সংক্ষিপ্ত ব্যাখ্যা পড়ে শোনাতে চান। তা হলে, আমাদের সম্বন্ধে > প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন দেখুন।
JW.ORG ওয়েবসাইট ব্যবহার করা শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর নীচে উল্লেখিত ব্যক্তিদের সাহায্য করার জন্য ওয়েবসাইটের কোন অংশ দেখবেন তা বিবেচনা করুন:
-
একজন নাস্তিক
-
সম্প্রতি দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন এমন ব্যক্তি
-
কোনো নিষ্ক্রিয় ভাই অথবা বোন
-
পুনর্সাক্ষাতে কেউ যখন প্রশ্ন করেন, কীভাবে আমাদের কাজের খরচ মেটানো হয়
-
কোনো বিদেশি ব্যক্তি, যিনি নিজের দেশে ফিরে গিয়ে সভায় যোগ দিতে চান